User login
Sing In with your email
Send
Our Price:
Regular Price:
Shipping:Tk. 50
প্রিয় ,
সেদিন আপনার কার্টে কিছু বই রেখে কোথায় যেন চলে গিয়েছিলেন।
মিলিয়ে দেখুন তো বইগুলো ঠিক আছে কিনা?
Share your query and ideas with us!
Was this review helpful to you?
or
‘সেভ দা ওয়াইল্ডলাইফ’-এর স্থানীয় প্রতিনিধি হিসেবে গত ১০ বছর ধরে ক্রসকাটে আছেন গ্রেন ফোর্ড। এত বছর ধরে বিপন্ন গাছপালা রক্ষণাবেক্ষণ আর তাতে বসবাসকারী প্রাণিদের সংরক্ষণের চেষ্টা করে যাচ্ছেন তিনি ৷ আশা করছেন এতদিনের পরিশ্রমে তিনি এলাকাবাসীকে এটুকু বোঝাতে সক্ষম হয়েছেন যে বনবাদার ধ্বংস না করেও অন্যভাবে জীবিকা নির্বাহ করা সম্ভব ৷ দীর্ঘ দিন ধরে স্বেচ্ছাসেবী-কর্মী নিয়ে কাজ করে যাচ্ছেন তিনি। কেউ টিকেছে, কেউ চলে গেছে, তার জায়গায় নতুনেরা কাঠশ্রমিক আর মিল মালিকেরা তাদের কাজে বাধা হয়ে দাঁড়ানোর জন্য আঙ্কেল গ্রেনের ওপর বিরক্ত ৷ কিন্তু তিনি পরোয়া করেন না এসব ৷ এখানে তাঁর সংগঠনটা ‘ ওয়াইল্ডার’ ডাকনামে পরিচিত ৷ ক্রসকাটে দুটো দল হয়ে গেছে এখন ৷ একদল গাছ কাটার পক্ষে, আরেক দল বিপক্ষে ৷ দৃদলের মধ্যে কোল্ড ওয়ার চলছে। গত এক বছরে একদল কাঠশ্রমিক আর অতি উৎসাহী ওয়াইল্ডারদের মধ্যে বেশ কিছু হাতাহাতির ঘটনাও ঘটে গেছে ৷ সামাল দেয়ার জন্য গ্রেন একটা পরিকল্পনা বাস্তবায়নের চেষ্টা করছেন ৷ যেন মিল মালিকরাও কাঠ সংগ্রহ করতে পারে, আবার একইসঙ্গে বনপ্রাণি এবং বন সংরক্ষণও বজায় থাকে ৷ কিন্তু কাঠশ্রমিকরা তাঁকে বিশ্বাস করে না, তারা মনে করে গ্রেন তাদের শত্রু ৷ গত বছর এই সময় বেড়াতে এসে সংঘর্ষের ঘটনা দেখে গেছে ৷ তারপর থেকে নিয়মিত খোঁজখবর রাখে ৷ মনে মনে বিপদের আশঙ্কা করেছে। এ নিয়ে আলোচনাও করেছে দুই বন্ধু কিশোর ও মুসার সঙ্গে ৷ এবার হাই স্কুল ছুটি, তিনজনে মিলে ঠিক করেছে, আঙ্কেল গ্রেনকে সাহায্য করতে আসবে ৷ রবিন ফোন করে আঙ্কেলকে জানিয়েছে ছুটিতে ক্রসকাটে বেড়াতে আসবে, যদিও তাঁকে সাহায্য করতে আসার কথাটা চেপে গেছে ৷ মি. গ্রেন খুশি মনেই রাজি হয়েছেন তিনজনকে জায়গা দিতে ৷