User login
Sing In with your email
Send
Our Price:
Regular Price:
Shipping:Tk. 50
প্রিয় ,
সেদিন আপনার কার্টে কিছু বই রেখে কোথায় যেন চলে গিয়েছিলেন।
মিলিয়ে দেখুন তো বইগুলো ঠিক আছে কিনা?
Share your query and ideas with us!
Was this review helpful to you?
or
নীপা লায়লার লেখা প্রথম ছোটগল্পের বই ‘১৬ই ডিসেম্বর’। লেখিকা শুরুতেই বলে নিচ্ছেন- ’মুক্তিযুদ্ধ আমার আত্মার মিশে আছে ৷ কিন্তু মুক্তিযুদ্ধের কোনো স্মৃতি আমার মনের পর্দায় নেই শুনে শুনে, পড়ে পড়ে, স্থিরচিত্র দেখে, মুক্তিযুদ্ধের সিনেমা দেখে আর বুঝে এখন মুক্তিযুদ্ধ আমার কাছে এক জ্বলজ্যান্ত ছবি। ‘ বইটিতে রয়েছে- ১৬ই ডিসেম্বর , জেনিফার এবং নীলাম্বরী, আলেয়ার আলো, ভালোবাসার নীল হিজলতলায় শঙ্খচিলের সংসার, পূর্ণ বাঁকে মহুয়ার সমীকরণ, অন্বেষণ, জীবন যেখানে যেমন, নির্ঘুম রাতের পঙ্ক্তিমালা, যখন আমরা দুজনে একা, দুজন যখন একজন আমরা- সহ আরও অনেক গল্প। বইটির শিরোনাম গল্প ’১৬ ডিসেম্বর’ অত্যন্ত ট্র্যাজিক এবং মর্মান্তিক একটি গল্প। এতে উঠে এসেছে পাকিস্তানী সেনা ও রাজাকারদের মিলিত বিভীষিকাময় ধ্বংসযজ্ঞের কথা, যার লক্ষ্য ছিলো নারী ও শিশুরা। যে বেসামরিক নাগরিকেরা কোনদিন অস্ত্রই ধরেনি, যুদ্ধ করার মত শারীরিক কোন সামর্থ্য ছিল না- তাদের প্রতি হানাদারবাহিনী দেখিয়েছে সর্বোচ্চ নারকীয় তাণ্ডব। ধর্মকে ইস্যু করে তারা হিন্দু নাগরিকদের ধ্বংস করেছে সবদিক থেকে। ১৬ ডিসেম্বর গল্পটি সেরকম এক হতভাগা হিন্দু পরিবারকে ঘিরে। ’জেনিফার এবং নীলাম্বরী’ দরিদ্র্য গাইড আজাদকে নিয়ে। জেনিফার ব্রাউন নামের এক বিদেশি তরুণীর সঙ্গে দেশের এমাথা থাকে ওমাথা ঘুরতে ঘুরতে জান খারাপ হয়ে গেছে আজাদের ৷ নিজের লেখাপড়ার খরচ নিজেকেই জোগাড় করতে হয় আজাদের। দারিদ্র্যের কাছে হার মেনেই আজ বিদেশিনীর পেছন পেছন ঘুরে বেড়াচ্ছে সে ৷ কিন্তু জেনিফার এদেশে কেন এসেছে তা আজও অজানা আজাদের। অনেক ঘ্যানর ঘ্যানর করার পর জেনিফার ওকে বলেছে সে এদেশে এসেছে সৌমিত্র বলে কাউকে খুঁজে বের করতে৷ কী হবে সৌমিত্রকে দিয়ে আর কী করেছে সে একথা ভাঙা ভাঙা ইংরেজিতে জিজ্ঞেস করেও কোনো জবাব পায়নি আজাদ ৷ এভাবেই এগিয়েছে এই গল্পটি।