User login
Sing In with your email
Send
Our Price:
Regular Price:
Shipping:Tk. 50
প্রিয় ,
সেদিন আপনার কার্টে কিছু বই রেখে কোথায় যেন চলে গিয়েছিলেন।
মিলিয়ে দেখুন তো বইগুলো ঠিক আছে কিনা?
Share your query and ideas with us!
Was this review helpful to you?
or
আন্দালিব রাশদী তার ‘একাত্তরের দলিল’ বইটিতে প্রথমেই জানাচ্ছেন, একাত্তরে আন্তর্জাতিক গণমাধ্যম বাংলাদেশেৱ পক্ষেই ছিল। এই অধ্যায়ে আরও রয়েছে ইয়াহিয়ার অঙ্গীকার সংঘর্ষের দিকে, বিবিসি লন্ডনের বিশ্বসংবাদ, পিআইএর উড়োজহোজে সৈন্য আনা হচ্ছে শুরু হলো গুলিবর্ষণ, জনগণের বিরুদ্ধে মার্কিং অস্ত্র, বাংলাদেশের রক্ত, নির্মম গণহত্যার সাক্ষী। বইটিতে আরও রয়েছে - পাকিস্তানি সংবাদপত্রে একাত্তরের মার্চ , ডন ও পাকিস্তান টাইমসের দুটি প্রতিবেদন, মুজিব্ যে কোন ভালো কথা বা পরামর্শ শুনতে আগ্রহী, ১২০ দিনের বাধ্যবাধকতা তুলে দিন, পি'পলস পার্টি অধিবেশনে যোগ দেবে না, একমাত্র সমাধান- আওয়ামী লীগের কাছে ক্ষমতা হস্তান্তর। লেখকের গবেষণায় উঠে এসেছে দুঃসময়ের বন্ধু এডওয়ার্ড কেনেডির কথা। একাত্তরে বার্তাসংস্থাৱ তিনটি সংবাদ, ‘তার অবশ্যই মৃত্যুদণ্ড হবে’ ডের স্পিগেল, ‘পিপলস পার্টির রাজাকার সম্রাসের কথা স্বীকার করছেন’ রয়টার ‘পাকিস্তানী নেতারা শেখের মুক্তি দাবি করেছেন’ রয়টার, বাংলাদেশের স্বাধীনতার পূর্বক্ষণে। হেনরি কিসিঞ্জারের মেমোরেণ্ডাম, সম্ভাব্য ভারত-পাকিস্তান যুদ্ধ, কিসিঞ্জারকে নিয়ে বাংলাদেশ আলোচনা, নিক্সনের জন্য হেনরি কিসিঞ্জারের স্মারক, ইন্ডিয়া-পাকিস্তান সিচুয়েশন রিপোর্ট, ১৬ ডিসেম্বর ১৯৭১ সিআইএ-এর গোয়েন্দা স্মারক, নিক্সনও ইয়াহিয়াকে রক্ষাকরতে পারলেন না, পূর্ব পাকিস্তানে উপনির্বানে , যুদ্ধদিনের বন্ধু সিডনি , স্বাধীনতা যুদ্ধের আরও কয়েকটি দলিল -সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল, পূর্ব পাকিস্তানে স্বাভাবিক অবস্থায় বিরাজ করছে! ছেলে মুক্তিযুদ্ধে যায়নি তো?, মেজর জেনারেল রাও ফরমান আলীর চিঠি, রাজাকার সহায়তার চিঠি, দিস ইজ স্বাধীন বাংলা বেতার কেন্দ্র। নিউজউইকের খবর থেকে একাংশ তুলে দেওয়া হল- ‘পিআই'এ-র উড়োজাহাজে সৈন্য আনা হচ্ছে’। ২৯ মার্চ ১৯৭১ নিউজউইকে প্রকাশিত আগের সপ্তাহের প্রতিবেদনটি তুলে ধরা হলো- ইয়াহিয়ার সঙ্গে যখন সমঝোতার আলোচনা চলছে মুজিব ঝড়ের গতিতে বেরিয়ে এলেন এবং বেরোবার সময় ইয়াহিয়াকে বললেন, ‘আপনার সঙ্গে আলাপ করে লাভ নেই ৷ আপনি আলোচনার আসল জায়গায় আসছেন না ৷’ ইয়াহিয়া-মুজিব আলোচনার ভেতরের খবর প্রকাশিত না হওয়ায় ভয়ার্ত গুজব ঢাকাকে ছেয়ে ফেলেছে৷ বিমানযোগে যারা পশ্চিম পাকিস্তান থেকে আসছেন তারা জানাচ্ছেন পাকিস্তান ইন্টারন্যাশনাল এয়ারলাইন্সের ফ্লাইটে এখানকার সেনাশক্তি আরও জোরদার করতে সৈন্য আনা হচ্ছে৷ বুদ্ধিমত্তার সঙ্গে তাদের বেসামরিক পেশোকে আড়াল করেও আনা হচ্ছে৷ বোমা ও গোলাগুলির ঘটনা প্রতিদিনই ঘটছে ৷.. “