User login
Sing In with your email
Send
Our Price:
Regular Price:
Shipping:Tk. 50
প্রিয় ,
সেদিন আপনার কার্টে কিছু বই রেখে কোথায় যেন চলে গিয়েছিলেন।
মিলিয়ে দেখুন তো বইগুলো ঠিক আছে কিনা?
Share your query and ideas with us!
Was this review helpful to you?
or
বুলবন ওসমানের লেখা ‘মুক্তিযুদ্ধের শ্রেষ্ঠ গল্প ’।জাতির পিতা শেখ মুজিবুর রহমানের সাহসী নেতৃত্বে ১৯৭১ সালে মুক্তিসেনাদের দীর্ঘ নয় মাস যুদ্ধ শেষে স্বাধীন হয় আমাদের মাতৃভূমি বাংলাদেশ ৷ একাত্তরের সেই অগ্নিদগ্ধ দিনে বাঙালি জাতির হাজার বছরের কাঙ্ক্ষিত এ স্বাধীনতার জন্য যীরা শহিদ হয়েছেন, সন্ত্রম হারিয়েছেন, এবং পঙ্গুতৃ বরণ করেছেন, সেইসব বীর মুক্তিযোদ্ধাদের তথা জাতির শ্রেষ্ঠ সন্তানদের স্মরণে দেশবরণ্য লেখকবৃন্দ তাদের মেধামননে শ্রমে~ঘামে কালজয়ী লেখার মাধ্যমে নিবেদন করেছেন হৃদয়ের শ্রদ্ধার্ঘ ৷ তাদের নির্বাচিত লেখা এই গল্পগ্রন্থের ‘অপঘাত’ সবদিক থেকেই একটা নবতর শৈলীর গল্প। এর আগে মুক্তিযুক্তবিষয়ক সর্বদিক লক্ষ করে তিনি গল্প লিখেছেন বলা যাবে না। যাদুবাস্তবতার এক আশ্চর্য ফর্ম তিনি সৃষ্টি করেছেন। বুলু মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করে পাকিস্তান বাহিনীর হাতে সরাসরি বুকে গুলি খেয়ে মারা যায়। এদিকে বুলুর বন্ধু আনোয়ার বাড়িতে রোগে ভোগে মারা গেল। তাকে দাফন করা নিয়ে জটিলতা সৃষ্টি হয়। কারণ গ্রামের স্কুলে আর্মিদের ক্যাম্প দিয়ে কবরে যাওযার মানুষগুলিকে যেতে দেয় না। পাকিস্তান আর্মিরা এমনই নিষ্ঠুর যে জানাজায় অংশগ্রহণ মানুষজনদেরও মানুষ মনে করে না। ধীরে ধীরে বুলুর মৃত্যুর বিষয়টাও উন্মোচিত হয়। গল্প বলে যাওয়ার ধরন, মানুষকে অবজার্ভ করার অসাধারণ ক্ষমতা, ভয়াবহতার চালচিত্র অঙ্কন, ডিটেইলের চমৎকার বর্ণনা- সবকিছু মিলে এটি বাংলা কথাসাহিত্যের এক অসাধারণ সৃষ্টি। ‘দোজখের ওম’ গল্পটিও ইলিয়াসের আরেক চমৎকার সৃষ্টি। কামালউদ্দিন নামের প্যারালাইসিস দর্জির আশাবাদী সামগ্রিক জীবন, জীবনের আশা-ভরসা, ব্যর্থতা, জটিলতা, বেঁচে থাকার নিরন্তর আকাঙ্ক্ষা গল্পটির মূলপ্রাণ। তবে বারবার একই বিষয় পুনর্ব্যক্ত হওয়ায় গল্পের স্বাভাবিক বিকাশ কোথায় যেন জট পাকিয়ে যায়। তবে একজন নির্জন পঙ্গুব্যক্তির শারীরিক-মানসিক জটিলতা এত দীর্ঘ করে বর্ণনা করাও মারাত্বক শক্তিমত্তারই পরিচায়ক। বিশেষ করে গ্রামীণ লোকায়ত জীবন, ধর্মীয় অনুষঙ্গের প্রকাশ বিশাল জীবন সম্পর্কে চমৎকার ধারণারই শব্দচিত্র।