User login
Sing In with your email
Send
Our Price:
Regular Price:
Shipping:Tk. 50
প্রিয় ,
সেদিন আপনার কার্টে কিছু বই রেখে কোথায় যেন চলে গিয়েছিলেন।
মিলিয়ে দেখুন তো বইগুলো ঠিক আছে কিনা?
Share your query and ideas with us!
Was this review helpful to you?
or
শাফিক আফতাবের লেখা ‘কথাসাহিত্যের কলাকৌশল’ কথাসাহিত্য রচনার যুক্তিপূর্ণ বিশ্লেষণ করা হয়েছে। লেখক উপন্যাস সম্পর্কে বলেছেন,- উপন্যাস শব্দের অর্থ ঊপসৃজ ৷ এর ব্যুৎপত্তি এ রকম... ৷ আধুনিক যুগে উপন্যাস মাত্রই কল্পিত কাহিনি বা অখ্যান নয়-যদিও উপন্যাস শব্দের আভিধানিক অর্থ ‘কল্পিত আখ্যান’ বা ‘কল্পিত কাহিনি’ ৷ বলা হচ্ছে,‘উপন্যাস হচ্ছে প্রবহমান সময় ও সমাজ-অন্তর্গত জীবনের রূপকল্প’। কালের বির্বতনে উপন্যাস শব্দটির সঙ্গে সঙ্গে যোগ হয়েছে বাস্তব কাহিনি, কখনও বা অতিবান্তব কাহিনি। যখন লেখকের জীবনাভিজ্ঞতা বা জীবনানুভুতি কিংবা জীবনদর্শন বিশেষ নীতি বা নিয়মের ফ্রেমে পড়ে কোনো বর্পনাত্মক শিল্পকর্মে রূপায়িত হয়-তখন সেটিকে বলা হয়েছে উপন্যাস ৷ যদিও কোনো সুস্পষ্ট নিয়ম শৃঙ্খলার মধ্যে উপন্যাস শিল্পরীতিকে সমৃদ্ধ করা যায় না ৷ যায় না-যে, এর কারণ বিশৃঙ্খল জীবনের সামগ্রিক সত্যকে বিচিত্রভাবে অঙ্কন করার দায়ে পড়েইঁ উপন্যাস শিল্পের উদ্ভব। পক্ষান্তরে কোন মহৎ ও শক্তিশালী স্রষ্টাই একটি ছক-কাটা রীতি নিয়ে সন্তুষ্ট থাকতে পারে না ৷ নবলদ্ধ দৃষ্টিকোণের মানুষের আচরিত কার্যকলাপ যখন গদ্য ভাষায় শিল্পসম্মত ভাবে উপস্থাপন করা হয়, তখন তা উপন্যাস সাহিত্য হয়ে ওঠে ৷ কিংবা বলা যায়; মানুষের যাপিত জীবনের সুখ-দুঃখ, হাসি-কান্না, আবেগ-অনুভূতি, প্রেম-কাম, দ্রোহ- দৈন্য, বিবাদ-ভালোবাসা প্রভৃতি মানবিক অনুভূতিগুলোকে যখন গদ্যভাষায় শিল্পসম্মতভাবে বিশালাকারে প্রকাশিত হয় তখন উপন্যাস হয়ে ওঠে ৷ উপন্যাসের জন্য প্রথম ও প্রধান শর্ত ভাষার স্বরূপ। ভাষাটিকে অবশ্যই গদ্য হতে হবে। পদ্য বা ছন্দে হলে তা হয়ে ওঠে কাহিনিকাব্য বা মহাকাব্য ৷ এজন্য উপন্যাসতত্ত্ববিদ বলেন ‘আকৃতির বিশালায়ন, ঘটনার সামঞ্জস্যপূর্ণ বিন্যাস, আকর্ষণীয় গল্পরস, মনোমুগ্ধকর চরিত্রসৃষ্টি, প্রাঞ্জল ও সাবলীল সংলাপ এবং নিপুণ বর্ণনাভঙ্গি সার্থক উপন্যাসের বৈশিষ্ট্য’। উপন্যাসে সমগ্র জীবনের প্রতিচ্ছবি ফুটে ওঠে, তইি এর পটভুমি থাকে বিস্তৃত।