User login
Sing In with your email
Send
Our Price:
Regular Price:
Shipping:Tk. 50
প্রিয় ,
সেদিন আপনার কার্টে কিছু বই রেখে কোথায় যেন চলে গিয়েছিলেন।
মিলিয়ে দেখুন তো বইগুলো ঠিক আছে কিনা?
Share your query and ideas with us!
Was this review helpful to you?
or
বইটি পড়তে খুবই ভালো লাগছে
Was this review helpful to you?
or
দশ বছরের বালক অ্যালবার্ট একদিন তার কাকাকে জিজ্ঞেস করলো, "কাকা বীজগণিত জিনিসটা কি?" বালক আইন্সটাইনের কাছ থেকে প্রতিনিয়ত এমন হাজারো প্রশ্ন শুনতে জ্যাকব অভ্যস্ত ছিলেন। তাই এই প্রশ্ন শুনে তিনি সাথে সাথে একটা মজার উত্তর দিলেন, "বীজগণিত হচ্ছে অলসের পাটীগণিত। যে জিনিসটা তুমি জানো না তার নাম দাও x এবং তারপর ওই অজানা জিনিসটা খুঁজে বার করো।" এইরকম আরো কঠিন কঠিন হেঁয়ালি অ্যালবার্টের ভালো লাগতো। কাকার পরিহাসজনক কথাটা তার কাছে এক নতুন জগতে অভিযানের প্রেরণা জোগালো। বীজগণিত সম্বন্ধে আরো গভীরভাবে জানতে সে উদগ্রীব হয়ে উঠলো এবং x y z এর রহস্য উদঘাটনের জন্য সে নিজে নিজেই পরীক্ষা শুরু করল। যে কেউ তাকে বীজগণিত অথবা পাটিগণিতের বই এনে দিতো সেই তার বন্ধু হয়ে যেতো। রবীন বন্দোপাধ্যায়ের অনুবাদে ‘অ্যালবার্ট আইনস্টাইন’ বইটি বিজ্ঞানী আইনস্টাইনকে ভিন্ন চোখে দেখার সুযোগ করে দেয়। অ্যালবার্ট যখন মাত্র এক বছরের শিশু, তখন তার মা-বাবা উলম শহর ছেড়ে অপর একটি ঐতিহাসিক ও আগের মতোই সৌন্দর্যমন্ডিত শহরে চলে এলেন। এই শহরটির নাম মিউনিক। এটি দক্ষিণ জার্মানীর অন্তর্গত ব্যাভেরিয়ার গ্রামাঞ্চলে অবস্থিত। অ্যালবার্টের বয়স যখন দু'বছর তখন মিউনকে তার বোন মাজা জন্মগ্রহণ করে। এরপর তার আর কোনো ভাইবোন হয়নি। কাজেই মাজাকে নিয়েই তাদের চারজনের পরিবার সম্পূর্ণ হল। অ্যালবার্টের বাবার ব্যাবসাগত প্রয়োজনের তাগিদেই সমগ্র পরিবারটিকে মিউনিকে আসতে হয়েছিল। বৃহত্তর ও অধিকতর সমৃদ্ধিশীল শহরের কথা চিন্তা করেই তার বাবা হারমান আইন্সটাইন মিউনিকে যেতে মনস্থ করেন এবং সেখানে তার ছোট ভাই জ্যাকবের সহায়তায় একটি ছোটখাটো বিদ্যুৎ রাসায়নিক কারখানা চালু করলেন। এই সিদ্ধান্ত গ্রহণ সুফলপ্রসূ বলে পরে প্রমাণিত হয়েছিল। এরপর পরিবারের শ্রীবৃদ্ধি ঘটলো এবং কয়েক বছর পর যখন অ্যালবার্টের বয়স পাঁচ এবং তার বোনের বয়স তিন বছরের কাছাকাছি, তখন তারা ভাড়া-করা বাড়ি ছেড়ে দিয়ে শহরতলীর কাছাকাছি একটা বড় বাড়িতে উঠে যেতে পেরেছিল। এই নতুন বাড়িটি বালক আইন্সটাইনের কাছে পরম আনন্দদায়ক হয়েছিল। কারণ এই বাড়িটির পরিবেশ ছিল অপূর্ব। চারিদিকে বড় বড় গাছ, সাজানো বাগান ও তার মাঝে ছিল বাড়িটি। এই শান্ত, মনোরম ও নির্জন পরিবেশে অ্যালবার্ট তার ষোল বছর বয়সকাল পর্যন্ত পরম আনন্দে কাটিয়ে দিয়েছিল। অ্যালবার্টের কাকা জ্যাকব তার বাবার ব্যাবসার সহযোগী ছিলেন এবং তাদের পরিবারের সাথেই বসবাস করতেন। এই কাকা অ্যালবার্টের জীবনগঠনে এক গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করেন। তিনিই একদিন এক আকস্মিক মন্তব্যের দ্বারা তার কাছে গণিতরাজ্যের সিংহদ্বার খুলে দেন।