User login
Sing In with your email
Send
Our Price:
Regular Price:
Shipping:Tk. 50
প্রিয় ,
সেদিন আপনার কার্টে কিছু বই রেখে কোথায় যেন চলে গিয়েছিলেন।
মিলিয়ে দেখুন তো বইগুলো ঠিক আছে কিনা?
Share your query and ideas with us!
Was this review helpful to you?
or
বই: অনলি লাভ জনরা: রোমান্টিক উপন্যাস (অনুবাদ) লেখক: এরিখ সেগাল রূপান্তরঃ বদরুল মিল্লাত পৃষ্ঠা: ২১০ মুদ্রিত মূল্য: ২৬০৳ কাহিনী সংক্ষেপ: অনলি লাভ হ্যাঁ গল্পটা শুধু ভালোবাসার। নামের মধ্যেই যেন গল্পের কাহিনীর অনেকটা বলা হয়ে গেছে। যাকে কেন্দ্র করে গল্পটা, ম্যাথিউ হিলার পেশায় একজন ডাক্তার হলেও তার রক্তে মিশে অাছে পিয়ানোর সুর। গল্পেরর নায়িকা সিলভিয়া দালেসান্দ্রো। ইতালির বিখ্যাত কোম্পানি ফামা কর্পোরেশন এর একমাত্র উত্তরাধিকারী। ছোট বেলায় মাকে হারানোর পর থেকেই একটা সুক্ষ্ম কষ্টের নুড়ি যত্ন সহকারে বয়ে বেড়ায়। নিপীড়িত মানুষের পাশে দাঁড়ানোর জন্য কেমব্রিজ থেকে ডাক্তারি পাশ করার পর যাচ্ছে গৃহযুদ্ধ চলাকালীন আফ্রিকার দেশে ইরিত্রিয়ায়। ইরিত্রিয়ার উদ্দেশ্যে যাবার আগে ট্রেনিং এ প্যারিসে থাকাকালীন সময় পরিচয় হয় ম্যাথিউ হিলারের সাথে। অাস্তে অাস্তে বন্ধুত্ব অার তা থেকেই ভালোবাসায় রূপ নেয়। কেননা ছোটবেলা থেকে একা একা বেড়ে ওঠা সিলভিয়ার প্রয়োজন ছিল নির্ভরতার মানুষ একজন সার্বক্ষণিক সঙ্গী উপরোন্ত মিউজিকের প্রতিও তার অগাধ ভালোবাসা। ম্যাথিউর ক্ষেত্রেও তাই যেন মিউজিকের মধ্যেই সব অানন্দ। ইরিত্রিয়ায় সারাদিন রোগীদের সেবা শুশ্রুষা অার রাতের গল্পের মাঝে তাদের দিনগুলো ভালোই কেটে যাচ্ছিল। কিন্তু দিনগুলো বেশিদিন টিকলো না। মাঝপথে এক বন্দুক যুদ্ধে ম্যাথিউর মাথায় গুলির অাঘাত লাগে অার তারপর থেকেই সিলভিয়া নিরুদ্দেশ। সিলভিয়ার খবর জানার জন্য অস্থির ম্যাথিউ অবশেষে জানতে পারল সিলভিয়া দালেসান্দ্রো এবং নিকো রিনালদিনহো বিয়ে করেছে। এ সংবাদের পর থেকে নিজের পরিবারকে সাথে নিজেকে ভালো রাখার জন্য অভিনয় করে গেলেও অবচেতন মন সব সময় খু্ঁজে বেড়িয়েছে সিলভিয়াকে। এরপর অনেকটা বছর চলে যায় দেখা হয় ম্যাথিউর স্কুল বন্ধু মিউজিশিয়ান ইভির সাথে। ২০ বছর অাগে যে ভুল করছিল দ্বিতীয়বার অার সে ভুল করে না ম্যাথিউ। ইভিকে বিয়ের মাধ্যমে একটা নতুন পরিবার পায় সে। কিন্তু সবথেকে যে বিষয়টা নিয়ে ইভি অার ম্যাথিউর সুন্দর সময় কাটতো সেই পিয়ানো বাজানোটাই যে ম্যাথিউ ভুলে গেছে। ইভির ভালোবাসায় সিলভিয়াকে যখন প্রায় ভুলতে বসেছে ম্যাথিউ তখনই দেখা হয় ম্যাথিউ অার সিলভিয়ার। কিন্তু এ দেখা হওয়াটা ম্যাথিউর জন্য চরম পরীক্ষার ছিল। ব্রেইন টিউমারে আক্রান্ত সিলভিয়া, চিকিৎসা নিতে এসেছে বিখ্যাত নিউরোসার্জন ডাক্তার ম্যাথিউ হিলারের কাছে। ম্যাথিউ কী পারবে তার একসময়কার ভালোবাসা সিলভিয়াকে সারিয়ে তুলতে। ইভিই বা এ ব্যাপারটা ক্যামন ভাবে দেখবে। এমনি অারো কিছু প্রশ্ন ম্যাথিউ কী অার কখনোই তার রক্তের সাথে মিশে থাকা পিয়ানোর কীবোর্ডে হাত রাখতে পারবে। সিলভিয়াই বা কেন নিরুদ্দেশ হয়ে গেল। নিকোকে বিয়ের পিছনে কী কারন ছিল তার। সেসব প্রশ্নের উত্তর জানতে অবশ্যই অনলি লাভ বইয়ের পাতায় চোখ বুলাতে হবে। নিজস্ব মতামত: খুব কম সময়ই অামি অনুবাদ পড়ি। ইংরেজি সাহিত্যও তেমন একটা পড়া হয় না। তবে অনুবাদ না পড়ার কারন হচ্ছে এক লেখকের মনের অনুভূতি অন্য একজন হুবহু অনুবাদ করতে পারেনা। রূপান্তরে অনেক কিছু পরিবর্তন অাসে। তবে অনলি লাভ পড়তে গিয়ে ততটা খারাপ অামার লাগেনি এক্ষেত্রে অনুবাদকের কৃতিত্ব অবশ্যই অাছে। প্রথম দু'একটা অধ্যায় পড়তে বোরিং লাগলেও পরের অধ্যায়গুলো যেন চুম্বকের মত টানছিল। যদিও বিদেশী জায়গার বর্ণনা অার নাম গুলো অামার পড়ার গতি কমিয়ে দেয়ার কারন ছিল সাথে গল্পের কাহিনীও অনেকটা সিনেম্যাটিক। এসবের মধ্যেও ম্যাথিউ অার সিলভিয়ার রোমান্স বিরহের কাহিনী পাঠককে অনেব তৃপ্তি দেয়। এরিখ সেগালের লেখা এটাই প্রথম পড়া বই যদিও অনুবাদ। তবে তার গল্পে অসম্ভব নাটকীয়তা অার রহস্য অাছে বলে অামার মনে হল। সব মিলিয়ে মানব মনের ভালোবাসার যে সমস্ত ক্ষুদ্রাতিক্ষুদ্র বিষয় লেখক তুলে ধরেছেন সাথে সে অনুভূতি পাঠকের হৃদয়ে স্থান করে দেবার যে অাপ্রাণ চেষ্টা অনুবাদক করছেন তা বইয়ের কাহিনীতে ডুব না দিলে অনুভব করা যাবে না।
Was this review helpful to you?
or
#রকমারি_বইপোকা_রিভিউ_প্রতিযোগিতা #ডিসেম্বরঃ (৬) বইঃ অনলী লাভ মূলঃ এরিখ সেগাল অনুবাদঃ বদরুল মিল্লাত প্রকাশনীঃ আদী প্রকাশন ধরণঃ রোমান্টিক প্রকাশকালঃ ফেব্রুয়ারি ২০১৭ পৃষ্ঠাঃ ২০৬ রকমারি_মূল্যঃ ১৮২টাকা মানবতার সেবায় আফ্রিকার এক প্রত্যন্ত অঞ্চলে চিকিৎসা মিশনে একত্রে কাজ করার সময় গভীর প্রেমে পড়েন ম্যাথিউ হিলার ও সিলভিয়া বাতিস্তা।কিন্তু বিয়ের আগেই এক দূর্ঘটনায় তাদের বিচ্ছেদ হয়।শুরু হয় দুজনের আলাদা নতুন জীবন।মাথিউ একজন নামকরা জেনেটিক্স ইঞ্জিনিয়ার হয়ে উঠে।ঘটনাক্রমে সিলভিয়ার ব্রেইনে টিউমার হওয়ার কারণে তার স্বামী তাকে ম্যাথিউর কাছে নিয়ে আসে। জীবনের সবচেয়ে কঠিন পরিস্থিতির মুখোমুখি হয় ম্যাথিউ।একজন ডাক্তার হিসাবে সিলভিয়াকে সারিয়ে তোলার সর্বোচ্চ প্রচেষ্টা করতে হবে তাকে,আবার প্রত্যাখ্যাত প্রেমিক ও বিবাহিত পুরুষ হিসাবে ভুলে যেতে হবে নিজের অতীত। সে কি পারবে সিলাভিয়াকে সারিয়ে তুলতে?কী হবে যদি সে সিলভিয়াকে সারিয়ে তুলতে পারে? পাঠপ্রতিক্রিয়াঃ এটি একটি রোমান্টিক উপন্যাস।মূলত প্রেমের উপন্যাস আমার কাছে ভালো লাগেনা,আমি পড়িনা।পড়লেও খুব বেছে বেছে পড়ি।এই বইয়ের প্রচ্ছদ দেখে আর অনেকের কাছ থেকে শুনে পড়তে আগ্রহী হয়।বলা বাহুল্য আমার আগ্রহ বিফলে যায়নি।আর বদরুল আঙ্কলের বই আগে কখনও পড়িনও,এটা প্রথম।উনার অনুবাদ এক কথায় চমৎকার। রেটিং: ৪.৫/৫ রকমারি লিংকঃ https://www.rokomari.com/book/128145/অনলী-লাভ