User login
Sing In with your email
Send
Our Price:
Regular Price:
Shipping:Tk. 50
প্রিয় ,
সেদিন আপনার কার্টে কিছু বই রেখে কোথায় যেন চলে গিয়েছিলেন।
মিলিয়ে দেখুন তো বইগুলো ঠিক আছে কিনা?
Share your query and ideas with us!
Was this review helpful to you?
or
জমায়েত আলীর লেখা ‘বিজ্ঞানী ড. মুহাম্মাদ কুদরাত-এ-খুদা ’ বইটিতে বাংলাদেশের শ্রেষ্ঠ বিজ্ঞানীর জীবনী নিয়ে আলোচনা করা হয়েছে। তার বিজ্ঞান সাধনার সার কথা ছিল দুটি: ১। বাংলা ভাষার মাধ্যমে বিজ্ঞান শিক্ষা দান এবং ২। দেশজ সম্পদকে গবেষণার মাধ্যমে উন্নত করে একটি জাতীয় ট্রাডিশন (Tradition) বা ঐতিহ্য সৃষ্টি করা। কুদরাত-এ-খুদার গবেষণাক্ষেত্র ছিল জৈব রসায়ন। তিনি বনৌষধি, পাট, লবণ, কাঠকয়লা, মৃত্তিকা ও খনিজ পদার্থের ওপর গবেষণাকার্য পরিচালনা করেন। অত্যন্ত সফলতার সঙ্গে তিনি স্থানীয় গাছ-গাছড়া থেকে জৈব রাসায়নিক উপাদান নিষ্কাশনে সক্ষম হন, যা ঔষধ হিসেবে ব্যবহূত হয়ে থাকে। কুদরাত-এ-খুদা ও তাঁর সহকর্মিবৃন্দ ১৮টি বৈজ্ঞানিক পেটেন্ট আবিষ্কার করেন। পাটকাঠি থেকে পারটেক্স উৎপাদন ছিল তাঁর সবচেয়ে বড় বৈজ্ঞানিক অবদান। এছাড়া আখের রস ও গুড় থেকে মল্ট ভিনেগার, পাট ও পাটকাঠি থেকে রেয়ন এবং পাটকাঠি থেকে কাগজ তৈরি তাঁর অন্যান্য উল্লেখযোগ্য বৈজ্ঞানিক উদ্ভাবন। বাংলাদেশ স্বাধীন হবার পর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তার ওপর একটি বড় ধরনের দায়িত্ব অর্পণ করেন। তাকে স্বাধীন বাংলাদেশের প্রথম শিক্ষা কমিশনের চেয়ারম্যান নিযুক্ত করা হয়। এই শিক্ষা কমিশনের রিপোর্ট ড. কুদরাত এ খুদার গোটা কর্মজীবনের সবচেয়ে স্মরণীয় অবদান। এই রিপোর্ট তৈরি করার সময় তিনি বাংলাদেশের বিদ্যমান শিক্ষা ব্যবস্থার সামগ্রিক পর্যালোচনাই শুধু করেননি, এ ব্যাপারে আরো অভিজ্ঞতা অর্জনের জন্য ভারত সরকারের আমন্ত্রণে তার নেতৃত্বে গঠিত কমিশনের সদস্যবৃন্দ ১৯৭৩ সালের জানুয়ারি মাসে ভারত সফর করেন। প্রায় ১ মাস দীর্ঘ এই সফরকালে তারা ভারতের শিক্ষা ব্যবস্থা সম্পর্কে মূল্যবান প্রত্যক্ষ অভিজ্ঞতা লাভ করেন। বাংলা ভাষায় বিজ্ঞানচর্চাকে জনপ্রিয় করার ক্ষেত্রে মুহম্মদ কুদরাত-এ-খুদা গুরুত্বপূর্ণ অবদান রাখেন। তাঁর রচনাবলীর মধ্যে রয়েছে- বিজ্ঞানের সরস কাহিনী, বিজ্ঞানের বিচিত্র কাহিনী, বিজ্ঞানের সূচনা, জৈব-রসায়ন (৪ খন্ড), পূর্ব-পাকিস্তানের শিল্প সম্ভাবনা, পরমাণু পরিচিতি বিজ্ঞানের পহেলা কথা, যুদ্ধোত্তর বাংলার কৃষি ও শিল্প, বিচিত্র বিজ্ঞান, পবিত্র কোরআনের পূত কথা, অঙ্গারী জওয়ারা।
Was this review helpful to you?
or
ভারতীয় উপমহাদেশের কিংবদন্তী বিজ্ঞানী ড. মুহাম্মদ কুদরাত-এ-খুদা সম্পর্কে বিস্তারিত জানার একটি খুব ভাল বই এটি। লেখক জমায়েত আলী অত্যন্ত পরিশ্রম করেছেন ড. খুদার জীবনের খুটি-নাটি বিষয় পাঠকের সামনে তুলে ধরতে। এক কথায় বলা যায় লেখক এক্ষেত্রে সফল। তবে তিনি সব স্থানে যে নির্মোহ হতে পেরেছেন তা বলা যায়না। অবশ্য কিংবদন্তী সম্পর্কে নির্মোহ হওয়া দুঃসাধ্য। বইটির কিছু কিছু জায়গায় বানান ভুল পরিলক্ষিত হয়েছে, আশাকরি পরবর্তী সংস্করণে সেগুলি সংশোধন করা হবে। ড. খুদার অপ্রকাশিত পান্ডুলিপির বর্ণনা না থাকা বইটির একটি দুর্বলতা বলে আমার মনে হয়। যাইহোক, বইটি ড. খুদা সম্পর্কে আগ্রহী পাঠকদের তৃষ্ণা নিবারণ করবে।