User login
Sing In with your email
Send
Our Price:
Regular Price:
Shipping:Tk. 50
প্রিয় ,
সেদিন আপনার কার্টে কিছু বই রেখে কোথায় যেন চলে গিয়েছিলেন।
মিলিয়ে দেখুন তো বইগুলো ঠিক আছে কিনা?
Share your query and ideas with us!
Was this review helpful to you?
or
অধ্যাপক সিরাজুল ইসলাম চৌধুরীর লেখা ‘পুঁজিবাদের দুঃশাসন’ বইটিতে বর্তমান বিশ্বের পুঁজিবাদের আগ্রাসনের চিত্র দেখানো হয়েছে। পুঁজিবাদ বা ধনতন্ত্র বলতে এমন একটি অর্থনৈতিক ব্যবস্থা বোঝানো হয় যেখানে বাজার অর্থনীতিতে মুনাফা তৈরির লক্ষ্যে বাণিজ্য, কারখানা এবং উৎপাদনের উপকরণসমূহের উপর ব্যক্তিগত মালিকানার নিয়ন্ত্রণ থাকে। এটি সমাজতন্ত্রের বিপরীত একটি অর্থব্যবস্থা। পুঁজিবাদ এখন সূর্যের মতো কাজ করছে। পৃথিবীতে এমন কোনো আড়াল-আবডাল নেই, যেখানে গিয়ে মানুষ এই নষ্ট সূর্যের হস্তক্ষেপ থেকে বাঁচতে পারে ৷ এর প্রভাবে কোথাও জ্যাছে আগুন, কোথাও দেখা যাচ্ছে আভা, কোথাও খরা, কোথাও প্লাবন কিংবা অরণ্য ৷ যে দু-একটি রষ্ট্র এখনো বাইরে আছে, তারাও খুবই বিপন্ন। পুঁজিবাদী আদর্শের সৈনিকেরা পৃথিবী-জোড়া দৌরারূত্ম্যা। রাজত্ব তাদেরই ৷ ব্যক্তিগতভাবে কে কতটা সৎ কিৎবা অসৎ সে-প্রশ্নটা অবাস্তর ৷ যেমন ধরা যাক, বিল ক্লিনটনের কথা। ব্যক্তিগতভাবে তিনি গণতাত্রিক চরিত্রসম্পন্ন, কেমন আর্দ্র তীর হৃদয়, এসব তথ্য বিনোদনের জন্য সুখকর, কিন্তু একেবারেই অর্থহীন যে-ব্যবস্থার তিনি পতাকাবাহী তার স্বভাবটা বিচার করার ক্ষেত্রে। ওই ব্যবস্থায় হৃদয় বলে কিছু নেই ৷ নৈতিকতাও অনুপস্থিত। সে আর কিছু বোঝে না, বোঝে কেবল মুনাফা ৷ আর মুনাফা মানেই হচ্ছে শোষণ। আধিপত্যের লড়ইিটা প্রবল বেগে চলছে ৷ পুঁজিৰাদের যে কোনো বিকল্প আছে এই ধারণাটিকে নির্মূল করে দেয়ার তৎপরতাৱ কোনো অবধি নেই। আধিপত্য বিস্তারের চেষ্টায় সংঘর্ষ হত্যা রক্তপাত সবকিছুইঁ ঘটছে ৷ এক রাষ্ট্রের সঙ্গে অন্য রাষ্টের দ্বন্দ্ব আছে। বিস্তু বড়ো কোম্পানিগুলো দেখা যাচ্ছে দিব্যি এক হয়ে যাচ্ছে ৷ যার ফলে তাদের মুনাফা বাড়ছে ৷ বাড়ছে একচেটিয়া আধিপত্য। রাষ্ট্রে অভ্যন্তরে ক্ষমতালোভীদের দ্বন্দ্ব ক্রমাগত রক্তাক্ত চরিত্র ধারণ করছে।