User login
Sing In with your email
Send
Our Price:
Regular Price:
Shipping:Tk. 50
প্রিয় ,
সেদিন আপনার কার্টে কিছু বই রেখে কোথায় যেন চলে গিয়েছিলেন।
মিলিয়ে দেখুন তো বইগুলো ঠিক আছে কিনা?
Share your query and ideas with us!
Was this review helpful to you?
or
রহমতউল্লা ইমনের লেখা ‘মোহাম্মদ নাসের এক মৃত্যুহীন প্রাণ’। বইটির ‘জলে কুমির ডাঙায় বাঘ’ অধ্যায়ে লেখক বলছেন, ‘নাসের স্যার আমাদের বিভাগে শিক্ষক হিসেবে যোগ দিয়েছিলেন ১৯৮৪-এর ৫ ফেব্রুয়ারিতে ৷ প্রথম বর্ষে স্যার আমাদের পড়িয়েছিলেন Linear Algebra ৷ সবে বিশ্ববিদ্যালয়ে ঢুকেছি ৷ গায়ে তখনও স্কুল কলেজের গন্ধ লেগে রয়েছে… স্বভাবেও তাই ৷ বিশ্ববিদ্যালয়ে স্যারেরা প্রাইভেট পড়ান না, এ জায়গাটা দখল করে নেন বিভাগের বড় ভাইয়েরা ৷ ‘বড় ভাইয়ের নোট’ এটা ক্যাম্পাসে খুব পরিচিত একটি শব্দ ৷ তবে স্যারের এই কোর্সের জন্য কোন বড় ভাই খুঁজে পাওয়া পেল না ৷ সত্যিকার অর্থে Linear Algebra পরিসংখ্যানের কোনো বিষয় নয়, এটি পুরোপুরিভাবেই গণিতের একটি কোর্স ৷ অনেকেই ছুটল গণিত বিভাগের বড় ভাইদের কাছে, কিন্তু তাদের সুগ্রন্থিত নোট কোনই কাজে লাগেনি আমাদের। স্যারের পড়ানোর ধরন ছিল একেবারেই আলাদা । যত সময় গড়াতে লাগল ততই আমরা উপলব্ধি করতে লাগলাম এর ওর পেছনে ছুটে লাভ নেই, কাজ করতে হবে নিজেকেই ৷ আরও বুঝলাম যে, স্কুল কলেজে আমরা যেভাবে গণিত শিখে এসেছি তার অনেক কিছু ভুলেভরা ৷ স্যার মাঝে মাঝে আক্ষেপ করে বলতেন, ‘তোমরা যদি কিছুই না জানতা তাহলে তোমাদের শেখানো অনেক সহজ হতো। আমার অর্ধেকের বেশি সময় চলে যায় শুধু তোমাদের ভুল সংশোধনের পেছনেই। ‘ আমাদের টেক্সট ছিল Hadley র বই। তবে স্যার আমাদের কোন নির্দিষ্ট বই থেকে পড়াতেন না। তাঁর পছন্দের বই ছিল Graybill এর লেখা দুইটি বই।’