User login
Sing In with your email
Send
Our Price:
Regular Price:
Shipping:Tk. 50
প্রিয় ,
সেদিন আপনার কার্টে কিছু বই রেখে কোথায় যেন চলে গিয়েছিলেন।
মিলিয়ে দেখুন তো বইগুলো ঠিক আছে কিনা?
Share your query and ideas with us!
Was this review helpful to you?
or
এ এইচ এম রহমতউল্লাহর লেখা ‘জীবন জয়ের গল্প’ বইটি থেকে কিছু অংশ- ‘ খুব সঙ্গত কারণেই প্রশ্ন উঠতে পারে এত্ত বড় সাংঘাতিক যে অসুখ তার প্রতিষেধক থাকা সত্বেও আমি তা নেই নি কেন? এখন তো একটি শিশুর জন্মের পরপরই তাকে পোলিও টিকা খাওয়ানো হয়, চলে ব্যাপক প্রচারণা ৷ এসব তৎপরতার কারণে বলা চলে যে বাংলাদেশ থেকে বর্তমানে পোলিও প্রায় নির্মূল হয়ে গেছে ৷ দূর্ভাগ্য আমার, জন্মেছিলাম পাকিস্তান নামের এক ইবলিসি দেশে 1 পাকিস্তানিরা যে শুধু ’৭১-এ আমাদের ৩০ লাখ মানুষকে হত্যা করেছে তাই নয়, পাকিস্তান সৃষ্টির পর থেকে আমাদের এই পূর্ব বাংলাকে কলোনি বানিয়ে তার সমস্ত রক্ত চুষে খেয়েছে আর ছিবড়ে বানিয়ে ফেলেছে আমাদের। ১৯৬০-এর পর থেকেই বিশ্ব স্বাস্থ্য সংস্থা কোটি কোটি ডলার খরচ করে ৫ বছর বয়স পর্যন্ত বিশ্বের সব শিশুকে পোলিও টিকা খাওয়ানোর জন্য ৷ বিনামূল্যে পোলিও টিকা সরবরাহ করে বিশ্বের সব দেশে ; ভারত ও পশ্চিম পাকিস্তানের প্রত্যন্ত অঞ্চলে পৌঁছে যায় এই পোলিও টিকা অথচ তা আসে নি আমাদের এই পূর্ব বাংলায়। ঢাকার অভিজাত কিছু এলাকায় বাংলাদেশের স্বাধীনতার আগে পোলিও টিকা দেওয়ার ব্যবস্থা হয়েছিল। কিন্তু রাজশাহী বিভাগীয় শহর হওয়া সত্ত্বেও এখানে পোলিও টিকা দেওয়ার কোন ব্যবস্থাই ছিল না ৷ ছিল না কোন প্রচারণা, কোন গণসচতেনতা তৈরির উদ্যোগ ৷ আমার বিশ্বাস একই অবস্থা ছিল বাংলাদেশের সর্বত্রই। এই অবহেলা ছিল সম্পূর্ণ ইচ্ছাকৃত ৷ পাকিস্তানিরা যে আমাদের মানুষ মনে করতো না তার প্রমাণ এই অবহেলা, এই বৈষম্য। আমাদের কোনো বিপদ হলে আমরা ভাগ্যের, আল্লাহর ঘাডে_ চাপিয়ে দিয়ে সাস্তৃনা খোঁজার চেষ্টা করি ৷ আর এই সুযোগে পার পেয়ে যায় মূল অপরাধীরা। এই যে পোলিও কেড়ে নিলো আমার ১০ জন সতীর্থের জীবন, আমাকে বানিয়ে দিলো সারা জীবনের মতো পঙ্গু, এর জন্য দায়ী কে? আমি? আমার মা বাবা? আর কেউ নয়, এর জন্য একমাত্র দায়ী পাকিস্তান সরকার ৷