User login
Sing In with your email
Send
Our Price:
Regular Price:
Shipping:Tk. 50
প্রিয় ,
সেদিন আপনার কার্টে কিছু বই রেখে কোথায় যেন চলে গিয়েছিলেন।
মিলিয়ে দেখুন তো বইগুলো ঠিক আছে কিনা?
Share your query and ideas with us!
Was this review helpful to you?
or
মাশুকের লাশটা কাত হয়ে কোনোমতে টিকে আছে ভ্যানগাড়ির ওপরে ৷ শাওন সাহস পাচ্ছে না কাছে যেতে ৷ ভ্যান চালকের সঙ্গে সে-ও ঠান্ডায় জড়সড় হয়ে ঠকঠক করে কাঁপছে পাশের কামরাঙা গাছের নিচে ! বলা নাই কওযা নাই, এই অক্টোবরের শুরুতেও এমন ভয়াল বৃষ্টি। মূল রাস্তাতেওপানি উঠে গেছে ৷ গলিতে সেই পানির ঘোলা স্রোত ৷ মাশুকেৱ লাশটা নিয়ে যত তাড়াতাড়ি সম্ভব হাসপাতালে পৌঁছাতে চায় শাওন। রাত কত এখন? দেড়টা দুইটা নিশ্চিত ৷ লুঙ্গির গিঁটে রাখা পলিথিন থেকে লাইটার আর বিড়ি বের করে ধরার ভ্যান চালক। শাওন তার হাত থেকে বিড়িটা নিয়ে নেয় ৷ তীব্র আক্রোশে বিড়িতে দম দিতে থাকে। ভ্যান চালক তাকে সান্ত্বনা দিতে গিয়ে থেমে যায় ৷ আরেকটা বিড়ি ধরিয়ে কামরাঙা গাছের কর্দমাক্ত শরীরে পিঠ ঠেকিয়ে দাঁড়ায় ৷ রাস্তার ধুলোয় আচ্ছন্ন ছিল গাছটা। ভ্যানগাড়ির ওপরে ৷ ভিজে ঠান্ডায় কাঠ হয়ে যাছে সে। তার তড়িঘড়ি সৎকারের ব্যবস্থাও করা যাচ্ছে না। শাওন হতভম্ব হয়ে নির্বাক ছিল ৷ পরিচিত প্রায় সবাইকে আসতে বলেছে সে। কেউ সাড়া দেয়নি ৷ লাশটা হোটেল বুম থেকে রাস্তা পর্যন্ত নিয়ে আসতে তার জীবনে অলৌকিক সব ঘটনা ঘটে পেল ৷ শাওনের সঙ্গে মাশুকের প্রথম দেখা ধানমন্ডির রাইফেল স্কয়ারের পাশের রাস্তায় ৷ তিন বছর আগে ৷ সেপ্টেম্বরের একুশ। সেদিন বৃষ্টি ছিল ৷ ঝুম বৃষ্টি না ৷ গুঁড়িগুঁড়ি বৃষ্টি ৷ বৃষ্টিরত আকাশে মেঘের ফাঁকেফাঁকে এক আধটু ফরসা আলো ৷ শাওনের সঙ্গে মাশুকের কথা হয়েছে একদিন আগেই ৷ পরিচয় ছিল দুজনের ৷ সেটা ভাসা ভাসা। উঁকিঝুঁকি বডজোর ৷ শাওনকে নক করেছিল মাশুক নিজে থেকেই ৷ নক করার দৃ-সপ্তাহ পর লাপাত্তা। মাশুক বলেছিল দেখা করার কথা ৷ শাওন দিনতারিখ দিয়ে বলেছিল চলে আসতে। শাওন টেবিলে খাবার সাজিয়ে বসেছিল সারাদিন ৷