User login
Sing In with your email
Send
Our Price:
Regular Price:
Shipping:Tk. 50
প্রিয় ,
সেদিন আপনার কার্টে কিছু বই রেখে কোথায় যেন চলে গিয়েছিলেন।
মিলিয়ে দেখুন তো বইগুলো ঠিক আছে কিনা?
Share your query and ideas with us!
Was this review helpful to you?
or
যারা নতুন কবিদের কবিতা পড়তে ভালবাসেন, তাদের জন্য অবশ্যপাঠ্য ‘হরিতকী বনে একদা সন্ন্যাস’। লেখক অলোক মিত্রের ভাষায়- ’কবিতা লেখা আসলো কোন কাজ নয়, এক প্রকার ঊন্মাদনা ৷ যে ঊন্মাদনা আমাকে গ্রাস করেছে ৷ ‘হরিতকী বনে একদা সন্ন্যাস’ এই কাব্যধর্মটিতে জীবনবোধের রসায়নকে কারুময়তা দেবার প্রয়াস করেছি মাত্র। কাজটি বড়ই জটিল ৷ কিছু ভুলভ্রান্তি প্রতিবারের প্রকাশিত বইয়ের মতো থেকে গেলে থাকুক ৷ স্বপ্নবিলাসে আনন্দটাকে ক্ষুদ্র করতে চাই না ৷ আমার সংসার কাব্যধর্মটি সম্পন্ন করতে কন্যা ও পুত্রকে আমার সময়টুকু দিয়েছে। তাকে দিলাম ইস্ত্রি করা জীবন ৷ তিন বছরের পুত্র অমিত লেখার সময় কথার ফুলঝুঁড়ি শুনিয়ে বাবা হবার শৈলীতা দিয়েছে ৷ তাকে দিলাম বাবার অকৃত্রিম ভালোবাসার স্পন্দন ৷ পশ্চিমবঙ্গের করি ও সাংবাদিক তাপস কুমার সরকার , শ্রীশংবল্ম ও প্রকাশক জাবেদ ইমন, মিডিয়া ব্যক্তিত্ব ও কবি রাজু আলীম ভাইয়ের উৎসাহ ও জোরাজুরিতেই জাতীয় পত্র-পত্রিকায় প্রকাশিত একগুচ্ছ কবিতা নিয়ে হরিতকী বনে একদা সন্ন্যাস কাব্যধর্মটির জন্ম।” বইটির একটি কবিতা ‘হৃতশ্রীর জন্য দীর্ঘ বিলাপ’----- হৃতশ্রীর জন্য পাড়ি দেই দীর্ঘ একটি স্বপ্নময় ধুলোমাখা মেঠোপথ, শিশির ঝরা কাল হতে নিশিরাত অবধি ৷ তারপর, অগোছালো শব্দে নিজেকে করি আবদ্ধ সুনিপুণ সেই শব্দরাশির কারুকাজ , ব্যথার ভাঁজে মোড়ানো প্রেয়সীর দুঃসংবাদ, বিচ্ছেদের রেখার মসলিন সুরসুৱানী ৷ জড়ায় জড়াগ্রস্ত পৱাণ পাখি হার হুতাশ ছেড়ে ঝাপ দেয় মরা গাঙ বলেশ্বর ৷ কথারা সব বাধ সেধেছে, জীবন নদীর এপার ওপার ৷ বিচ্ছেদের মুখে বলি একমুঠো সুখ, তারপর হাতে নেই দুঃখের হাত থেকে শত বছরের জমানো বাষ্পায়িত তপ্ত জলকণা , অতপর ! কার্বন শিশায় জর্জরিত করি ধুলিমাখা ফুসফুস, নিয়মে অনিয়ম টেনে হারিয়ে যাই হরিতকী বনে ৷ ভেজষ নির্যাস নেই কারণে অকারণে আয়ুদেবীর কাছে জমা রাখি বিগত বছরে লেখা কারুময় প্রেমপত্র ব্যজ্ঞন শব্দের গুঞ্জন মিছিলে ৷ আমি জানি যে মিছিলে তুমি হবে সহসাথী সখীরূপে বসুধায় কাশফুলের মতো সাদা বসনে হেলে দৃলে ৷