User login
Sing In with your email
Send
Our Price:
Regular Price:
Shipping:Tk. 50
প্রিয় ,
সেদিন আপনার কার্টে কিছু বই রেখে কোথায় যেন চলে গিয়েছিলেন।
মিলিয়ে দেখুন তো বইগুলো ঠিক আছে কিনা?
Share your query and ideas with us!
Was this review helpful to you?
or
বীরেন্দ্র কুমার সমাদ্দারের লেখা ‘যে অঙ্ক মেলেনি’ সৃষ্টির শ্রেষ্ঠ মানুষ ৷ বইটির ভূমিকায় লেখক বলেছেন- ‘জীববৃত্তি আর বুদ্ধিবৃত্তির বিচারে শ্রেষ্ঠ্যত্বের শিখরে মানুষের স্থান। কিন্তু আর্থ-সামাজিক বেড়াজালে সৎকীর্ণতা আর বৈষম্যের নির্মমতার নির্দয় পারিষ্পারিক ভ্রাতৃত্ববোধে আর বিশ্বাস হারিয়ে ফোলছে মানুষ৷ জাতীয় চেতনার পরিমণ্ডলে খেটে খাওয়া পিছিয়ে পরা জনগোষ্ঠীকে সমৃদ্ধ হওয়ার সমন্বয় ও শোষণমুক্ত শ্রেণিহীন সমাজ গড়ার দায়বদ্ধ থাকা সত্ত্বেও তারা ঊপেক্ষিত ৷ আদর্শিক ভাবধারায় ধর্ম সমাজ ও রাজনৈতিক সার্বিক কল্যাণে মতভেদ থাকার আদৌ কোনো কারণ নেই৷ সঠিক নির্দেশনামূলক কোনো ভিন্নতাও নেই অথচ অনিবার্য অপারগতায় প্রত্যাশা অনুযায়ী ব্যত্যয় ঘটেছে ৷ আধুনিক শিক্ষা জগতে সমস্যা সংকুল মানবতাবোধে উত্থান-পতন আর নানা বৈচিত্যময় অসাম্যের অষ্পৃশ্যতার ৰিভাজনে আপনসত্তা গৌৱৰাধিকার বঞ্চিত মানুষদের কাছে সাহায্য করেনি ৷ স্বার্থপর সমাজের আর্থ-সামাজিক ও রাজনৈতিক প্রতিবন্ধকতা সৃষ্টি করেছে৷ শাসক আর শোষক শোষিতের মাথার উপরে ছড়ি ঘুড়িয়ে চলেছে ঠিকমত৷ এই অবহেলিত মানুষদের কষ্ট সমাজের কজনের হৃদয় ক্ষরণ হয় আমি জানি না ৷ নাগরিক বন্দরে জীবনের রঙ বদলে শুধু সময়ের কাছে আত্মসমর্পন৷ নানাভাবে নিপীড়িত মানুষদের সভ্যতার মূলধারার আসার কথা থাকলেও আসতে পারেনি৷ অথচ পৃথিবীতে এমন কোনো দেশ নাই, যে দেশের স্বাধীনতা অর্জনে সমাজের নিপীড়িত অবহেলিত ও নিঃন্ব মানুষদের আত্মদান ব্যতীত শুধুমাত্র ধনবান উঁচুতলার মানুষদের একক প্রচেষ্টায় স্বাধীনতা অর্জিত হয়েছে ৷ সবচেয়ে বেশি রক্ত ঝড়েছে এই সমাজের নীচুতলার মানুষদের ৷ এখানে কোনো বর্ণভেদ নাই ৷ সুতরাং এই অবহেলিত মানুষদের আত্মদান নেই একথা বলার উপায় যেই৷ কিন্তু স্বাধীনতার সুফল ভোগ করছে উঁচুতলাওয়ালারা। ভাগ্যের এমনই পরিহাস যে, স্বাধীনতার রক্তদান পবিত্র আর ভোগের বেলায় অম্পৃশ্য ৷ ’