User login
Sing In with your email
Send
Our Price:
Regular Price:
Shipping:Tk. 50
প্রিয় ,
সেদিন আপনার কার্টে কিছু বই রেখে কোথায় যেন চলে গিয়েছিলেন।
মিলিয়ে দেখুন তো বইগুলো ঠিক আছে কিনা?
Share your query and ideas with us!
Was this review helpful to you?
or
আমিনুল ইসলাম বেদুর লেখা ‘ খাপছাড়া : রবীন্দ্র প্রবন্ধ ও অন্যান্য প্রসঙ্গ’ বইটিতে যে প্রবন্ধগুলো স্থান পেয়েছে- বাংলার নবজাগরণ ও বাঙালির ক্রমবিকাশ, কালিদাস বীক্ষণঃ মেঘদূত ও শকূন্তলাৱ সৌন্দর্য চেতনা, মানবতাবাদী রামমোহন, মাইকেল প্রথম ও প্রধান আধুনিক কবি, “পাখি সব করে রব রাতি পোহাইল”…এর কবি মদনমোহন তর্কালঙ্কার, রবীন্দ্রনাথের চিন্তায় ও চরিত্র সৃষ্টিতে নাস্তিকতা, রবীন্দ্র মানসে লালন শাহের প্রভাব, রবীন্দ্রনাথের সমাজকল্যাণ চিন্তা সর্বক্ষেত্রে, বিশ্বপথিক হলেও রবীন্দ্রনাথ বাঙালির কবি, মানসী প্রতিমা মৃণালিনীর প্রতি কবিপ্রেম, রবীন্দ্রনাথের গদ্যশৈলী, রবীন্দ্রনাথের শেষ লেখন, গীতাঞ্জলি রবীন্দ্রনাথের বিশ্ব পরিচয়ের স্বর্ণদূয়ার, গীতাঞ্জলির শতবর্ষ, বিসর্জন মানবধর্মের প্ৰতিভূ নাটক, রবীন্দ্রনাথের ‘পতিতা’ কবিতার পবিত্রতা, ‘পোস্টমাস্টার’ রবীন্দ্র ছোটগল্পে শিল্পচিত্র, ‘রক্তকরবী’ রবীন্দ্রনাথ ঠাকুরের যৌবনের জয়টিকা, শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের জীবন বীক্ষণ, বিষাদ সিন্ধুর লেখক মীর মশাররফ হোসেন, ময়মনসিংহ গীতিকা বাংলার অসম্'প্রদায়িক প্রেমগীতি, বাংলাদেশের সাহিত্য পত্রিকায় মনন, প্রেম অমিতধারা, স্বাধীনতার স্বাদ, সতীর্থ সাংবাদিক ও সাংবাদিকতা ১৯৬১-’৬৫, সংবাদপত্র ও সাংবাদিকের চিন্তা, বাংলাভাষা পরিচয়, বাংলা ভাষাঃ বাংলা সংস্কৃতিঃ বাংলাদেশ, স্বাধীনতা, বাঙালি সত্তার অমরতৃ, আধুনিক রুচিতে কবিগানের মূল্য, বাউল গান বাঙালি সংস্কৃতির প্রাণ, বাঙালিতৃ আমাদের গৌরব, শিখা চিরন্তন মুক্তির চেতনায় অনল প্রবাহ , বাংলাদেশঃ রাজনৈতিক বিবর্তন কবি, শামসুর রাহমানের ‘বাংলাদেশ স্বপ্ন দ্যাখে’ ,কথাশিল্পী আখতারুজ্জামান ইলিয়াস, মুহম্মদ আবদুল হাইঃ বাংলা বিভাগ ও বাঙালি চর্চা, অনুবাদে জাকারিয়া শিরাজী, উদয়ন চৌধুরী একজন নির্ভীক বাঙালি, জয়তু মহাত্মা অশ্বিনী কুমার , প্রসঙ্গ রফিক আজাদের “ভাত ….. ইত্যাদি।