User login
Sing In with your email
Send
Our Price:
Regular Price:
Shipping:Tk. 50
প্রিয় ,
সেদিন আপনার কার্টে কিছু বই রেখে কোথায় যেন চলে গিয়েছিলেন।
মিলিয়ে দেখুন তো বইগুলো ঠিক আছে কিনা?
Share your query and ideas with us!
Was this review helpful to you?
or
মাঠে ঘাঠে ঘুরে বেড়ানো কোনো রিপোর্টার হিসেবে শামসুজ্জামান শামস প্রথম সেঞ্চুরিয়ান। ১৯৯৫ থেকে ২০১৬ সাল পর্যন্ত তার প্রকাশিত বইয়ের সংখ্যা ১০১। যে ক’জন তরুণ লেখক অল্প সময়ে পাঠক মহলে জায়গা করে নিয়েছেন শামসুজ্জামান শামস তাদের মধ্যে অন্যতম। পেশাগত দায়িত্ব পালনের পাশাপাশি তিনি বিভিন্ন জাতীয় দৈনিক, সাপ্তাহিক এবং পাক্ষিকের ঈদ সংখ্যায় গল্প, উপন্যাস এবং নানা বিষয়ের ওপর নিয়মিত লিখছেন অবিরাম। এবার অমর একুশে বইমেলায় তার ৯টি নতুন বই প্রকাশিত হয়েছে। ক্রিকেটের বিস্ময়কর এ দুই বালককে নিয়ে তরুণ লেখক ও সাংবাদিক শামসুজ্জামান শামস লিখেছেন ‘মোস্তাফিজ-মিরাজ বিস্ময়কর দুই ক্রিকেটার’নামের একটি বই। বইটিতে উঠে এসেছে তাদের বেড়ে উঠা, ক্রিকেটের সঙ্গে সখ্যতা এবং সাফল্য।সময়টা ছিল ২৪ এপ্রিল, ২০১৫। পেস আক্রমণে বৈচিত্র আনতে সেদিন পাকিস্তানের বিপক্ষে মাশরাফি-তাসকিনের সঙ্গী সাতক্ষীরার প্রত্যন্ত অঞ্চলের ছেলে মোস্তাফিজুর রহমান। শুরুতেই এসে প্রতিপক্ষ শিবিরে কাঁপন ধরিয়ে দেন। নজরে আসেন বিশ্ব ক্রিকেটের। এরপর আর পিছনে তাকাতে হয়নি। ভাগ্য বিধাতা যেন সফলতার চাবিকাঠি নিয়ে হাজির হয়েছে তার কাছে।অন্যদিকে গত বছরের অক্টোবরে ইংল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজে বাংলাদেশ শিবিরের আরেক আবিষ্কার মেহেদী হাসান মিরাজ। নিজের স্পিন জাদুতে দুই ম্যাচে প্রতিপক্ষের ১৯টি উইকেট একাই নিয়েছেন তিনি। বাংলাদেশও জিতেছে একটি ম্যাচ। অন্য ম্যাচ হেরেছে কুলে এসে তরী ডুবিয়ে।এ তরুণ লেখকের গদ্য সরলও সহজ। পাঠক সহজেই কাহিনীর ভেতর ঢুকে যেতে পারে। গ্রাম, নগর সব মানুষই তার কলমে স্থান পায়। তিনি সমাজের ভণ্ডামির কথা বলেন সাহসের সঙ্গে। নর-নারীর প্রেমের চিত্র আঁকেন কবিতার মতো।
Was this review helpful to you?
or
প্রথমেই বলে নেই ক্রিকেট খেলা আমি পছন্দ করিনা। সেটা দেখা হোক কিংবা মাঠে খেলা হোক। ক্রিকেটের প্রতি মানুষের এত আগ্রহ দেখে আমি একটা সময় প্রায়ই টিভিতে খেলা দেখতাম। কিন্তু সেটা নিজের ইচ্ছের বিরুদ্ধে। মন থেকে কিংবা আগ্রহী হয়ে কখনোই না। যেটুকু খেলা দেখেছি তাতে আমার প্রিয় দল হারবে নাকি জিতবে এই বিষষটা ছাড়া উপভোগের মত আর কিছুই পাইনি। সবচেয়ে বড় কথা হলো আমার আন্টি একজন মেয়ে মানুষ হয়েও মারাত্বক ক্রিকেট ভক্ত। বলতে গেলে ক্রিকেট অপছন্দনীয় হওয়ার পিছনে ক্রিকেট ভক্তদের অতিরিক্ত লাফালাফি কারন হতে পারে। যেহেতু আমি ক্রিকেট পছন্দ করিনা সেহেতু এই বইটা পড়ার প্রতক্ষ্য কোন কারন নাই। তারপরও পড়েছি। পড়ার একটা কারন সেটা হলো 'মোস্তাফিজ'। মোস্তাফিজের চেহারা, ফিটনেস, খেলার গতি, পদ্ধতি আমার ভালো লাগে বলেই বইটা পড়েছি তা কিন্তু না। পড়েছি কারন তার নামের সাথে আমার নামের মিল আছে। আমি যখন রস+আলোর মাধ্যমে প্রথম জানতে পারলাম ক্রিকেট জগতে মোস্তাফিজ নামে কালো একজন যুবক পা দিয়েছে তখন থেকেই আমার কৌতুহল ছিল তারসঙ্গে শুধু কি আমার গায়ের রং আর নামেরই মিল? এমনটা কি হতে পারে না তারসঙ্গে আমার কিছু ব্যাপার মিলে গেছে? এরকম কিছু প্রশ্ন আমার মাথায় এসেছিল কিন্তু আমি জানি এই প্রশ্নগুলোর উত্তর আমার চারপাশের মানুষ কখনোই দিতে পারবে না। আর তাই বইটা দেখার সঙ্গে সঙ্গে পড়ার লোভ সামলাতে পারলাম না। বইটা পড়লাম, কিন্তু আমি হতাশ। মোস্তাফিজ কে নিয়ে যদিও অনেক তথ্য দেয়া আছে কিন্তু সেগুলো আমার কাছে খবরের কাগজের কলাম ছাড়া কিছুই মনে হয়নি। লেখক যেহেতু সাংবাদিক সেহেতু তিনি হয়তোবা খবরের কাগজের সংবাদ গুলোই তুলে দিয়েছেন। আমি ধারনা করেছিলাম মোস্তাফিজের ছোটবেলা থেকে নিয়ে বর্তমান পর্যন্ত প্রতিটি ধাপ লেখা থাকবে। সে কি পছন্দ করে আর কি করে না সব। এমনকি তার প্রিয় মানুষ, বন্ধুরাতার সম্পর্কে কি ভাবে সেটাও মনে মনে চেয়েছিলাম। ভেবেছিলাম শৈশবের দারুন সব ঘটনা কিংবা ক্রিকেট খেলার আগের স্বপ্ন, বর্তমান অনুভূতি সবকিছু লেখা থাকবে কিন্তু এর কোনটাই ছিলনা। আমি "মাশরাফী" বইটা পড়িনি কিন্তু তারপরও সে বইটা নিয়ে মনে মনে আমার এক্সপেক্টেশন ঠিক এরকমই। কাটার মাস্টার নামে অবহিত করা হয়েছে মোস্তাফিজকে। সত্যি বলতে আমি কাটার বলতে দু ধরনের মানুষকে চিনি। একজন হলেন দর্জি আর একজন নাপিত। এখন এ ধরনের উপাধি কেন দেয়া হল আর তাতে খুশিরই বা কি আছে বুঝলাম না। বিষয়টা ঠিক 'রবিন জামান খানের ' অন্ধ প্রহর গল্পের কয়েকটা লাইনের মত যেখানে বলা হয়েছে 'আমরা বাঘের বাচ্চা বললে খুশী হই কিন্তু জানোয়ারের বাচ্চা বললে ক্ষেপে যাই। এর মানে এটাই দাড়ায় বাঘ আর জানোয়ারের মাঝে পার্থক্য করতে পারি না। তো যাইহোক মোস্তাফিজ সম্পর্কে যা যেসব কথা বলা আছে তার মধ্যে উল্লেখ যোগ্য হল সে মাঠে নামার আগে কি করে? শিরোনাম আমার কৌতুহল সৃষ্টি করেছিলো। তাই এই বিষয়টা সবার আগে পড়ি। পড়ে বুঝলাম মোস্তাফিজ যেটা করে আমি মোস্তাফিজ সেটা জীবনেও করিনি। যদি আমি নিজেও খেলতাম তাহলেও সেটা করতাম না। যাইহোক যারা ক্রিকেট পছন্দ করেন কিন্তু মোস্তাফিজের ক্রিকেট সাফল্য বিষয়ে কিছু জানেন না, তাকে কত টাকা দিয়ে কেনার কথা ছিল, তার কি সমস্যা এসব বিষয়ে যদি না জেনে থাকেন তাহলে বইটা পড়তে পারেন। বইয়ের প্রচ্ছদে 'মিরাজ' নামে আর একজনের কথা উল্লেখ আছে, বইয়েও আছে। তার বিষয়টাও ঠিক একইরকম কলামের মত উপস্থাপন করা হয়েছে। যাইহোক যারা ক্রিকেট ভক্ত তাদের বইটা আশাকরি ভালো লাগবে।