User login
Sing In with your email
Send
Our Price:
Regular Price:
Shipping:Tk. 50
প্রিয় ,
সেদিন আপনার কার্টে কিছু বই রেখে কোথায় যেন চলে গিয়েছিলেন।
মিলিয়ে দেখুন তো বইগুলো ঠিক আছে কিনা?
Share your query and ideas with us!
Was this review helpful to you?
or
"যে রাতে আমার স্ত্রী" টা পড়ে অনেক ভালো লেগেছিল। আন্দালিব রাশদির লিখাগুলোর মাঝে যে আধুনিকতা সেটা মুগ্ধ করবেই সবাইকে। মোনালি পড়েও ভালো লেগেছে।
Was this review helpful to you?
or
The book is good enough.
Was this review helpful to you?
or
আন্দালিব রাশদী চলমান সময়ের পটভূমিতে এমন কিছু চরিত্রকে বেছে নিয়ে মোনালির কাহিনি দাঁড় করিয়েছেন, এত নিখুঁতভাবে তুলে ধরেছেন তাদের স্বভাব-বৈশিষ্ট্য, মনে হয় না শুধু উপন্যাস পড়ছি, সমভাবে মনে হয়, রূঢ় এক বাস্তবের মুখোমুখিও হচ্ছি। আখ্যানের শুরুটা বেশ কৌতুকপ্রদভাবে। ব্যক্তিগতভাবে আমি আগেও লক্ষ করেছি, আন্দালিব তাঁর উপন্যাসের নারী চরিত্রদের পারতপক্ষে কখনোই মুখরাহীন করে রাখেন না; কিংবা তাদের সেভাবে আঁকেন না। এখানেও ব্যতিক্রম কিছু ঘটেনি। ফলে উপন্যাসের একেবারে শুরুতেই আমরা মা-মেয়ের কথা-কাটাকাটি শুনতে পাই।প্রথম পুরুষে মোনালি উপন্যাসের কাহিনির শুরু এবং শেষও। এর কথক যে মোনালি, সেটা জানা যায় অনেক পরে। সে-ই উপন্যাসটির কেন্দ্রবিন্দু। ঘটনার কাছে সে কখনো যায়, কখনো ঘটনা তার কাছে চলে আসে, কখনো-বা নিজেই ঘটনা হয়ে ওঠে মোনালি। এই উপন্যাসের কোনো চরিত্রই নিপাট সহজ-সরলগোছের নয়, প্রত্যেকের জীবনই আঁকবাঁকে ভরা। যেমন মোনালিদের পরিবারের কথাই ধরা যাক। মোনালির বাবা বি এইচ মাহমুদ আলী যেদিন বিয়ে করতে গিয়েছিলেন, গিয়ে দেখেন কনে পালিয়েছে। ওই একই অনুষ্ঠানে তাঁর বাবা যাকে বিয়ে করে আনেন, তিনিই মোনালির মা। তার মায়ের জীবনও ছিল জট পাকানো। বড় ভাই রুদ্র—চিকিৎসক, পরিবার থেকে বিচ্ছিন্ন। মোনালির আগের বোনটিও কিছুটা ছন্নছাড়া। আর মোনালি তৃতীয়। এর পরেও একটি বোন আছে তার, মানসিকভাবে প্রতিবন্ধী-গোছের। আরও বলে রাখি, মোনালির একটা পা কৃত্রিম। এক সড়ক দুর্ঘটনায় পা হারিয়েছিল সে। তারা থাকে বিশাল এক অ্যাপার্টমেন্টের একটা ব্লকে। বাবা ক্যানসারের নামকরা বিশেষজ্ঞ ডাক্তার।