User login
Sing In with your email
Send
Our Price:
Regular Price:
Shipping:Tk. 50
প্রিয় ,
সেদিন আপনার কার্টে কিছু বই রেখে কোথায় যেন চলে গিয়েছিলেন।
মিলিয়ে দেখুন তো বইগুলো ঠিক আছে কিনা?
Share your query and ideas with us!
Was this review helpful to you?
or
কল্পলোকে ক্রিকেটের গল্প’ বইয়ে ক্রিকেটের আদিকালের এই চরিত্রগুলোকেই জীবন্ত করে তোলার চেষ্টা করেছেন দৈনিক প্রথম আলোর ক্রীড়া সম্পাদক উৎপল শুভ্র। মলাটবাঁধা উপাদেয় ক্রিকেটের সঙ্গে অনুপম গদ্যের শিল্পিত যুগলবন্দী। বাংলাদেশের ঘরগেরস্থালির অংশ হয়ে যাওয়া ক্রিকেট লিখিয়ে উৎপল শুভ্রর দ্বাদশ প্রকাশনা কল্পলোকে ক্রিকেটের গল্প। বিষয় ও উপস্থাপনার অভিনবত্বে এই বই বাংলা ক্রিকেট লেখালেখির ক্ষেত্রে শুধু নয়, বিশ্ব ক্রিকেট-সাহিত্যে এক নতুন সংযোজন। কল্পনাশ্রিত প্রেক্ষাপটে ক্রিকেটের দালিলিক সত্যকে লেখক এমনভাবে পাঠকের চোখে ভাসিয়েছেন যে আদ্যিকালের ক্রিকেট-সমাজ জীবন্ত হয়ে গ্যালারির সামনে নড়েচড়ে উঠছে। টেস্ট ক্রিকেট শুরুর পর থেকে প্রথম মহাযুদ্ধ পর্যন্ত সময়কাল এই বইয়ের উপজীব্য। কুশীলবেরা সেই সময়কার মাঠকাঁপানো ক্রিকেটার। স্বর্গধামে তাঁদের জীবনযাপনের সব বর্ণাঢ্য খণ্ডচিত্রের ছবি এঁকে, তাঁদের মুখে সংলাপ বসিয়ে শুভ্র খটখটে পরিসংখ্যানসমূহকে অত্যন্ত রসাল করে পরিবেশন করেছেন। এই বই উপন্যাস না ইতিহাস-সে প্রশ্নে খোদ লেখকই দ্বিধাগ্রস্ত। জানিয়েছেন, আমরা বইটা আদ্যোপান্ত পড়লে অনুভব করব বইটা গবেষণাধর্মী উপন্যাসোপম 'ঐতিহাসিক আখ্যান'। প্রাতিষ্ঠানিক অর্থে এটা হয়তো উপন্যাস নয়, তবে উপন্যাসের আমেজ আছে। তবে ইতিহাসটা একেবারে নিরেট কাঠখোদাই। তথ্যের এদিক-সেদিক হওয়া নেই একচুল। গল্প বলার ধারায় এসে পড়েছে নাট্যানুষঙ্গ, এসেছে কবিতা। আর গ্রন্থকার তো অত্যন্ত স্বাভাবিক সাবলীলতায় গ্রন্থজুড়ে বেয়ে চলেন তাঁর উজ্জ্বল উপস্থিতি। সত্যিকার অর্থেই ক্রিকেট পাঠকদের জন্য অনেক কিছুতে ভরপুর এক বই লিখেছেন প্রথম আলোর ক্রীড়া সম্পাদক উৎপল শুভ্র। ডব্লিউ জি গ্রেস, ক্লেম হিল, ফ্রেড স্পফোর্থ, ভিক্টোর ট্রাম্পার, ডন ব্র্যাডম্যান, জ্যাক হবস, রনজিত সিংজির মতো ক্রিকেট কিংবদন্তিদের নিয়ে লেখা বইটির নাম ‘কল্পলোকে ক্রিকেটের গল্প’।
Was this review helpful to you?
or
অসাধারণ একটা বই। বইয়ের কাভার এর কথাগুলোর মতোই যাদুকরী লিখা। যারা ক্রিকেট ভালোবাসেন তারা পড়তেই পারেন।