User login
Sing In with your email
Send
Our Price:
Regular Price:
Shipping:Tk. 50
প্রিয় ,
সেদিন আপনার কার্টে কিছু বই রেখে কোথায় যেন চলে গিয়েছিলেন।
মিলিয়ে দেখুন তো বইগুলো ঠিক আছে কিনা?
Share your query and ideas with us!
Was this review helpful to you?
or
খুব মজা পেলাম
Was this review helpful to you?
or
Could be better
Was this review helpful to you?
or
রকমারি রিভিউঃ বইঃ বাবু ১০। লেখকঃ শাহরিয়ার। প্রকাশনীঃ পাঞ্জেরী পাবলিকেশন্স। মূল্যঃ ১২০ টাকা। পৃষ্ঠাঃ ৪৮। এটি বাবু সিরিজের দশম বই। কলেজের সেকেন্ডে ইয়ারের ছাত্র বাবু। থাকে ঢাকায়। বাবা আমলা। বাবুর কাজ শুধু খাওয়া-দাওয়া, ঘুরে বেড়ানো আর উদ্ভট কাজ করা। শাহরিয়ার খানের বাবু কমিকসটা অসাধারণ। সুবিধা হলো এটা শাহরিয়ারের অন্য কমিকস বেসিক আলীর মত সাদা-কালো নয়, রঙিন কমিকস। কমিকসটা আপনার অনেক ভালো লাগবে।রকমারি রিভিউঃ বইঃ বাবু ৯। লেখকঃ শাহরিয়ার। প্রকাশনীঃ পাঞ্জেরী পাবলিকেশন্স। মূল্যঃ ১২০ টাকা। পৃষ্ঠাঃ ৪৮। এটি বাবু সিরিজের নবম বই। কলেজের সেকেন্ডে ইয়ারের ছাত্র বাবু। থাকে ঢাকায়। বাবা আমলা। বাবুর কাজ শুধু খাওয়া-দাওয়া, ঘুরে বেড়ানো আর উদ্ভট কাজ করা। শাহরিয়ার খানের বাবু কমিকসটা অসাধারণ। সুবিধা হলো এটা শাহরিয়ারের অন্য কমিকস বেসিক আলীর মত সাদা-কালো নয়, রঙিন কমিকস। কমিকসটা আপনার অনেক ভালো লাগবে।
Was this review helpful to you?
or
খুব ভালো
Was this review helpful to you?
or
good
Was this review helpful to you?
or
Oh my god. This is HILARIOUS! I can't exaggerate this enough! This is by far the best Babu issue ever. It's a shame that Shahrier focused more on Basic Ali after publishing this. Hysterically laughed reading this, THANK YOU SO MUCH Shahrier sir for gifting us this series!
Was this review helpful to you?
or
কার্টুনিস্ট শাহরিয়ার (বেসিক আলী, বাবু) আঁকা ও চিন্তায় করা কার্টুন বাবু-১০। শাহারিয়ার নিজে ডেইলি স্টারের সিটি এডিটর- এমন কি পেশাদার কার্টুনিস্ট ও বলা যাবে না তাঁকে। আমি মনে করি রাজনৈতিক কার্টুনের চেয়ে কার্টুনিস্ট শাহরিয়ার এর অবদান অবশ্যই কমিক্স এ অনেক বেশী। কিন্তু তাঁর রাজনৈতিক কার্টুন যে কারণে অনন্য সেটা সেদিন গ্যালারি কায়া তে গিয়ে আরো নিঃসন্দেহ হলাম। তাঁর সবচেয়ে বড় গুণ আমাদের কার্টুন (অংকন) শিল্পে একটি 'শিশির ভট্টাচার্য' প্রভাব বলয় থেকে মুক্ত থাকা। আশির দশকে রাজনৈতিক কার্টুনকে একটানে একেবারে অনেক ওপরে তুলে ফেলার কারিগর শিশির স্যার ইতিমধ্যে এ দেশের কিংবদন্তীতূল্য হয়ে গেছেন। কিন্তু একইভাবে উনি অনিচ্ছাকৃত যে সমস্যার তৈরী করেছেন সেটা হল এমন একটা ড্রয়িং মানদণ্ড বানিয়ে দিয়েছেন যাতে করে কার্টুনের আইডিয়া ছাপিয়ে ড্রয়িং এর দিকেই পাঠকের চোখ আটকে থাকে। তাঁর অসাধারণ কিছু কার্টুনেও পাঠকেরা তাই প্রথমে ড্রয়িং এর সুনাম করতেই ব্যস্ত হয়ে পড়েন। ফলে অপেক্ষাকৃত নতুন কার্টুনিস্ট রা অবচেতনেই তাঁকে হুবহু অনুকরণের চেষ্টা করতে থাকে। এমনকী পত্রিকার সম্পাদকদেরকেও বলতে শোনা যায়- শিশিরের মত করে আঁকেন। এ ক্ষেত্রে অনেক ভুলেই যায় যে কার্টুন মানে আসলে প্রথমে আইডিয়া পরে সাপোর্টিভ ড্রয়িং। এবং তাঁর প্রভাব এতই ব্যাপক ছিল যে সেই বলয় মোটামুটি দশ বছর সবাইকে আচ্ছন্ন করে রেখেছিল। এর থেকে একটা বড় রিলিফ আমরা পাই কার্টুনিস্ট শাহরিয়ার এর রাজনৈতিক কার্টুনে। রাজনৈতিক কার্টুনের চেয়ে কার্টুনিস্ট শাহরিয়ার এর অবদান অবশ্যই কমিক্স এ অনেক বেশী।
Was this review helpful to you?
or
Very Funny ??.You Will Enjoy Every Second Reading This Book.