User login
Sing In with your email
Send
Our Price:
Regular Price:
Shipping:Tk. 50
প্রিয় ,
সেদিন আপনার কার্টে কিছু বই রেখে কোথায় যেন চলে গিয়েছিলেন।
মিলিয়ে দেখুন তো বইগুলো ঠিক আছে কিনা?
Share your query and ideas with us!
Was this review helpful to you?
or
‘পাঁচটি পুরষ্কারপ্রাপ্ত গল্প’ বইটি সুমাইয়া বরকতউল্লাহ এর লেখা পাচটি গল্পের একত্রিত করে প্রকাশিত হওয়া একটি বই । সুমাইয়া বরকতউল্লাহ একাধারে একজন গল্পকার ও ছড়াকার । তার জন্ম ২৫ নভেম্বর, তিনি নরসিংদী জেলার শিবপুর এর দরগাবন্দ তে জন্মগ্রহন করেন । তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেছেন । লেখালেখি চালিয়ে যাচ্ছেন অনেক আগে থেকেই । লেখালেখির স্বীকৃতি স্বরুপ পেয়েছেন ছোটবড় অনেক পুরষ্কার । তিনি চার বার জাতিসংঘের মীনা মিডিয়া অ্যাওয়ার্ড লাভ করেছেন , এছাড়াও কথাসাহিত্য কেন্দ্র পুরষ্কার পেয়েছেন , আন্তর্জাতিক শিশু কিশোর চলচ্চিত্র উৎসব এর গল্পলেখা পর্বে তিনি অন্যতম সেরা গল্পকার পুরষ্কার পেয়েছেন । তার লেখা পাঁচটি পুরষ্কারপ্রাপ্ত গল্প বইটি প্রথম প্রকাশিত হয় ২০১৭ সালের জানুয়ারি মাসে । বইটি প্রকাশিত হয় সাহস পাবলিকেশন্স প্রকাশনী থেকে এবং এর প্রকাশক নাজমুল হুদা রতন । প্রচ্ছদ করেছেন মোস্তাফিজ কারিগর । সকল লেখক এর সকল লেখাই পুরষ্কার পায় না , পুরষ্কার পায় সেই গুলোই , যেগুলো পুরষ্কার পাওয়ার যোগ্য , সেগুলো সেরাদের সেরা । এই বইটি ও তেমনি পাচটি পুরষ্কার প্রাপ্ত গল্প একত্রিত করে প্রকাশিত হওয়া একটি বই । পুরষ্কার পাওয়ার জন্য লেখকের লেখাগুলোকে অনেকগুলো ধাপ পাড়ি দিয়ে আসতে হয় । বিজ্ঞ বিচারক দের সামনে দিতে হয় পরিক্ষা , পরে পরিক্ষায় উত্তীর্ন হতে পারলে দেওয়া হয় পুরষ্কার । এই বইয়ের গল্পগুলো হরলিক্স কিশোর আলো স্বপ্নের গল্পলেখা প্রতিযোগীতা , মীনা মিডিয়া অ্যাওয়ার্ড , ঐতিহ্য গোল্লাছুট প্রথম আলো গল্পলেখা প্রতিযোগীতা এর মত বিভিন্ন স্থানে পুরষ্কার প্রাপ্ত হয়েছে , প্রতিটি গল্পই আলাদা আলাদা ভাবে পাঠকদের মনে স্থান করে নিতে পারবে তা নির্দিধায় বলে দেওয়া যায় ।