User login
Sing In with your email
Send
Our Price:
Regular Price:
Shipping:Tk. 50
প্রিয় ,
সেদিন আপনার কার্টে কিছু বই রেখে কোথায় যেন চলে গিয়েছিলেন।
মিলিয়ে দেখুন তো বইগুলো ঠিক আছে কিনা?
Share your query and ideas with us!
Was this review helpful to you?
or
অনেক সুন্দর একটি বই। বেশ ভালো লাগলো।
Was this review helpful to you?
or
Very good book. I read. Awesome.
Was this review helpful to you?
or
‘সবুজ হতে চাই’ বইটির লেখক আমীরুল ইসলাম । লেখক এর জন্ম ৭ই এপ্রিল ১৯৬৪ , তিনি ঢাকার লালবাগ এ জন্মগ্রহন করেন । শিশুসাহিত্যের সকল শাখায় সমান স্বচ্ছন্দ। ২০০৬ সালে পেয়েছেন বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার। সবচেয়ে কম বয়সে খামখেয়ালি ছড়াগ্রন্থের জন্য পেয়েছেন শিশু একাডেমী আয়োজিত অগ্রণী ব্যাংক শিশুসাহিত্য পুরস্কার। পরে এই পুরস্কার পেয়েছেন আরও পাঁচবার । এ ছাড়াও পেয়েছেন সিকানন্দার আবু জাফর সাহিত্য পুরস্কার, নুরুল কাদের শিশুসাহিত্য পুরস্কার, পদক্ষেপ সাহিত্য পুরস্কার, ছােটদের পত্রিকা পুরস্কার, ছোটদের মেলা পুরস্কার, জাতীয় ছড়া উৎসব। সম্মাননা, শামসুর রাহমান সাহিত্য পুরস্কার এবং ওয়েস্ট এন্ড হাইস্কুল পুনর্মিলনী সম্মাননা । কলকাতা থেকে অন্নদাশঙ্কর সাহিত্য পুরস্কার । প্রকাশিত গ্রন্থের সংখ্যা দুই শতাধিক। সবই শিশুসাহিত্য। দেশের খ্যাতিমান সকল প্রকাশনা সংস্থা থেকে এক বা একাধিক বই প্ৰকাশিত হয়েছে । দশ বছর সম্পাদক ছিলেন বিশ্বসাহিত্য কেন্দ্র থেকে প্রকাশিত কিশোর-তরুণদের উৎকর্ষধ্যমী মাসিক আসন্না-র । অধুনালুপ্ত দৈনিক বাংলার কিশোরদের পাতা সম্পাদনা করেছেন। পাঁচ বছর । বর্তমানে চ্যানেল আই-এর জেনারেল ম্যানেজারের দায়িত্বে কর্মরত। সাপ্তাহিক-এর প্রকাশকও তিনি। এ ছাড়া বাংলা একাডেমির ফেলো, মুক্তিযুদ্ধ জাদুঘরের স্থাপনা-সদস্য। তার লেখা সবুজ হতে চাই বইটি প্রথম প্রকাশিত হয় ২০১৭ সালের ফেব্রুয়ারি মাসে । বইটি প্রকাশিত হয় কিশোর কলম প্রকাশনী থেকে । আমাদের দেশের সাহিত্য অঙ্গন সমৃদ্ধ হলেও অত্যন্ত দুঃখের কথা শিশুতোষ গ্রন্থের পরিমান খুবই কম , শিশুদের মানুষিক ও চারিত্রিক বিকাশ এর জন্য শিশুতোষ সাহিত্যের বিকল্প নেই , তাই শিশুতোষ সাহিত্য চর্চা করা অত্যন্ত জরুরী , যা করে যাচ্ছেন লেখক আমীরুল ইসলাম । তার লেখা এই বইটি শিশুদের নিকট অনেক ভালো লাগবে তা আশা করা যায় । অসাধারন এ বইটি শিশুদের জন্য অত্যন্ত উপযোগী ।