User login
Sing In with your email
Send
Our Price:
Regular Price:
Shipping:Tk. 50
প্রিয় ,
সেদিন আপনার কার্টে কিছু বই রেখে কোথায় যেন চলে গিয়েছিলেন।
মিলিয়ে দেখুন তো বইগুলো ঠিক আছে কিনা?
Share your query and ideas with us!
Was this review helpful to you?
or
‘অপরা জীবন’ বইটির লেখক ডঃ মাহবুব মোর্শেদ । লেখক পেশায় একজন চিকিৎসক । ছেলেবেলা থেকেই তিনি বিজ্ঞান ও সাহিত্য , দুইটি বিষয় কে সমানভাবে ভালোবেসে গেছেন । আশির দশকে শিশু একাডেমী এবং কিশোরবাংলা হতে লেখালেখির সুত্রপাত হলেও লেখক হিসেবে কখনোই তিনি আত্মপ্রকাশ করেন নি তখন । অনেক দেরিতে তিনি লেখক হিসেবে নিজেকে চিনিয়েছেন । আন্তর্জাতিক ডিজিটাল প্রকাশনা সংস্থা আমাজন এবং স্ম্যাশওয়ার্ল্ড হতে ইবগ্রেজী ও বাংলায় সম্প্রতি তার চারটি ই বুক প্রকাশিত হয়েছে । আর নন্দিতা প্রকাশ প্রকাশনী থেকে বের হয়েছে হিমু এবং মহাপীর , সায়েন্স ফিকশন প্রলয়ক্ষন , বিজ্ঞান শিক্ষামুলক বই প্রজনন স্বাস্থ্য বিজ্ঞান এবং সামাজিক থ্রিলার উপন্যাস অপরা জীবন । অপরা জীবন বইটি প্রথম প্রকাশিত হয় ২০১৬ সালের নভেম্বর মাসে । বইটি প্রকাশিত হয় নন্দিতা প্রকাশ প্রকাশণী থেকে এবং এর প্রকাশক ভবো রঞ্জন বেপারী ।প্রচ্ছদ করেছেন আবদুল্লাহ আল মাহমুদ । দেশের একজন নামকরা টেলিভশন ও মঞ্চ নাটক অভিনেত্রী শম্পা রহমান হঠাত মারা গেলেন । তার স্বামী ও শ্বশুর বাড়ির লোকজন এর দাবী সে আত্মহত্যা করেছেন । অপরদিকে তার মা ও পরিবারের অন্যান্যদের দাবী তিনি আত্মহত্যা করেন নি , তাকে খুন করা হয়েছে । এতে সন্দেহ হল সাহসী তরুনী রিপোর্টার অপরা চৌধুরীর মনে। হঠাত মানুষ এর ভালোবাসা পাওয়া একজন অভিনেত্রী এভাবে আত্মহত্যা করবেন । সে এটা মেনে নিতে না পেরে সে একজন রিপোর্টার হয়েও গোয়েন্দার মত শুরু করলেন এর পেছনের ঘটনা , যার জন্য অনেক ক্ষমতাধর মানুষ এর চক্ষুশূল হয়ে উঠলেন তিনি । এতে দমে যান না তিনি । তিনি কি পারবেন এই রহস্যের সমাধান করার জন্য ? জানতে হলে পড়তে হবে অসাধারন এ উপন্যাসটি ।