User login
Sing In with your email
Send
Our Price:
Regular Price:
Shipping:Tk. 50
প্রিয় ,
সেদিন আপনার কার্টে কিছু বই রেখে কোথায় যেন চলে গিয়েছিলেন।
মিলিয়ে দেখুন তো বইগুলো ঠিক আছে কিনা?
Share your query and ideas with us!
Was this review helpful to you?
or
মুটামুটি ভালো লেগেছে। অন্যান্য বইয়ের মতো শেষের সমাপ্তিটা তেমন আগ্রহ ভাবে ধরে রাখতে পারে নি। তবে মাঝে দিয়া পড়ার সময় পরে কি হবে হবে এমন টান উত্তেজনা কাজ করেছিলো।
Was this review helpful to you?
or
onek valo boi, thanks for it...
Was this review helpful to you?
or
‘শিকার’ বইটি মোশতাক আহমেদ এর লেখা একটি বই । আমাদের দেশের সাহিত্যের বিস্তৃত পটভুমি তে মোশতাক আহমেদ অত্যান্ত পরিচিত নাম । তিনি তার অনুপম লেখনশৈলী আর বিষয়বস্তুর ব্যপকতায় ইতিমধ্যেই বাংলাদেশের পাঠকদের মন কয় করে নিয়েছেন । মোশতাক আহমেদ এর জন্ম ৩০ ডিসেম্বর ১৯৭৫, জেলা ফরিদপুর । তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফার্মেসি ডিপার্টমেন্ট থেকে এম ফার্ম ডিগ্রি অর্জন করেছেন । পরবর্তীকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইবিএ থেকে এমবিএ এবং ইংল্যান্ডের লেস্টার ইউনিভার্সিটি থেকে ক্রিমিনোলোজিতে মাস্টার্স ডিগ্রি অর্জন করেন। কর্মজীবনে তিনি একজন চাকরিজীবী । তাঁর উল্লেখযোগ্য সাহিত্যকর্মের মধ্যে রয়েছে- সায়েন্স ফিকশন, ভৌতিক, গোয়েন্দা এবং অ্যাডভেঞ্চার , প্যারাসাইকোলজি , ভ্রমণ উপন্যাস, উপন্যাস, স্মৃতিকথা, মুক্তিযুদ্ধ ইত্যাদি এবং তিনি সকল ক্ষেত্রেই তার মেধা ও যোগ্যতা দেখিয়েছেন , যার স্বীকৃতি স্বরুপ তিনি কালিকলম সাহিত্য পুরষ্কার , ছোটদের মেলা সাহিত্য পুরষ্কার , কৃষ্ণকলি সাহিত্য পুরষ্কার সহ আরো অনেক পুরষ্কার পেয়েছেন ।তার লেখা শিকার বইটি প্রথম প্রকাশিত হয় ২০১৭ সালের একুশে বইমেলায় । বইটি প্রকাশিত হয় অন্যপ্রকাশ প্রকাশনী থেকে এবং এর প্রকাশক মাজহারুল ইসলাম । প্রচ্ছদ করেছেন আশুতোষ দেবনাথ । উপন্যাসের প্রধান চরিত্র নিলা । অপুর্ব সুন্দরী এক তরুনী সে । বেড়ে উঠেছে নিম্নবিত্ত পরিবারে । দারিদ্রের কারনে পড়াশোনা করেছে উচ্চ মাধ্যমিক পর্যন্ত । সে পেশায় একজন ড্যান্স জকি । তার কাজ শেষ হয় মধ্যরাতে , কখনো সে একা ফিরে আবার কখনো সহকর্মীদের সাথে । তার জীবন এর চলার পথে সে তের পায়নি যে বিত্তবানদের এক শিকারে পরিনত হতে যাচ্ছে সে । নিজের অজান্তেই সে পা ফেলতে থাকে ফাঁদে । শুরু হয় তার ভয়ংকর যাত্রা । সে এক সময়ে মুক্তির জন্য মরিয়া হয়ে উঠে কিন্তু সে ততক্ষনে অনেক দেরী করে ফেলেছে । এমনকি তাকে উদ্ধার করার মত কেউই নেই । সে কি পারবে সেই ভয়ংকর ফক্স প্যালেস নামক বন্দিশালা থেকে মুক্ত হতে ? জানতে হলে পড়তে হবে অসাধারন এ বইটি ।