User login
Sing In with your email
Send
Our Price:
Regular Price:
Shipping:Tk. 50
প্রিয় ,
সেদিন আপনার কার্টে কিছু বই রেখে কোথায় যেন চলে গিয়েছিলেন।
মিলিয়ে দেখুন তো বইগুলো ঠিক আছে কিনা?
Share your query and ideas with us!
Was this review helpful to you?
or
‘অনন্তকালের ধূসর পথে’ বইটির লেখক ডঃ আব্দুল্লাহ ভুঁইয়া বাদল । তিনি ১৯৭৩ সালের ১ মার্চ ব্রাহ্মণবাড়িয়া এর আখাউড়া পৌরসভার রাধানগরে জন্মগ্রহন করেন । তিনি একজন বহুমুখী প্রতিভার অধিকারী । তিনি একাধারে একজন লেখক , একজন পরিচ্ছন্ন রাজনীতিবিদ । তিনি বর্তমানে আওয়ামীলীগ এর আখাউড়া পৌরসভার সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন । তিনি একজন দক্ষ ক্রীড়া সংগঠক ও ব্রাহ্মণবাড়িয়া জেলা বার এসোসিয়েশনের সেক্রেটারি পদে দায়িত্ব পালন করছেন । এক সময়ে তিনি সাংবাদিকতা ও করেছেন ।তিনি জেলা বারের তালিকাভুক্ত এ্যাডভোকেট হিসেবে নিয়মিত প্র্যাকটিস করে যাচ্ছেন জজকোর্টে । অত্যান্ত মেধাবী এ লেখক তার প্রচন্ড ব্যস্ততার মাঝে সময় বের করে নিয়েছেন সাহিত্য চর্চার জন্য । লিখেছেন বই। তার লেখা অনন্তকালের ধুসর পথে বইটি প্রথম প্রকাশিত হয় ২০১৭ সালের অমর একুশে গ্রন্থমেলায় । বইটি প্রকাশিত হয় নন্দিতা প্রকাশ প্রকাশনী থেকে এবং এর প্রকাশক ভবো রঞ্জন বেপারী । প্রচ্ছদ করেছেন অনুপম কর । ভালোবাসার শক্তি মানুষ কে নিয়ে যায় সামনের দিকে । মানুষ তার জীবনকে সুন্দরভাবে সফলতায় ভরে তুলতে স্বপ্নে বিভোর হয় , ভালোবাসে । কিন্তু সকল স্বপ্ন, ভালোবাসা সব প্রেম বাস্তব রুপ দেখে না । কোন কোন প্রেম শুধুই মরীচিকার মতো মায়াবী হাতছানি দিয়ে ডাকে । সেই স্বপ্নময় প্রেমের পেছনে দৌড়াতে দৌড়াতে জীবন বিপন্ন হয়ে যায় । প্রেম ভালোবাসা এই জন্যই কখনো সুখের , কখনো আবার কষ্টের । লেখক এর লেখা এই বইটিতে স্থান পেয়েছে কয়েকটি বই , যার মধ্যে এমন কিছু স্বপ্ন ও স্বপ্নভঙ্গের কাহিনী রয়েছে । কাহিনীগুলো যেনো আমাদের চারিপাশ থেকেই নেওয়া । অসাধারন কিছু গল্পের স্বাদ পেতে চাইলে পড়তে হবে এই বইটি।