User login
Sing In with your email
Send
Our Price:
Regular Price:
Shipping:Tk. 50
প্রিয় ,
সেদিন আপনার কার্টে কিছু বই রেখে কোথায় যেন চলে গিয়েছিলেন।
মিলিয়ে দেখুন তো বইগুলো ঠিক আছে কিনা?
Share your query and ideas with us!
Was this review helpful to you?
or
এভারেস্ট, এটা একটা স্বপ্নের জায়গা। হয়তো কখনো যেতে পারবো না। ধন্যবাদ লেখক কে এরকম এ অভিজানে আমাদের নিয়ে যাওয়ার জন্য। যারা ভ্রমণ বুই পছন্দ করে তাদের জন্য অবশ্য পড়া উতিচ।
Was this review helpful to you?
or
এভারেস্ট আমার কাছে একটি স্বপ্ন, একদিন হয়তো সত্যি হবে। প্রতিদিনের বিস্তারিত খুটিনাটি নিয়ে লিখা অসাধারণ একটি বই, যা আমাকে নিয়ে গিয়েছিল বেইস ক্যাম্পের ট্রেকে। ফিরে আসাটা নিয়ে আর একটি লিখে ফেলেন রাহী ভাই, ওটার জন্য অপূর্ণর লাগছে। গাইড হিসেবে ভালো কাজে লাগবে আমার।
Was this review helpful to you?
or
"ছায়াবিথী" হতে প্রকাশিত "শুরু হোক হিমালয়" বইটি ভ্রমণ ও নানাদেশ ক্যাটাগরির বই।আর এই বইটি লিখেছেন আখলাকুর রহমান রাহী।এই বইটি সর্বপ্রথম প্রকাশিত হয় ২০১৭ সালের ফেব্রুয়ারি মাসে এবং প্রথম থেকেই বইটি পাঠক জনপ্রিয়তা লাভ করে। আখলাকুর রহমান রাহী একজন তরুণ লেখক।নর্থ সাউথ ইউনিভার্সিটি হতে তড়িৎ প্রকৌশলে পড়াশোনা করেন এই তরূণ লেখক।অবশেষে একজন প্রকৌশলী হয়েও লেখালিখি করেন তিনি।দেশের একটি মোবাইল অপারেটর কোম্পানিতেও তিনি কাজ করেন।২০১৬ সালে হিমালয়ের বেস ক্যাম্পে যাওয়ার লোভ তিনি আর সামলাতে পারেন নি।আর ঠিক তারই ভিতর কেন্দ্র করে তিনি চলে যান হিমালয়ের উদ্দেশ্যে।আর সেই অভিজ্ঞতার কথা তিনি এই বইটিতে তুলে ধরেছেন।তরুণদের মধ্যে তিনি হিমালয় জয়ের স্বপ্ন জাগানোর উদ্দেশ্যে এটি লিখেছেন। ১০৯ পৃষ্ঠার এই বইটিতে লেখক তার ভ্রমণকাহিনীকে ৯টি ধাপে সকলের কাছে উন্থাপন করেছেন।তিনি কিভাবে এদেশ থেকে নেপাল গেলেন,কাঠমান্ডু হতে কিভাবে ফাকদিং গেলেন,ফাকদিন হতে নামচে বাজার কিভাবে গেলেন তা লিখেছেন।তাছাড়া নামচে বাজারের কিছু গল্প তিনি আলাদা ভাবে, আলাদা ধাপে প্রকাশ করেছেন এই বইটিতে।আর এখানে ভিন্নধর্মী কিছু অভিজ্ঞতার কথাও লেখক বলেছেন।তারপর তিনি কিভাবে নামচে বাজার হতে টেংবোচে গেলেন এবং সেই টেংবোচে হতে কিভাবে ডেংবোচেতে গেলেন তা তিনি সুন্দর ভাবে উল্লেখ করেছেন তার এই বইটিতে।তিনি ডিংবোচে হতে কিভাবে লবোচেতে গেলেন এবং লবোচে হতে অবশেষে তার প্রত্যাশিত জায়গা এভারেস্ট বেস ক্যাম্প এ গেলেন তার অভিজ্ঞতার কথা তিনি এই বইটিতে লিখেছেন।তিনি প্রত্যেকটি ধাপে নানা নতুন নতুন অভিজ্ঞতার সম্মুখীন হয়েছেন যা তিনি বইটিতে লিখেছেন।তার ভ্রমণ যে অনেক রোমাঞ্চকর ছিল তা তিনি এই বইয়ের গল্পের মাধ্যমে বুঝিয়েছেন।তিনি সহজ ভাষায় এই বইটি লিখেছেন যাতে সবাই বুঝতে পারে বইয়ের প্রকৃত কাহিনী।এই বইটি ভ্রমণকাহিনীর জন্য উৎকৃষ্ট একটি বই।যা সকলের মন জয় করতে বাধ্য।আর তাই এই বইটি আখলাকুর রহমান রাহীর অসাধারণ একটি বাস্তব ভ্রমণকাহিনীর গল্পের বই।আর এটি নিজ গুণে সকলের জনপ্রিয়তা লাভ করতে যথার্থ।