User login
Sing In with your email
Send
Our Price:
Regular Price:
Shipping:Tk. 50
প্রিয় ,
সেদিন আপনার কার্টে কিছু বই রেখে কোথায় যেন চলে গিয়েছিলেন।
মিলিয়ে দেখুন তো বইগুলো ঠিক আছে কিনা?
Share your query and ideas with us!
Was this review helpful to you?
or
বাংলার রক ইতিহাসের জন্য বইটি অনন্য......সেই সাথে একজন রকপোকার শুরু থেকে নিজেকে গড়ার গল্পও রয়েছে..রকপোকাদের অবশ্যই এটি পড়া উচিত
Was this review helpful to you?
or
"পার্ল পাবলিকেশন " হতে প্রকাশিত "রক যাত্রা" একটি সমকালীন গল্পের বই। আর এই বইটি লিখেছেন মিলু আমান।বইটি সর্বপ্রথম প্রকাশিত হয় ২০১৭ সালের ফেব্রুয়ারি মাসে। মিলু আমান নব্বই এর দশক থেকেই লেখালেখি শুরু করেন।তার সব লেখায় সঙ্গীতের প্রতি এক টান লক্ষ করা যায়।আর সেই টান থেকেই দেশের প্রায় সব মিউজিক ম্যাগাজিন এ তিনি নানা রকম লিখালিখি করেন।তাছাড়া তিনি নানা পত্রিকাতেও লিখালিখি করেন।আর এতেও গানের প্রতি এক প্রবল ঝোক লক্ষ করা যায়।আর এরই পরিপ্রেক্ষিতে মিলু আমান এই "রক যাত্রা" বইটি লিখেছেন যা বাংলাদেশের ব্যান্ড সঙ্গীতের ঘটনা বর্ণনা করে। ৮৬ পৃষ্ঠার এই বইটিতে রক মিউজিকের বিপ্লবের ঘটনার পাশাপাশি একটি ছেলের গল্প লিখা আছে যেখানে দেখা যায় ছেলেটি ছোট থেকেই সঙ্গীতের মধ্যে বড় হয় এবং নানা ঘটনার সম্মুখীন হয়।তাছাড়া বইয়ের বিষয়বস্তু বোঝার জন্য আসলে নামটাই যথেষ্ট! গল্পের তালে তালে বাংলাদেশের ব্যান্ড মিউজিকের ইতিহাস-ই রকযাত্রা বইটির মূল উপজীব্য।আজ থেকে চল্লিশ/পঞ্চাশ বছর আগে দেশের সঙ্গীত জগতে এক বিপ্লব ঘটেছিল। আশির দশকে পাশ্চাত্য ধারা থেকে কীভাবে ধীরে ধীরে নিজস্ব আমেজে আমাদের দেশে সবার মন জয় করে নিয়েছিল রক মিউজিক, সীমিত পরিসরে অথচ পর্যাপ্ত তথ্য সহকারে দারুণ গোছানোভাবে বর্ণ্না করা হয়েছে সেই ইতিহাস এই বইটিতে।সম্পূর্ণ ভিন্নধারার, ভিন্ন সংস্কৃতির সঙ্গীতকে সহজে মেনে নিতে চায়নি অনেকে। বহু কাঠখড় পেরিয়ে একাধিক গানপাগল তরুণদের সংগ্রামী প্রচেষ্টায় বাংলাদেশে সুপ্রতিষ্ঠিতি পেয়েছিল রক মিউজিক। "রক যাত্রা" বইয়ে সেই গল্পও উল্লেখ আছে। তাছাড়া পপ সম্রাট আজম খান থেকে শুরু করে রকস্ট্রাটা, মাইলস, এলআরবি, আর্ক, জেমস, ওয়ারফেজ - বিস্তৃতি থেকে তুমুল জনপ্রিয়তা অর্জনের পেছনের গল্পটা এখানে ফুটে উঠেছে চমৎকারভাবে।রক যাত্রা শুধু ইতিহাস নয়, গান পাগল এক কিশোর মিলনের গল্পও বটে। প্রথম গিটার কেনা , প্রতিভাবান মিউজিশিয়ানের সাহচর্য লাভ, দৌড়ঝাপ করে পছন্দের শিল্পীদের অ্যালবাম জোগাড় করা, বন্ধুদের সাথে গান নিয়ে আড্ডা তর্কে মেতে ওঠা - কতশত আনন্দ অভিজ্ঞতা জীবন্ত রঙিন হয়ে উঠেছে বইয়ের সাদাকালো পাতাগুলোয়।বইটির যে বৈশিষ্ট্যগুলো রয়েছে তা দিয়ে সকলের মন জয় করার জন্য যথেষ্ট এই বইটি।আর তাই এই বইটি অসাধারণ একটি সমকালীন গল্পের সংস্করণ যা বাংলাদেশের ব্যান্ড মিউজিকের উপর লিখা।আর এই বইয়ের প্রত্যেক পৃষ্ঠায় লেখক ব্যান্ড মিউজিকের নানা তথ্য ও ইতিহাস বর্ণনা করেছেন যা দৃষ্টি আকর্ষনীয়।
Was this review helpful to you?
or
মুক্তিযুদ্ধের আগে বাংলাদেশে ব্যান্ড মিউজিকের আবির্ভাবের গল্প থেকে শুরু করে স্বাধীনতা পরবর্তী সময়ে তাদের নতুন করে জেগে ওঠার গল্প, আশির দশকে ব্যান্ড মিউজিকের উত্থান আর নব্বইয়ের স্বর্ণযুগ; এসবই স্থান পেয়েছে এই উপন্যাসটিতে। পাশাপাশি স্থান পেয়েছে এক কিশোর শ্রোতার সংগীতজগতের খুব কাছাকাছি থেকে বেড়ে ওঠার গল্প। কালের সাক্ষী হিসেবে, রক যাত্রা একজন শ্রোতার দৃষ্টিতে দেখা একটি চলমান সময়ের ধারা। প্রকৃত পক্ষে একটা যাত্রার শুরু মাত্র।
Was this review helpful to you?
or
রক যাত্রা - বইয়ের বিষয়বস্তু বোঝার জন্য আসলে নামটাই যথেষ্ট! গল্পের তালে তালে বাংলাদেশের ব্যান্ড মিউজিকের ইতিহাস-ই রকযাত্রা বইটির মূল উপজীব্য। হাজার বছরের পুরনো আমাদের বাংলার সংস্কৃতি; বাউল, ভাটিয়ালি, ভাওয়াইয়া মুর্শিদি, জারি সারি গান আমাদের জীবনের সাথে মিশে আছে, সেই সাথে আমাদের স্বতন্ত্র ঐতিহ্যের পরিচয় বহন করে এসেছে চিরকাল ধরে। সংগীত জিনিসটা আমাদের কাছে নিছক শখ নয়; প্রকৃতি, যাপিত জীবন, অন্তরের গহীনের আবেগ অনুভূতি সব কিছুর পরিপূর্ণ মিলনেই জাতিগত ভাবে আমাদের সঙ্গীত প্রেম। আজ থেকে চল্লিশ/পঞ্চাশ বছর আগে দেশের সঙ্গীত জগতে এক বিপ্লব ঘটেছিল। আশির দশকে পাশ্চাত্য ধারা থেকে কীভাবে ধীরে ধীরে নিজস্ব আমেজে আমাদের দেশে সবার মন জয় করে নিয়েছিল রক মিউজিক, সীমিত পরিসরে অথচ পর্যাপ্ত তথ্য সহকারে দারুণ গোছানোভাবে বর্ণ্না করা হয়েছে সেই ইতিহাস। ভিত্তিপ্রস্তর স্থাপন করতে যে পথ পাড়ি দিতে হয়েছে, তা সুগম ছিল না মোটেও। সম্পূর্ণ ভিন্নধারার, ভিন্ন সংস্কৃতির সঙ্গীতকে সহজে মেনে নিতে চায়নি অনেকে। বহু কাঠখড় পেরিয়ে একাধিক গানপাগল তরুণদের সংগ্রামী প্রচেষ্টায় বাংলাদেশে সুপ্রতিষ্ঠিতি পেয়েছিল রক মিউজিক। রক যাত্রা আমাদের সেই গল্পই শুনিয়েছে। পপ সম্রাট আজম খান থেকে শুরু করে রকস্ট্রাটা, মাইলস, এলআরবি, আর্ক, জেমস, ওয়ারফেজ - বিস্তৃতি থেকে তুমুল জনপ্রিয়তা অর্জনের পেছনের গল্পটা এখানে ফুটে উঠেছে চমৎকারভাবে। সেই সময়টায় আবার বিদেশি ক্যাসেট পাওয়াটাও বেশ দুষ্কর ছিল। এলিফ্যান্ট রোডের বিখ্যাত "রেইনবো" গলি ছিল তখনকার গান পাগলদের তীর্থস্থানের মতো। সেই ভিন্টেজ বর্ণনাও ধরা দিয়েছে রকযাত্রার পাতায়। রক যাত্রা শুধু ইতিহাস নয়, গান পাগল এক কিশোর মিলনের গল্পও বটে। প্রথম গিটার কেনা , প্রতিভাবান মিউজিশিয়ানের সাহচর্য লাভ, দৌড়ঝাপ করে পছন্দের শিল্পীদের অ্যালবাম জোগাড় করা, বন্ধুদের সাথে গান নিয়ে আড্ডা তর্কে মেতে ওঠা - কতশত আনন্দ অভিজ্ঞতা জীবন্ত রঙিন হয়ে উঠেছে বইয়ের সাদাকালো ক্যানভাসে। আহা! #কিছু ব্যাক্তিগত স্মৃতিচারণঃ (কিছুটা অপ্রাসঙ্গিক) কিশোর বয়সে যখন প্রথম প্রথম রক-মেটাল মিউজিক শুনে রক্ত গরম হয়ে যেত- পাগলের মত এদিক ওদিক থেকে সিডি সংগ্রহ করার চেষ্টা করতাম তখন। এখনকার মত সহজলভ্য ইন্টারনেট ছিল না তখন; যেদিক থেকে যতটূকূ পারি তথ্য যোগাড় করাটা একটা নেশার মত হয়ে দাঁড়িয়েছিল। পিঙ্ক ফ্লয়েড,কুইনস, গানস এন্ড রোজেস, আয়রন মেইডেন, লেড জেপলিন- শুধু গান শুনলেই হবে না! ডিস্কোগ্রাফি জেনে, লাইভ কনসার্ট এর ভিডিও সংগ্রহ করে মিউজিশিয়ানদের ব্যক্তিগত জীবন পর্যন্ত সবকিছু জানা থাকতে হবে। স্কুল,কোচিং,বাসা, আড্ডা - সবজায়গায় শুধু একটাই ধ্যান-জ্ঞান থাকত। কার কাছে কোন সিডি আছে, নতুন কী রিলিজ হল, পেন ড্রাইভে করে কার থেকে পুরো ডিস্কোগ্রাফি পাওয়া যাবে... কত সময় কেটেছে গান শুনতে শুনতে রীতিমত পাল্লা দিয়ে লিরিক্স মুখস্থ করাবার চেষ্টায়.. নিউমার্কেট-নিলক্ষেত দৌড়াদৌড়ি করে আয়রন মেইডেন,মেটালিকা, জিম মরিসনের পোস্টার জোগাড় করেছি, সেই পোস্টারে ঘর ভরিয়ে দেয়ালের পলেস্তারা খসিয়ে বাসায়বকুনি খেয়েছি, আবার পরম যত্নে ভাজ করে রেখেছি বিছানার নীচে! সেই দিনগুলো কী ভোলা যায়?? এদিকে ওয়ারফেজ, আর্টসেল,ভাইব,ব্ল্যাক,শিরোনামহীন আরো কত রকম মাথা খারাপ করে দেয়া বাংলা রক/মেটাল মিউজিকের সম্ভার। নতুন এলবামের খবর শুনে সবাই মিলে কত ছটফট করেছি, টিফিনের টাকা জমিয়ে দৌড়ঝাপ করে কিনেছি মিউজিক এলবাম। আহা! রকযাত্রার পাতায় পাতায় সেই নস্টালজিয়া খুব তীব্র ভাবে ভুগিয়েছে! মিউজিকের প্রতি তীব্র ভালোবাসা থেকে স্কুল-কলেজের বন্ধুরা মিলে একসময় হেভি মেটাল ব্যান্ড লাইন আপ ফর্ম করেছিলাম। কত বিচিত্র সময় কেটেছে শব্দনিরোধক প্র্যাক্টিস প্যাডের আধো আলো আধো অন্ধকার মেশানো রহস্যময় পরিবেশে! দেশি/বিদেশি অসংখ্য মিউজিশিয়ানের দ্বারা প্রত্যক্ষ পরোক্ষভাবে অনুপ্রাণিত হয়েছি। প্রথম মাইকের সামনে দাঁড়ানোর অভিজ্ঞতাকে আমি কিছুটা অতিপ্রাকৃত অনুভূতিই বলব। বিদেশ থেকে আনানো বন্ধুর দামী জ্যাকসন গিটারে হাত বুলানোর সময় শরীরের ভেতর বিদ্যুত খেলে গিয়েছিল, এখনও মনে আছে। সময় গড়ানোর সাথে সাথে সেই ব্যান্ড আর টিকে থাকেনি। প্রাশোনা,ক্যারিয়ার, ব্যক্তিগত জীবন সব মিলিয়ে একেকজন ছিটকে পড়েছে একেকদিকে; তবুও সেই স্মৃতি রোমন্থন করেই কাটিয়ে দেয়া যায় এক জীবন। আবার বাড়ি পালিয়ে বন্ধুদের সাথে রক কনসার্টে যাওয়ার স্মৃতি, তাও ভোলার নয়। ধোয়াঘেরা ঝকমকে লাইটিং এর সাথে গিটারের গর্জন, উন্মাদের মতো হেড ব্যাং করে এক সপ্তাহ ঘাড়ের ব্যথায় ভুগে দুইবেলা প্যারাসিটামল খাওয়া! সত্যিই, আমাদের চেয়ে বেশি গানপাগল প্রজন্ম কী আদৌ সম্ভব? রকযাত্রা সেই স্মৃতিকে জীবন্ত করে তুলে ধরেছে চোখের সামনে, মনের গভীরে। মিলনের চরিত্রে নিজেকেই খুঁজে পেয়েছি, পরিচিত পরিবেশে পরিচিত জগতে ঘুরে বেড়িয়েছি - এ কথা স্বীকার না করে উপায় নেই। চমৎকার টাইম ট্রাভেলের অভিজ্ঞতা উপহার দেবার জন্য লেখককে ধন্যবাদ দিয়ে শেষ করা যাবে না। #যা ভালো লাগেনিঃ বইয়ের খারাপ দিকটা হচ্ছে গল্পের খাপছাড়া ভাব। স্বল্প পরিসরে অধিক তথ্য আঁটানোর কারণে মনে হয়েছে এর চেয়ে বরং নন ফিকশন হলেই বোধহয় ভালো হত। কাহিনীটা ঠিক জমে ওঠেনি অনেকাংশে। বইয়ের ভূমিকায় ইঙ্গিত পেয়েছি, সামনে এধরনের আরো কাজ করার ইচ্ছা আছে লেখকের। আশা করছি আরও সাবলীল ভাবে বড় পরিসরে এধরনের উপ্ন্যাস/গল্প উপহার দেবেন তিনি। রক মিউজিক ভালবাসেন আর নাই বাসেন, রক যাত্রা আপনাকে রোমাঞ্চকর এক যাত্রার অভিজ্ঞতা দেবে - এ কথাটা জোর গলায় দাবী করতে পারি।