User login
Sing In with your email
Send
Our Price:
Regular Price:
Shipping:Tk. 50
প্রিয় ,
সেদিন আপনার কার্টে কিছু বই রেখে কোথায় যেন চলে গিয়েছিলেন।
মিলিয়ে দেখুন তো বইগুলো ঠিক আছে কিনা?
Share your query and ideas with us!
Was this review helpful to you?
or
বইটি সম্পর্কে আমার কোন কিছু বলার নেই। কারণ, হুমায়ুন আহমেদ স্যার এর লেখা নিয়ে কোন কিছু বলার যোগ্যতা আমার নেই। বইটির কোয়ালিটি অসাধারণ। দাম অনুযায়ী অনেক ভালো কোয়ালিটি। হার্ড কভার, স্বচ্ছ সাদা পেইজ, স্পষ্ট মুদ্রণ।
Was this review helpful to you?
or
অসাধারণ ছিল উপন্যাস গুলো।
Was this review helpful to you?
or
valo
Was this review helpful to you?
or
অসাধারণ বইগুলো।
Was this review helpful to you?
or
উপন্যাসগুলো অসাধারণ
Was this review helpful to you?
or
"তাম্রলিপি প্রকাশন" হতে প্রকাশিত "সেরা পাঁচ কিশোর উপন্যাস" বইটি একটি শিশুকিশোর উপন্যাসের বই।আর এই বইটির উপন্যাসগুলোর লেখক হলেন বিখ্যাত লেখক হুমায়ুন আহমেদ।বইটি সর্বপ্রথম প্রকাশিত হয় ২০১৭ সালের ফেব্রুয়ারি মাসে অম্র একুশে বই মেলায়। হুমায়ূন আহমেদ হলেন বিংশ শতাব্দীর বাঙালি জনপ্রিয় কথাসাহিত্যিকদের মধ্যে অন্যতম। হুমায়ুন আহমেদকে বাংলাদেশের স্বাধীনতা পরবর্তী শ্রেষ্ঠ লেখক গণ্য করা হয়।সাবলীল ঘটনার বর্ননা আর সহজ ভাষায় লেখার কারণে হুমায়ুন আহমেদের বই এর তুলনা নেই।তিনি বহু গুণের অধিকারী ছিলেন। তিনি একাধারে ঔপন্যাসিক, ছোটগল্পকার, নাট্যকার এবং গীতিকার।বলা হয়ে থাকে আধুনিক বাংলা কল্পবিজ্ঞান সাহিত্যের তিনি পথিকৃৎ। তাঁর প্রকাশিত গ্রন্থের সংখ্যা দুই শতাধিক। বাংলা কথাসাহিত্যে তিনি সংলাপপ্রধান নতুন শৈলীর জনক। হুমায়ুন আহমেদের বইসমূহ পৃথিবীর নানা ভাষায় অনূদিত হয়েছে, বেশ কিছু গ্রন্থ স্কুল-কলেজ বিশ্ববিদ্যালয়ের পাঠ্যসূচীর অন্তর্ভুক্ত। সত্তর দশকের শেষভাগে থেকে শুরু করে মৃত্যু অবধি তিনি ছিলেন বাংলা গল্প-উপন্যাসের অপ্রতিদ্বন্দ্বী কারিগর।আর সেই উপন্যাসের মধ্যে তিনি লিখেছেন নানা শিশু কিশোর উপন্যাস।আর এই কিশুকিশোর উপন্যাসগুলোর মধ্যে সেরা ৫টি শিশু কিশোর উপন্যাস নিয়ে লিখিত এই "সেরা ৫টি কিশোর উপন্যাস" বইটি। ২০৮ পৃষ্ঠার এই বইটিতে রয়েছে হুমায়ুন আহমেদ এর সেরা পাঁচটি অসাধারণ কিশোর উপন্যাস।আর এই সেরা ৫ টি কিশোর উপন্যাসগুলো হলো - ১। একি কাণ্ড, ২।সূর্যের দিন, ৩।বোতল ভূত, ৪।ভয়ংকর ভূতুরে ও ৫।ছেলেটি।লেখক শিশু কিশোরদের জন্য তেমন বেশি বই লিখতে পারেন নি।কিন্তু যা লিখেছেন তা সবই অসাধারণ। এই বইয়ের ৫টি উপন্যাসে কিশোররা নিজেদের খুজে পাবে।পাঠকরা এই বইয়ের ঘটনায় নিজেদের মিশিয়ে ফেলতে বাধ্য।৫টি উপন্যাসই হলো একেকটি কিশোরের মনের কাল্পনিক নানা ঘটনার বর্ণনা। আর এর বিশেষত্ব হলো যখনই কেউ এই বইটি পড়তে বসবে তার ঘড়ির কাটার দিকে খেয়াল থাকবে না।কেননা সে এই উপন্যাসগুলোর চরিত্র্যের সাথে নিজেকে মিলিয়ে নেবে।।আর তাই হুমায়ুন আহমেদ এর এই বইটি অসাধারণ একটি কিশোর উপন্যাসের বই যা সবাইকে মুগ্ধ করতে যথেষ্ট।
Was this review helpful to you?
or
আলহামদুলিল্লাহ, আজকেই বইটি হাতে পেলাম। বইটির দাম অনুযায়ী কোয়ালিটি অনেক ভালো। স্পষ্ট মুদ্রণ, হার্ড কভার, স্বচ্ছ সাদা পেইজ। আর হুমায়ূন আহমেদ স্যার এর লেখা নিয়ে কোন কিছু বলার যোগ্যতা আমার নেই।