User login
Sing In with your email
Send
Our Price:
Regular Price:
Shipping:Tk. 50
প্রিয় ,
সেদিন আপনার কার্টে কিছু বই রেখে কোথায় যেন চলে গিয়েছিলেন।
মিলিয়ে দেখুন তো বইগুলো ঠিক আছে কিনা?
Share your query and ideas with us!
Was this review helpful to you?
or
‘মুক্তিযুদ্ধের চলচ্চিত্র ও অন্যান্য’ বইটি অনুপম হায়াত এর লেখা একটি বই । লেখকের আসল নাম মতিউর রহমান ভুঁইয়া ।তার জন্ম ১৯৫০ সালের ১ জুন । তিনি নারায়নগঞ্জ জেলার আড়াই হাজার উপজেলার ব্রাহ্মন্দী ইউনিয়নের উজান গোপিন্দি গ্রামে জন্মগ্রহন করেন । তিনি সাংবাদিকতা বিষয়ে এম এ ও ডি এইচ এম এস এ সি করেছেন চলচ্চিত্র বিষয়ে । তার লেখা ৩৮ টি গ্রন্থ প্রকাশিত হয়েছে ।তিনি টি সি বি এর সাবেক উর্ধতন কার্যনির্বাহী , ফিন্যান্স সাংবাদিক , চলচ্চিত্র জুরি বোর্ডের সদস্য , স্ট্যামফোর্ড বিশ্ববিদ্যালয়ের ফিল্ম এন্ড মিডিয়া ও গ্রিন বিশ্ববিদ্যালয়ের ফিল্ম এন্ড টেলভিশন বিভাগ সহ অনেক স্থানে কাজ করার অভিজ্ঞতা আছে তার । তার লেখা মুক্তিযুদ্ধের চলচ্চিত্র ও অন্যান্য বইটি প্রথম প্রকাশিত হয় ২০১৭ সালের ফেব্রুয়ারি মাসে । বইটি প্রকাশিত হয় মাতৃভূমি প্রকাশনী থেকে এবং এর প্রকাশক মিসেস খালেদা আলম । প্রচ্ছদ করেছেন হাবিব খান । চলচ্চিত্র আকর্ষনীয় এক মাধ্যম । একে বলা হয়ে থাকে বিজ্ঞানের আশ্চর্যজনক অষ্টম আবিষ্কার । প্রযুক্তি নির্ভরতায় সৃষ্ট চলচ্চিত্র বিনোদন , শিল্প , ব্যবসা প্রচার প্রসারের ও যোগাযোগের মাধ্যম হিসেবে গুরুত্বপুর্ন ভুমিকা পালন করে যাচ্ছে । বৈজ্ঞানিকের ল্যাবরেটরিতে এর জন্ম উনিশ শতকের শেষের দিকে , আর এখন এর বিস্তার ঘটে তা চলে এসেছে ইন্টারনেটে এমন কি মোবাইল ফোনেও । এই চলচ্চিত্র হয়েছে এখন অনেক স্থানে শিক্ষার পাঠ্য তালিকা ভুক্ত ।এই বইটিতে চলচ্চিত্র বিষয়ে রয়েছে চৌদ্দ টি প্রবন্ধ । চলচ্চিত্রপ্রেমী , শিক্ষার্থী , শিক্ষক , গবেষক সকলের নিকটই অনেক ভালো লাগবে এবং সর্বোপরি কাজে লাগবে । অসাধারন এ তথ্যমুলক বইটি সকলেরই ভালো লাগবে তা আশা করা যায় ।