User login
Sing In with your email
Send
Our Price:
Regular Price:
Shipping:Tk. 50
প্রিয় ,
সেদিন আপনার কার্টে কিছু বই রেখে কোথায় যেন চলে গিয়েছিলেন।
মিলিয়ে দেখুন তো বইগুলো ঠিক আছে কিনা?
Share your query and ideas with us!
Was this review helpful to you?
or
‘মহাজীবন এক্সপ্রেস’ বইটির লেখক নাদিম মজিদ। লেখকের জন্ম ১৯৮৯ সালের ৫ জানুয়ারি । তিনি পার্বত্য খাগড়াছড়ি জেলার মাটিরাঙ্গা উপজেলার অযোধ্যা গ্রামের এক পাহাড়ে জন্মগ্রহন করেন । গ্রামের প্রথম ছাত্র হিসেবে তিনি স্কুল থেকে ক্লাস ফাইভে বৃত্তি পেয়েছিলেন। তিনি বর্তমানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উন্নয়ন অধ্যয়ন বিভাগে স্নাতকোত্তর এ পড়াশোনা করছেন । তিনি ১৯৯৯ সালে মাত্র এগারো বছব বয়স থেকেই বাড়ির বাইরে থেকে ক্যারিয়ার গড়ার চেষ্ঠায় আছেন এবং তিনি বাংলাদেশের সকল প্রথম সারির দৈনিক পত্রিকায় কন্ট্রিবিউটর হিসেবে নিয়মিত লেখালেখি করছেন। তিনি তরুন লেখক হিসেবে বাংলা একাডেমী থেকে তরুন লেখক কোর্স করেছেন । বিভিন্ন বিষয়ে তিনি নানান কোর্স করেছেন । পত্রিকায় লেখালেখি তে তিনি পেয়েছেন মানুষের ভালোবাসা, যার ফলে লিখে ফেলেছেন তার প্রথম উপন্যাস মহাজীবন এক্সপ্রেস । বইটি প্রথম প্রকাশিত হয় ২০১৭ সালের ফেব্রুয়ারি মাসে । বইটি প্রকাশিত হয় দেশ পাবলিকেশন্স প্রকাশনী থেকে । প্রচ্ছদ করেছেন ধ্রুব এষ । ব্যকবেঞ্চার দের ধারনা জীবন টা শুধু তারাই উপভোগ করে আর বাকি সবার জীবন ফিকে। গল্পটা একঝাক সফল মানুষকে নিয়ে। যারা স্বপ্নের পিছে ছোটে। কেন্দ্রীয় চরিত্রে এক ফিচার লেখক যার স্বপ্ন আমাদের গতানুগতিক স্বপ্ন থেকে অনেক আলাদা, স্বপ্নবাজ তরুনদের স্বপ্নের ছবি আকে সে পত্রিকার ফিচার পাতায়, আরো আরো স্বপ্নবাজ তৈরী করতে চায় । নায়ক এখানে সোপিওসেক্সচুয়াল ( যে নিজে জিনিয়াস আর জিনিয়াস মানুষদের সঙ্গ পছন্দ করে)। নায়ক/গায়ক হওয়ার গল্প তো আমারা অনেক শুনেছি বেশিরভাগ ক্ষেত্রেই তা অতি আরোপিত। রাস্তায় গান গায় পরিচালক ডাইকা নিয়া বড় গায়ক বানায় দেয়। মহাজীবন এক্সপ্রেস এর নায়কের গল্পটা অথেন্টিক, জীবন আসলে যেমন গল্পটাও তেমন। উপন্যাস টি মনে হবে আমাদের দেশের যে কোন একজনের জীবনের কাহিনী , যার মধ্যে মিল খুজে পাবেন অনেকেই তাদের জীবনের সাথে । অসাধারন এ উপন্যাসটি সকলের নিকটই ভালো লাগবে তা নিঃসন্দেহে বলা যায় ।
Was this review helpful to you?
or
অসাধারণ একটা বই!
Was this review helpful to you?
or
আমাদের চেনা প্রেম, সফলতা, স্বপ্ন এই সব ক্লিশে থেকে বেরিয়ে গল্পটা অপরিচিত। ব্যকবেঞ্চার দের ধারনা জীবন টা শুধু তারাই উপভোগ করে আর বাকি সবার জীবন ফিকে। গল্পটা একঝাক সফল মানুষকে নিয়ে। যারা স্বপ্নের পিছে ছোটে। কেন্দ্রীয় চরিত্রে এক ফিচার লেখক যার স্বপ্ন আমাদের গতানুগতিক স্বপ্ন থেকে অনেক আলাদা, স্বপ্নবাজ তরুনদের স্বপ্নের ছবি আকে সে পত্রিকার ফিচার পাতায়, আরো আরো স্বপ্নবাজ তৈরী করতে চায় । নায়ক এখানে সোপিওসেক্সচুয়াল ( যে নিজে জিনিয়াস আর জিনিয়াস মানুষদের সঙ্গ পছন্দ করে)। নায়ক/গায়ক হওয়ার গল্প তো আমারা অনেক শুনেছি বেশিরভাগ ক্ষেত্রেই তা অতি আরোপিত। রাস্তায় গান গায় পরিচালক ডাইকা নিয়া বড় গায়ক বানায় দেয়। আমাদের মহাকাল এক্সপ্রেস এর নায়কের গল্পটা অথেন্টিক, জীবন আসলে যেমন গল্পটাও তেমন। আরো একটা উল্লেখযোগ্য বিষয় হল এখানে ইনফরমেটিভ অনেক কিছু আছে। আমাদের লেখক তার বইয়ের মধ্যেও তরুনদের স্বপ্ন দেখানোর কাজ করে গেছেন। এটাকে বায়গ্রাফিক ফিকশন বলা যায়। গল্পের সেটিং এ ঢাকা শহরের যাপিত জীবনের দেখা মিলবে। এটা একটা সিকুয়ালের প্রথম অংশ হতে পারে। পাঠক অপেক্ষা করে থাকবে পরের খন্ডের জন্য, তার পর কি হল রূপকের? জীবন তরী কোথায় নিয়ে গেল তাকে? - তামান্না তাবাসসুম।
Was this review helpful to you?
or
নক্ষত্রের নিচে জীবনের মুখোমুখি দাঁড়িয়ে শব্দের বসতি বুনেন শব্দশিল্পী নাদিম মজিদ। ‘মহাজীবন এক্সপ্রেস’ উপন্যাসটি তার প্রথম গ্রন্থপ্রয়াস। যাত্রা আরম্ভেই তিনি জীবনের বহুমাত্রিক রূপ ও রঙকে উপস্থাপন করতে পেরেছেন তার এই উপন্যাসে। কেবল জীবনের জোয়ার-ভাটার চিত্রণই নয়, প্রাঞ্জল ভাষাশৈলী ও বর্ণনার গতিময়তা ‘মহাজীবন এক্সপ্রেস’কে অন্য দশটি লেখার চেয়ে স্পষ্টতই আলাদা করে দিয়েছে। উপন্যাসের বিষয়বস্তু বিবেচনায় এটি বিশিষ্টতা ও স্বাতন্ত্রের জোরালো দাবি রাখে। সম্ভবত এই প্রথম কোনো লেখক পত্রিকার একজন ‘কন্ট্রিবিউটর’কে প্রধান চরিত্র করে একটি উপন্যাস এগিয়ে নিয়ে গেলো এবং পত্রিকা জীবনের অন্দর-বাহির, উত্থান ও পতন বিধৃত করলো। ‘মহাজীবন এক্সপ্রেস’ আমাদের চোখের সামনে থাকা ‘অজানা’ জীবনকে জানান দিবে। এই উপন্যাসের রূঢ় বাস্তবতা এবং একই সাথে রোমান্টিক আবেশ পাঠককে সিক্ত-আচ্ছন্ন-বিস্মিত করবে বলেই আমার বিশ্বাস। ----মুহাম্মদ ফরিদ হাসান। গল্পকার ও প্রাবন্ধিক।