User login
Sing In with your email
Send
Our Price:
Regular Price:
Shipping:Tk. 50
প্রিয় ,
সেদিন আপনার কার্টে কিছু বই রেখে কোথায় যেন চলে গিয়েছিলেন।
মিলিয়ে দেখুন তো বইগুলো ঠিক আছে কিনা?
Share your query and ideas with us!
Was this review helpful to you?
or
‘ইউনিভার্সিটি অব ইউরেনাস’ বইটির লেখক সহস্র সুমন । লেখক জন্মগ্রহন করেছেন সিরাজগঞ্জ জেলার শাহজাদপুর উপজেলার চিথুলিয়া গ্রামে । তিনি পড়াশোনা করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে । এর পরে কিছুদিন যুক্ত ছিলেন সাংবাদিকতায় । পরবর্তীতে শিক্ষকতা ও ব্যাংকিং পেশায় জড়িত ছিলেন ।অবশেষে ৩৪ তম বিসিএস পরীক্ষায় উত্তীর্ন হয়ে প্রশাষন ক্যাডারে যোগদান করেছেন । তিনি বাংলাদেশে পলিটিকো সায়েন্স ফিকশন ধারার প্রবর্তন করেছেন । তার লেখা সায়েন্স ফিকশন বইগুলো তে কেবলমারত্র কাল্পনিক যন্ত্র, মিউট্যান্ট প্রানী রোবট বা প্রযুক্তির কথা বলা হয়না , বরং বিজ্ঞান ও প্রযুক্তির উন্নয়নের ফলে বিশ্ব রাজনৈতিক ব্যবস্থার , আর্থ সামাজিক অবস্থার ও শিক্ষা ব্যবস্থার যে পরিবর্তন আসতে পারে তার ইঙ্গিত দেওয়া হয় । তার লেখা ইউনিভার্সিটি অব ইউরেনাস বইটি প্রথম প্রকাশিত হয় ২০১৭ সালের ফেব্রুয়ারি মাসে । বইটি প্রকাশিত হয় শিখা প্রকাশনী থেকে এবং এর প্রকাশক নজরুল ইসলাম (বাহার)। প্রচ্ছদ করেছেন মশিউর রহমান । ইউরেনাস গ্রহ এবং এর উপগ্রহ মিরান্ডাতে দুটো ক্যাম্পাস নিয়ে গড়ে উঠেছে এক বিশ্ববিদ্যালয় । ছাত্রছাত্রীদের বিরাট একটি অংশ সেখানে পড়তে যাওয়ার জন্য ব্যকুল ।সেখানে জলবায়ু পরিবর্তন নিয়ে গবেষনা হয় , বিভিন্ন প্রতিকুল গ্রহে প্রানীদের টিকে থাকা নিয়ে গবেষনা হয় । সেখানে আলো আধারির মধ্যে যেন গড়ে উঠেছে অদ্ভুত এক সভ্যতা । রাশা, জিকো, মারিয়া, আলভিয়া সেখানে ছুটে গিয়েছিল । কিন্তু মহাবিশ্বে এমন কোন স্থান নে যেখানে ভালোর সাথে খারাপ থাকে না। এক সময়ে ইউনিভার্সিটি অব ইউরেনাসে শুরু হয় কালোর শাষন , নাম তার ডেক্স । সেব কিছু সে দখলে নিয়ে যায় । দেখা যাক রাশা জিকো মারিয়া আলভিয়া কিভাবে এটা প্রতিহত করে । নাকি তারা অবশেষে ব্যর্থ হবে , জানতে হলে অবশ্যই পড়তে হবে অসাধারন এ বইটি ।