User login
Sing In with your email
Send
Our Price:
Regular Price:
Shipping:Tk. 50
প্রিয় ,
সেদিন আপনার কার্টে কিছু বই রেখে কোথায় যেন চলে গিয়েছিলেন।
মিলিয়ে দেখুন তো বইগুলো ঠিক আছে কিনা?
Share your query and ideas with us!
Was this review helpful to you?
or
good
Was this review helpful to you?
or
অসাধারণ বই। নসীম হিজাযী আমার একজন অতি প্রিয় লেখক। তার সকল উপন্যাসই শিক্ষনীয় এবং অনন্য।
Was this review helpful to you?
or
তিনি হলেন একজন পাকিস্তানি উপন্যাসিক ও লেখক, যিনি লেখালেখির সময় নসিম হিজাজি ছদ্মনাম ব্যবহার করেন। তিনি একজন উর্দু ভাষার লেখক। হিজাজী পাঞ্জাবের গুরুদাসপুর জেলার ধারওয়াল শহরের পাশের একটি গ্রাম সুজানপুরে জন্মগ্রহণ করেন। পাকিস্তান স্বাধীন হওয়ার পূর্বেই ১৯৪৭ সালে তার পরিবার লাহোরে বসবাস শুরু করে। তিনি তার জীবনের অধিকাংশ সময় পাকিস্তানে কাটিয়েছেন এবং ১৯৯৬ সালের ২ মার্চ তারিখে ইন্তেকাল করেন । বইটি অনুবাদ করেছেন আনোয়ার সাকী সেলিম । বইটি প্রথম প্রকাশিত হয় ২০১৭ সালের একুশে বইমেলায় । বইটি প্রকাশিত হয় বইঘর প্রকাশনী থেকে এবং এর প্রকাশক এস এম আমিনুল ইসলাম । প্রচ্ছদ করেছেন শাকির এহসানুল্লাহ । তিনি এ সকল বিষয় কেই রম্য রসটাকে মুখ্য করে লিখেছেন এই বইটিতে , যা পাঠকদের যেমন একদিকে দিবে হাসির খোরাক , অন্যদিকে জানতে সাহায্য করবে অনেক কিছুই ।
Was this review helpful to you?
or
‘শতাব্দী পেরিয়ে’ নসীম হিজাযী এর লেখা একটি জনপ্রিয় বই । লেখক এর নাম শরীফ হুসাইন হলেও তিনি নসীম হিজাযী হিসাবে বেশি পরিচিতি । তার জন্ম ১৯১৪ সালে । তিনি হলেন একজন পাকিস্তানি উপন্যাসিক ও লেখক, যিনি লেখালেখির সময় নসিম হিজাজি ছদ্মনাম ব্যবহার করেন। তিনি একজন উর্দু ভাষার লেখক। হিজাজী পাঞ্জাবের গুরুদাসপুর জেলার ধারওয়াল শহরের পাশের একটি গ্রাম সুজানপুরে জন্মগ্রহণ করেন। পাকিস্তান স্বাধীন হওয়ার পূর্বেই ১৯৪৭ সালে তার পরিবার লাহোরে বসবাস শুরু করে। তিনি তার জীবনের অধিকাংশ সময় পাকিস্তানে কাটিয়েছেন এবং ১৯৯৬ সালের ২ মার্চ তারিখে ইন্তেকাল করেন । বইটি অনুবাদ করেছেন আনোয়ার সাকী সেলিম । বইটি প্রথম প্রকাশিত হয় ২০১৭ সালের একুশে বইমেলায় । বইটি প্রকাশিত হয় বইঘর প্রকাশনী থেকে এবং এর প্রকাশক এস এম আমিনুল ইসলাম । প্রচ্ছদ করেছেন শাকির এহসানুল্লাহ । লেখক তার ছেলেবেলা থেকেই অত্যন্ত অনুসন্ধিৎসু । সব সময় তিনি তার বয়সের থেকে চিন্তাধারায় বেশী এগিয়ে ছিলেন । জীবে দয়া করে যে জন , সেজন সেবিছে ঈশ্বর এই স্লোগান টা নিয়ে ভারতীয় সনাতন ধর্ম ব্যবসায়ীরা জীবহত্যা মহাপাপ রঙে চালাতে থাকে । তারা বানর , বকরি , কুকুর , সাপ নির্বিশেষে জীবনমাত্রকেই ভগবানের প্রতিকৃতি মনে করতে থাকে । এগুলো কে জ্বালাতন করা, আহত করা , বকরির দুধ খাওয়া এই সকল দোষে ফাসিতেও ঝোলানো হত । আর গো মাতা , সে তো পুজনীয় । মানুষ খুন করলেও তার সাজা না হতে পারে, কিন্তু এদের উত্যক্ত করলে শাস্তি পেতে হবেই । সমাজদেহের আপাদমস্তক এই সকল ব্যাপারই ভাবিয়ে তোলে লেখক কে । তিনি এ সকল বিষয় কেই রম্য রসটাকে মুখ্য করে লিখেছেন এই বইটিতে , যা পাঠকদের যেমন একদিকে দিবে হাসির খোরাক , অন্যদিকে জানতে সাহায্য করবে অনেক কিছুই ।