User login
Sing In with your email
Send
Our Price:
Regular Price:
Shipping:Tk. 50
প্রিয় ,
সেদিন আপনার কার্টে কিছু বই রেখে কোথায় যেন চলে গিয়েছিলেন।
মিলিয়ে দেখুন তো বইগুলো ঠিক আছে কিনা?
Share your query and ideas with us!
Was this review helpful to you?
or
‘আমার কিছু স্বপ্ন ছিল’ বইটি সোনিয়া সাঈম লিটু এর লেখা একটি উপন্যাস । বইটি প্রথম প্রকাশিত হয় ২০১৭ সালের অমর একুশে বইমেলায় ।বইটি প্রকাশিত হয় মুক্তপ্রকাশ প্রকাশণী থেকে এবং এর প্রকাশক শামসুন নাহার । প্রচ্ছদ করেছেন ধ্রুব এষ ।বইয়ের উপন্যাস এর চরিত্র সমীরন । সকলের মনে যেমন কোন না কোন স্বপ্ন থাকে , তেমনি স্বপ্ন আছে সমীরনের মনেও । তার স্বপ্ন থাকে বাবা মায়ের সান্নিধ্যে ভালোভাবে বেড়ে উঠবে সে । কিন্তু তার স্বপ্ন স্বপ্নই থেকে যায় । তার বাবার পরকীয়ার জন্য মৃত্যু হয় তার মায়ের । মায়ের মৃত্যুর পরে সমীরনের জীবনে বাবার রহস্যজনক ভুমিকা , সবকিছু মিলিয়ে যেন শিশুকালেই তার স্বপ্নের কবর হয়ে যায় । এরপরে চলতে থাকে তার জীবন । কোন এক মধু পুর্নিমায় সমীরনের লেখার একনিষ্ট ভক্ত অনুরাগী ধনীর একমাত্র কন্যা ফারিয়া ভালোবেসে ফেলে তাকে । নানান ঝামেলা ও সমস্যার মধ্যে দিয়ে চলতে থাকে তারা , এক পর্যায়ে গোপনে বিয়ে করে ফেলে সমীরন ফারিয়া কে । নিয়তির নির্মম পরিহাস , বিবাহ জীবন এর এক বছর যেতে না যেতেই সমীরনের এক নারী ভক্ত জারা কে নিয়ে শুরু হয় দাম্পত্য কলহ । অথচ এর পিছে দায়ী ছিলো না জারা , ছিল এক রহস্যময় আবর্ত । এর মাঝে ফারিয়া মেতে উঠে নগ্ন ও অনাকাঙ্ক্ষিত এক নিষিদ্ধ খেলায় , যার কারনে মনকষ্টে থাকে সমীরন । তার মনোকষ্ট দূর করার চেষ্টা করত জারা । এভাবেই কি চলবে ? কি হবে তাদের সম্পর্কে ? এক অসাধারন উপন্যাসের স্বাদ পেতে চাইলে পড়তে হবে অসাধারন এ উপন্যাস টি ।