User login
Sing In with your email
Send
Our Price:
Regular Price:
Shipping:Tk. 50
প্রিয় ,
সেদিন আপনার কার্টে কিছু বই রেখে কোথায় যেন চলে গিয়েছিলেন।
মিলিয়ে দেখুন তো বইগুলো ঠিক আছে কিনা?
Share your query and ideas with us!
Was this review helpful to you?
or
‘অবলৌকিক’ বইটির লেখক রুমানা বৈশাখী । তিনি ১২ মে ১৯৮৫ সালে ঢাকায় জন্মগ্রহন করেন । ঢাকায়ই বেড়ে উঠেছেন তিনি । পড়ালেখাও করেছেন ঢাকাতেই । স্নাতকোত্তর করেছেন রসায়ন বিজ্ঞানে, ইডেন কলেজ থেকে। লেখালেখির সাথে জড়িত দীর্ঘদিন। নেশার বশে শুরু করলেও এই সৃজনশীল পেশাটিকেই অবলম্বন করে বেঁচে আছেন, এই পেশাতেই ক্যারিয়ার গড়েছেন আর সেভাবেই বাঁচতে চান সারাটা জীবন । কাজ করেছেন মাসিক সাহিত্য পত্রিকা আলো ও ছায়া-র সহকারী সম্পাদক হিসেবে । নারী বিষয়ক পত্রিকা পারিতেও তিনি সহকারী সম্পাদক ছিলেন। বর্তমানে কর্মরত আছেন প্রিয়.কম-এর এডিটর ইন চার্জ পদে, কাজ করছেন লাইফস্টাইল জার্নালিজম নিয়ে। একই সাথে পরিচালনা করছেন প্ৰিয় আনসারের মতো একটি পরামর্শ সাহিত্যের প্রায় সব শাখাতেই লিখছেন সমান তালে, স্বাচ্ছন্দ্যে। খুব অল্প বয়সেই প্রকাশিত একক বইয়ের সংখ্যাটা বেশ ভারী। বইটি প্রথম প্রকাশিত হয় ২০১৭ সালের ফেব্রুয়ারি মাসে । বইটি প্রকাশিত হয় বিদ্যাপ্রকাশ প্রকাশনী থেকে এবং এর প্রকাশক মজিবর হক খোকা । প্রচ্ছদ করেছেন মশিউর রহমান । বইয়ের গল্পে আছে নানা চরিত্র , যাদের কর্মকান্ড ও নানান রকমের । কারো সাথে নেই কারো মিল । একজন পুরুষ এর অহংকার চুর্ন বিচুর্ন হয়ে যায় , তখন কি হয় , যখন একজন ভীষন সফল মানুষ দিন দিন কুঁকড়ে যেতে থাকেন নিজের মাঝে, যার শারীরিক অক্ষমতা স্ত্রী কে নিয়ে যায় যোজন যোজন দূরে । এই সময়ে যার একমাত্র আশ্রয় হয়ে ওঠে নিন্দিত বেশ্যাপল্লীর এক দেহ ব্যবসায়ী । এই গল্পে আছে সুরাইয়া হিজরা, যে বেশ্যাপল্লীতে সকলের আম্মা বলে পরিচিত । কথিত আছে তার কাছে নাকি মেলে সকল রোগের ঔষধ। তার সম্পর্কে কথিত আছে সে নাকি কথা বলাতে পারে মৃত মানুষ কে । গল্পের চরিত্রগুলো যেন আমাদের থেকে দুরের কেউ নয় , আমাদের নিজেদের জীবনেরই গল্প , যা সকলের মনেই দাগ কেটে যাবে তা নিঃসন্দেহে বলা যায় ।