User login
Sing In with your email
Send
Our Price:
Regular Price:
Shipping:Tk. 50
প্রিয় ,
সেদিন আপনার কার্টে কিছু বই রেখে কোথায় যেন চলে গিয়েছিলেন।
মিলিয়ে দেখুন তো বইগুলো ঠিক আছে কিনা?
Share your query and ideas with us!
Was this review helpful to you?
or
বইয়ের নাম : মুক্তিযুদ্ধে সাধারণ একজন লেখকের নাম : দীপু মাহমুদ প্রচ্ছদ : নাসিম অাহমেদ ঘরনা : মুক্তিযুদ্ধ ভিত্তিক উপন্যাস প্রকাশনী : নওরোজ সাহিত্য সম্ভার প্রকাশ কাল : ফেব্রুয়ারি ২০১৬ মুদ্রিত মূল্য: দুইশত পঁচিশ টাকা মাত্র পৃষ্ঠা সংখ্যা : ১৪৪ কাহিনী অালোচনা: মুক্তিযুদ্ধে সাধারন একজন বাংলাদেশের মুক্তিযুদ্ধের গল্প। একজন সাধারণ মানুষের কাহিনী। যে মানুষ মঞ্চে উঠে না কিন্তু মিছিলে যান। ১৪৪ ধারা কারফিউ ভাঙেন। একাত্তরের উত্তাপে উত্তপ্ত হন। গল্প শুরু হয় ১৯৬৯ সালে যখন অাসাদ পুলিশের ছোঁড়া গুলিতে বিদ্ধ হয়ে রাস্তায় লুটিয়ে পড়ে। অাসাদকে নিয়ে যাওয়া হচ্ছে মেডিক্যাল কলেজ হাসপাতালের ইমারজেন্সিতে। কবিরের সঙ্গে দৌড়াচ্ছে ১৪/১৫ বছরের একজন ছেলে। সে অাকুল হয়ে কাঁদছে। কবির খেয়াল করল এই ছেলে পাশ থেকে শক্ত করে তার শার্ট খামচে ধরে অাছে। কবির বলর, তুমি কাঁদছ কেন? সেই ছেলে বলল, অাসাদ ভাই মারা যাচ্ছেন। অাসাদ ভাই তোমার কেমন ভাই? অাপন ভাই। তোমার নাম কী? গোপাল দাস। কবির বিভ্রান্ত হয়েছে। গোপাল দাস বলছে অাসাদুজ্জামান তার অাপন ভাই। একজন হিন্দু একজন মুসলমান। এ ঘটনার পর পরই মনের কোনে সুক্ষ অনুভূতিতে অাঘাত হানে একজন সাধারন মানুষ কবির। যিনি বন্ধুর জন্য জীবন বাজি রাখতে পারেন। দেশের স্বাধীনতার জন্য যুদ্ধ করতে পারেন। এক দহন কাল তাকে নিয়ে গেছে অবর্ণনীয় অত্যাচার অার নির্যাতনের মধ্য দিয়ে। চোখের সামনে প্রিয় জনের অত্যাচার অার প্রিয় স্ত্রীর সম্ভ্রম নিয়ে পাক হানারা খেলা করলেও অসহায়ত্বের কাছে বন্দি রয়েছেন। প্রাণ প্রিয় বন্ধুর লাশের জন্য গিয়ে নিজেই জীবন্ত লাশ হয়ে ফিরে অাসেন। তবু বিজয়ের উচ্ছাসে মুক্তির অানন্দে উল্লাস করেন তিনি। পাঠ প্রতিক্রিয়া : মুক্তিযুদ্ধ নিয়ে অনেক অনেক গল্প উপন্যাস প্রকাশ পেয়েছে। যুদ্ধের ভয়াবহতা, অত্যাচারের কথা অাছে। তবে তা হয়তো অনেকটাই অাত্মগৌরবের, অগ্রসর শ্রেণির মানুষ সেখানে নায়ক। কিন্তু লেখক দীপু মাহমুদ লিখেঠেন সম্পূর্ন এক ভিন্ন অাঙ্গিকে। সত্য ঘটনা অবলম্বনে রচিত একজন সাধারণ মানুষকে নায়ক করে তিনি লিখেছেন যুদ্ধের ভয়াবহতার গল্প। তিনিও দেশের মুক্তির জন্য যুদ্ধ করেছেন। তিনিও ছিলেন মুক্তিযোদ্ধা। একজন সাধারণ মানুষের জীবনে যুদ্ধ কতটা ভয়াবহতাে সৃষ্টি করছিল, কতটা যন্ত্রণা বয়ে নিয়ে এসেছিল নয় মাসের সেই জীবনে সরল লেখনীতে লেখক তা এ উপন্যাসে বর্ননা করে গেছেন।
Was this review helpful to you?
or
'মুক্তিযুদ্ধে সাধারন একজন' বইটির লেখক দীপু মাহমুদ । আসল নাম রেজা মাহমুদ আল হুদা । লেখকের জন্ম ১৯৬৫ সালের ২৫ মে। শৈশব ও বাল্যকাল কেটেছে মাথাভাঙ্গা নদীর তীরে চুয়াডাঙ্গা জেলার হাট বোয়ালিয়া গ্রামে। বেড়ে ওঠা স্নেহময়ী, কালিশংকরপুর, কুষ্টিয়া। পড়াশুনা করেছেন কুষ্টিয়া জিলা স্কুল, কুষ্টিয়া সরকারি কলেজ, রাজশাহী বিশ্ববিদ্যালয় ও রবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয়, কলকাতায়। আহছানউল্লা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় থেকে শিক্ষা বিষয়ে উচ্চতর ডিগ্রি অর্জন করেছেন। পিএইচডি করেছেন যুক্তরাষ্ট্রের আমেরিকান ওয়ার্ল্ড ইউনিভার্সিটিতে । উপন্যাস, ছোটগল্প, কবিতা, নাটক, ইতিহাস, প্রবন্ধ, শিশুসাহিত্য, সাহিত্যের বিভিন্ন শাখায় তিনি সক্রিয়। প্রকাশিত গ্রন্থ সংখ্যা পঞ্চাশ। এরমধ্যে আছে উপন্যাস- স্বপ্নযাত্রা ১৯৭১, ফেরা হয় না, তবু ভালোবেসো এবং ফিরে এসো কমেলা। ছোটগল্প সংকলন- উত্তরপুরুষ, মেঘ জড়ানো দিন ও তরব আলির চাদর। লেখালেখির স্বীকৃতিস্বরূপ পেয়েছেন শিশুসাহিত্যিক মোহাম্মদ নাসির আলী স্বর্ণপদক, সুনীতি অ্যাওয়ার্ড ও গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের পক্ষে উপানুষ্ঠানিক শিক্ষা অধিদপ্তরের বিশেষ সম্মাননা। তার লেখা এই বইটি প্রথম প্রকাশিত হয় ২০১৭ সালের ফেব্রুয়ারি মাসে । বইটি প্রকাশিত হয় নওরোজ সাহিত্য সম্ভার প্রকাশনী থেকে এবং এর প্রকাশক ইফতেখার রাসুল জর্জ । প্রচ্ছদ করেছেন নাসিম আহমেদ । ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধ বাঙ্গালী জাতীর ইতিহাসের সবচেয়ে বড় ঘটনা । এই ঘটনার উপর ভিত্তি করে লেখা হয়েছে অনেক বই । এই বইটিও এমন একটি বই , তবে গতানুগতিক ধারা থেকে আলাদা । সত্য ঘটনা নিয়ে লেখা এক উপন্যাস । একজন সাধারন মানুষের কাহিণী উপন্যাসে । সে কখনো মঞ্চে উঠেন নি , তবে মিছিলে গিয়েছেন , ভেঙ্গেছেন ১৪৪ ধারা । নিজের মত করে একাত্তরে করেছেন লড়াই । তার মনে রাগ আর ঘৃনা , তাদের উপরে যারা দেশের সাথে বিশ্বাসঘাতকতা করেছে । তার কাহিনী নিয়েই বইটি , যে যুদ্ধকালীন সময়ে জড়িয়ে গিয়েছেন যুদ্ধে , ভোগ করেছেন অবর্ননীয় কষ্ট । এক সময়ে স্বাদ পেয়েছেন বিজয়ের । অসাধারন এক পটভুমি , এ যেন সকল বাঙ্গালীর মনের কথা । বইটি সকলের নিকটই অনেক ভালো লাগবে তা নির্দিধায় বলা যায় ।