User login
Sing In with your email
Send
Our Price:
Regular Price:
Shipping:Tk. 50
প্রিয় ,
সেদিন আপনার কার্টে কিছু বই রেখে কোথায় যেন চলে গিয়েছিলেন।
মিলিয়ে দেখুন তো বইগুলো ঠিক আছে কিনা?
Share your query and ideas with us!
Was this review helpful to you?
or
গুড
Was this review helpful to you?
or
অসাধারন
Was this review helpful to you?
or
'উপমহাদেশের রাজনীতি ও সাম্প্রদায়িকতা' বইটির লেখক বদরুদ্দিন আহমদ । লেখক এর জন্ম ১৩৩৮ সালের ৫ আশ্বিন । তিনি টাঙ্গাইল এর এলাসিন গ্রামের মাতুলালয়ে জন্মগ্রহন করেন । তার ছাত্রজীবন কেতেছে মানিকগঞ্জ , কোলকাতা এবং ঢাকায় । ছাত্রজীবন থেকেই তার খেলাধুলা ও লেখালেখির প্রতি ছিল প্রচন্ড ঝোক । তার প্রথম সম্পাদিত উপন্যাস প্রকাশিত হয় ১৯৫৮ সালে । পরবর্তীতে তার লেখা অনেক উপন্যাসই পাঠকপ্রিয়তা লাভ করে । তার লেখালেখির মাঝে ব্যপক সাহসিকতা লক্ষ করা যায় । তিনি পেশায় ছিলেন একজন সুপ্রীম কোর্টের আইনজীবী । তিনি একজন গবেষক ও কলাম লেখক । তিনি মুক্তিযুদ্ধের সময়ে উত্তর মানিকগঞ্জ এর সফল সংগঠক ছিলেন ।বই টি প্রথম প্রকশিত হয় ২০১৭ সালের জানুয়ারি মাসে । বইটি প্রকাশিত হয় নওরোজ সাহিত্য সম্ভার প্রকাশনী থেকে এবং এর প্রকাশক ইফতেখার রাসুল জর্জ । প্রচ্ছদ করেছেন জর্জ হায়দায় । একটি সময়ে ভারত উপমহাদেশ ছিলো এমন যে এখানে ছিল অনেক ধর্ম ও অনেক গোত্রের লোক , কিন্তু এদের মধ্যে কোন সাম্প্রদায়িক দাঙ্গা এর মত কিছু ছিল না । ভারত উপমহাদেশ এর রয়েছে নানান ইতিহাস । সকল ইতিহাস সকলের জানাও নেই ।এক সময়ে শাষন করেছে মুঘলেরা । মুঘলেরা ছিল ভারতে বহিরাগত ও তাদের ক্ষমতায় আসার জন্য অনেক যুদ্ধ করতে হছে অনেকের সাথেই , কখনো হিন্দু দের সাথে আবার কখনো মুসলিমদের সাথেও । মুঘলেরা যেহেতু মুসলিম ছিল , স্বভাবতই ভারতের হিন্দুদের মোঘলদের উপরে ক্ষোভ ছিল । আবার আর্যদের মাধ্যমে হিন্দু ধর্মের উদ্ভব , তারাও ছিল বহিরাগত । এইরকম হাজারও তথ্যে ভরপুর এই বইটিতে রয়েছে উপমহাদেশের রাজনীতি ও সাম্প্রদায়িকতা । উপমহাদেশের নানান অজানা তথ্য জানতে হলে পড়তে হবে অসাধারন এ বইটি ।