User login
Sing In with your email
Send
Our Price:
Regular Price:
Shipping:Tk. 50
প্রিয় ,
সেদিন আপনার কার্টে কিছু বই রেখে কোথায় যেন চলে গিয়েছিলেন।
মিলিয়ে দেখুন তো বইগুলো ঠিক আছে কিনা?
Share your query and ideas with us!
Was this review helpful to you?
or
এক তোরঙ্গ শঙ্কু-সত্যজিত রায় বুক রিভিউ জাফর ইকবাল-সায়েন্স ফিকশন লিখেন, আইজ্যাক আসিমভ সায়েন্স ফিকশন লিখেন। সেই অর্থে সত্যজিত রায়ের শঙ্কুকে সাহিত্যিক সায়েন্স ফিকশন বলা যায়। একবারেও মনে হয়নি-বিজ্ঞানের কোন জটিল বিষয় পড়ছি, বা কেমিস্ট্রির খটর মটর কিছু পড়ছি। কম্পুর এর ব্যাপারটাতেই আসা যাক। কম্পু ভবিষ্যতে মানুষকে তার দাসে পরিনত করবে, যন্ত্রের যুগ আসবে-এর মোদ্দা কথা নানা লেখক নানা ভাবে তুলে ধরেন, কেউ টারমিনেটর এর মত সবাইকে যুদ্ধে নামিয়ে দেন, কেউ আবার কষ্ট দেখান, মানুষের কর্মহীনতা দেখান। আর সত্যজিৎ রায় তার সাহিত্য মনে কম্পুকে আনলেন খেলার মাঠে, যে কিশোর বয়সে খেলতে যাবে, আর মানবিক এর চরম পরিচয় মিলল যখন কম্পু বলে উঠল তার ধ্বংসের মাধ্যমে –যে মৃত্যুর পর কি হবে তা আমি জানি। অসাধারন, আহা আহা, ;এত মাধূর্য যে মনের জিহবায় জল আসতে বাধ্য। এই শঙ্কু অনেক শিশু কিশোর কে যে বিজ্ঞানমনষ্ক করেছে, ল্যাবে যেতে উদ্ধুদ্ধ করেছে-তা আমি নিশ্চিত। এই বই ষষ্ঠ থেকে দশম শ্রেণীর ছাত্রছাত্রীদের অবশ্য পাঠ্য। এমনকি একটু আধটু টেক্সটবুকে দিলেও মন্দ হয় না।
Was this review helpful to you?
or
'এক তোরঙ্ক শঙ্কু' বইটির লেখক সত্যজিত রায় । সত্যজিত রায় এর জন্ম ১৯২১ সালের ২ মে । তিনি একজন চলচ্চিত্র নির্মাতা ও বিংশ শতাব্দীর অন্যতম শ্রেষ্ঠ চলচ্চিত্র পরিচালক। কলকাতা শহরে সাহিত্য ও শিল্পের জগতে খ্যাতনামা এক বাঙালি পরিবারে তাঁর জন্ম হয়। তাঁর পূর্বপুরুষের ভিটা ছিল বাংলাদেশের কিশোরগঞ্জ জেলার কটিয়াদী উপজেলার মসূয়া গ্রামে। তিনি কলকাতার প্রেসিডেন্সি কলেজ ও শান্তিনিকেতনে রবীন্দ্রনাথ ঠাকুর প্রতিষ্ঠিত বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেন । চলচ্চিত্র নির্মাতা হিসেবে সত্যজিৎ ছিলেন বহুমুখী এবং তাঁর কাজের পরিমাণ বিপুল। তিনি ৩৭টি পূর্ণদৈর্ঘ্য কাহিনীচিত্র, প্রামাণ্যচিত্র ও স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র নির্মাণ করেন । তাঁর নির্মিত প্রথম চলচ্চিত্র পথের পাঁচালী ১১টি আন্তর্জাতিক পুরস্কার লাভ করে, যাদের মধ্যে অন্যতম ছিল কান চলচ্চিত্র উৎসবে পাওয়া “শ্রেষ্ঠ মানব দলিল” (Best Human Documentary) পুরস্কারটি । বইটি প্রথম প্রকাশিত হয় ২০১৭ সালের ফেব্রুয়ারি মাসে । বইটি প্রকাশিত হয় নওরোজ সাহিত্য সম্ভার প্রকাশনী থেকে এবং এর প্রকাশক ইফতেখার রসুল জর্জ । প্রচ্ছদ করেছেন জর্জ হায়দার । এই বইয়ের গল্পগুলোর মাঝে রয়েছে সত্যজিত রায়ের গোয়েন্দা চরিত্রগুলোর মধ্যে অন্যতম চরিত্র তিলকেশ্বর শঙ্কু । এই বইটি তে প্রফেসর শঙ্কুর অভিযান ও পরবর্তী এবং শুধু প্রফেসর শঙ্কু কে নিয়ে এটিই শেষ গ্রন্থ যার নাম এক তোরঙ্গ শঙ্কু । তোরঙ্ক শব্দটির ব্যবহার সকলের অজানা , বইয়ের নাম এ ভিন্নধারা আনার জন্যই এই নাম টি দেওয়া হয়েছে । বইটি তে পাঠকেরা পাবেন অসাধারন কিছু গল্পের স্বাদ । প্রতিটি গল্পই পাঠকের মনে আলাদা আলাদা ভাবে স্থান করে নিবে । অসাধারন কিছু গোয়েন্দা গল্প পেতে চাইলে পড়তে হবে অসাধারন এ বইটি ।