User login
Sing In with your email
Send
Our Price:
Regular Price:
Shipping:Tk. 50
প্রিয় ,
সেদিন আপনার কার্টে কিছু বই রেখে কোথায় যেন চলে গিয়েছিলেন।
মিলিয়ে দেখুন তো বইগুলো ঠিক আছে কিনা?
Share your query and ideas with us!
Was this review helpful to you?
or
'যমুনাবতী দিনযাপন' বইটির লেখক আল মাহমুদ । লেখক আল মাহমুদ ব্রাহ্মণবাড়িয়া শহরের একটি ব্যবসায়ী পরিবারে ১১ জুলাই ১৯৩৬ খ্রিষ্টাব্দে জন্মগ্রহণ করেন। একুশ বছর বয়স পর্যন্ত এ শহরে এবং কুমিল্লা জেলার দাউদকান্দি থানার অন্তর্গত জগতপুর গ্রামের সাধনা হাইস্কুলে এবং পরে চট্টগ্রামের সীতাকুন্ড হাইস্কুলে পড়াশোনা করেন। এ সময়েই লেখালেখি শুরু। তিনি আধুনিক বাংলা কবিতার তিরিশ দশকীয় ভাবধারায় ভাটি বাংলার জনজীবন, গ্রামীণ দৃশ্যপট, নদীনির্ভর জনপদ, চরাঞ্চলের কর্মমুখর জীবনচাঞ্চল্য ও নর-নারীর চিরন্তন প্রেম-বিরহের বিষয়কে অবলম্বন করে আধুনিক বাংলা ভাষার প্রচলিত কাঠামোয় অত্যন্ত স্বাভাবিক স্বতঃস্ফূর্ততায় আঞ্চলিক শব্দের সুন্দর প্রয়োগে কাব্যরসিকদের মধ্যে নতুন পুলক সৃষ্টি করেন।তিনি ১৯৭১-এর স্বাধীনতার সংগ্রাম ও মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেন। ১৯৭৫- এ বাংলাদেশ শিল্পকলা একাডেমির গবেষণা ও প্রকাশনা বিভাগের সহ-পরিচালক পদে যোগদান করেন। পরে ঐ বিভাগের পরিচালকরূপে ১৯৯৩ সালের এপ্রিলে তিনি অবসর নেন। কবিতা, ছোট গল্প, উপন্যাস ও প্রবন্ধের বই মিলিয়ে শতাধিক। আল মাহমুদ বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার ও রাষ্ট্রীয় পুরষ্কার একুশে পদকসহ বেশ কিছু সাহিত্য পুরষ্কারে ভূষিত হয়েছেন। তার লেখা যমুনাবতী দিনযাপন বইটি প্রথম প্রকাশিত হয় ২০১৭ সালের ফেব্রুয়ারি মাসে । বইটি প্রকাশিত হয় নওরোজ সাহিত্য সম্ভার প্রকাশনী থেকে এবং এর প্রকাশক ইফতেখার রাসুল জর্জ । প্রচ্ছদ করেছেন জর্জ হায়দার । বইটির মাঝে রয়েছে দুইটি উপন্যাস , একটি যমুনাবতী ও আরেকটি দিনযাপন । যমুনাবতী উপন্যাসে দেখা যায় সদ্য গ্রাম থেকে শহর জীবনে আসা এক নববধু কে , যার নাম বুশরা বানু এবং তার স্বামী আবু তাহের । তাদের এই শহরে বসবাস করা এর মাঝে রয়েছে আনন্দ , বেদনা এবং পাশাপাশি রয়েছে আর কিছু চরিত্র যা পাঠক কে নিয়ে যাবে টানটান উত্তেজনার মাঝে । দিনযাপন আরেকটি উপন্যাস , সেখানে দেখা গেছে ভিন্ন আরেক পৃথিবী , যেখানে বোঝানো হয়েছে বিশ্বাসই মুক্তি যা পাঠককে বেশ ভালোভাবে নাড়াচাড়া দিতে সক্ষম । অসাধারন দুইটি উপন্যাসের স্বাদ পেতে চাইলে অবশ্যই পড়তে হবে এই বইটি ।