User login
Sing In with your email
Send
Our Price:
Regular Price:
Shipping:Tk. 50
প্রিয় ,
সেদিন আপনার কার্টে কিছু বই রেখে কোথায় যেন চলে গিয়েছিলেন।
মিলিয়ে দেখুন তো বইগুলো ঠিক আছে কিনা?
Share your query and ideas with us!
Was this review helpful to you?
or
এই গ্রন্থে তুলে ধরা হয়েছে রাজনীতি বিশ্লেষক ও একসময়ের তুখোড় ছাত্রনেতা সুভাষ সিংহ রায়ের লেখা আওয়ামী লীগ বিষয়ক নানা প্রবন্ধ। লেখক মনেপ্রাণে ধারণ করেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে। তাই আওয়ামী লীগের ভালো দিক তুলে ধরতে যেমন তিনি গর্ববোধ করেন, তেমনি আওয়ামী লীগের দোষত্রুটিও তুলে ধরতে পিছপা হননা। এই গ্রন্থে লেখক আওয়ামী লীগের ভালো দিক ও খারাপ দিক উভয়ই সুনিপুণভাবে তুলে ধরেছেন।
Was this review helpful to you?
or
'বিষয় আওয়ামী লীগ' বইটির লেখক সুভাষ সিংহ রায় । লেখক এর জন্ম ১৯৬৬ সালে যশোরের বিখ্যাত সিংহ রায় পরিবারে ।সাহিত্য সংস্কৃতি মিশে আছে তার রক্তে । তিনি পেশায় একজন ঔষধ বিজ্ঞানী । তবে পেশার বাইরেও তিনি আর একজন । প্রবলভাবে তিনি রাজনীতি তে যুক্ত আছেন । এক সময়ে ছিলেন তুখোর ছাত্রনেতা । এক সময়ে শুরু করেন লেখালেখি । বাংলাদেশের বিতর্ক চর্চায় যে কজন নতুন ধারা সুচনা করেছেন তিনি তাদের মধ্যে অন্যতম । তিনি আপাদমস্তক একজন প্রগতিশীল , মুক্তবুদ্ধি মুক্তচিন্তার অধিকারী একজন মানুষ । তিনি সমাজ ও মানুষ কে বিশ্লেষন করেন তার বিশ্লেষনী চোখ দিয়ে । তার নির্ভয় সকল উক্তি , লেখক হিসেবে এই জন্য তিনি একদম অন্যরকম । তার লেখা বিষয় আওয়ামী লীগ বইটি প্রথম প্রকাশিত হয় ২০১৭ সালের একুশে বইমেলায় । বইটি প্রকাশিত হয় পার্ল পাবলিকেশন্স প্রকাশনী থেকে এবং এর প্রকাশক হাসান জায়েদী । প্রচ্ছদ করেছেন ধ্রুব এষ । বইয়ের নাম থেকেই বোঝা যাচ্ছে বইয়ের বিষয় বস্তু । লেখক তার বিশ্লেষনী দৃষ্টি দিয়ে বিশ্লেষন করেছেন বাংলাদেশের অন্যতম বৃহত্তম রাজনৈতিক দল বাংলাদেশ আওয়ামীলীগ কে । আওয়ামীলীগ বাংলাদেশের প্রাচীনতম রাজনৈতিক দল । ১৯৭১ সালের মহান স্বাধীনতা যুদ্ধের পর আওয়ামীলীগ সরকার গঠন করে । এই দলটি বাংলাদেশের নামের সাথে জড়িয়ে আছে । আওয়ামীলীগ এর যেমন সুনাম রয়েছে , রয়েছে অনেক দুর্নাম , দলটি বাংলাদেশের মানুষ এর কাছে কারও কাছে প্রিয় , কারো কাছে অপ্রিয় । আওয়ামীলীগ কে লেখক তার বিশ্লেষনী দৃষ্টি দিয়ে বিশ্লেষন করেছেন বইটি তে । অসাধারন ও দরকারি তথ্যে ভরপুর এ বইটি সকলের পাঠ করা প্রয়োজন যারা আওয়ামীলীগ কে ভালোভাবে বুঝতে চান ।অসাধারন বইটি সকলেরই ভালো লাগবে ।