User login
Sing In with your email
Send
Our Price:
Regular Price:
Shipping:Tk. 50
প্রিয় ,
সেদিন আপনার কার্টে কিছু বই রেখে কোথায় যেন চলে গিয়েছিলেন।
মিলিয়ে দেখুন তো বইগুলো ঠিক আছে কিনা?
Share your query and ideas with us!
Was this review helpful to you?
or
'হাজার বছরের শ্রেষ্ঠ বাঙ্গালী বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমান' বইটি ডঃ আবদুস সোবাহান গোলাপ কর্তৃক সম্পাদিত একটি বই । বঙ্গবন্ধু , একটি নাম , কিন্তু বিশাল একটি ইতিহাস । যার জন্ম না হলে বাংলাদেশের জন্ম হত না , যার ডাকে সাত কোটি বাঙ্গালী এক হয়েছিল , ঝাপিয়ে পড়েছিলো শত্রুর মোকাবেলা তে এবং একটি স্বাধীন দেশ পেয়েছি আমরা । তাকে নিয়ে লেখালেখির পরিমান ও পরিধি বিশাল । স্মৃতিচারন থেকে শুরু করে কবিতা , জীবনী , গবেষনা ও মুল্যায়ন কোনোটারই কমতি নেই । বাঙ্গালী জাতির জনক বঙ্গবন্ধু কে নিয়ে লেখা এ বইটি প্রকাশিত হয়েছে ২০১৭ সালের একুশে বইমেলায় । বইটি প্রকাশিত হয় জনতা প্রকাশ প্রকাশনী থেকে এবং এর প্রকাশক রফিকুজ্জামান হুমায়ুন । প্রচ্ছদ করেছেন ধ্রুব এষ । শেখ মুজিব কে বলা হয় একটি জাতির আধুনিক রুপকার । তিনি আমাদের দেশ কে স্বাধীন করার জন্য সবচেয়ে বেশী কাজ করেছেন । তার ডাকে আমাদের দেশের সাত কোটি লোক শত্রুর বিরুদ্ধে স্বাধীনতার সংগ্রামে যোগ দেন এবং আমরা পাই একটি স্বাধীন দেশ । পাঠক দের নিকট অসাধারন ভাবে বঙ্গবন্ধুর জীবনের বিশেষ বিশেষ ঘটনাবলী লেখকেরা সকলেই সুস্পষ্টভাবে বইটি তে প্রকাশ করেছেন যা তাদের জন্য বঙ্গবন্ধু কে বুঝতে সাহায্য করবে । বঙ্গবন্ধু মানেই বাংলাদেশ , যিনি সহস্র সংগ্রামের অগ্রনায়ক , যার কথা স্ফুলিঙ্গের মতো অথচ উদাত্ত , তাকে নিয়ে রচনার কোন শেষ হতে পারে না । বইটি তে অনেকের লেখা একত্রিত করে প্রকাশ করা হয়েছে , এতে পাঠকেরা বঙ্গবন্ধু সম্পর্কে অনেক ভিন্ন ভিন্ন দরকারী তথ্য পাবেন । অসাধারন এ মানুষটি কে নিয়ে লেখা অসাধারন এ বইটি সকলেরই ভালো লাগবে ।