User login
Sing In with your email
Send
Our Price:
Regular Price:
Shipping:Tk. 50
প্রিয় ,
সেদিন আপনার কার্টে কিছু বই রেখে কোথায় যেন চলে গিয়েছিলেন।
মিলিয়ে দেখুন তো বইগুলো ঠিক আছে কিনা?
Share your query and ideas with us!
Was this review helpful to you?
or
'গল্পে গল্পে নীতিকথা ' বইটির লেখক কাজী আব্দুল ওয়াহাব। কাজী আব্দুল ওয়াহাব এর জন্ম বাংলাদেশের নড়াইল জেলার লোহাগাড়া থানার ইতনা গ্রামে । তিনি ১৯৫০ সালে ইতনা হাই স্কুল থেকে ম্যাট্রিক পাশ করেন । পরবর্তীতে তিনি দৌলতপুর খুলনা থেকে যথাক্রমে আই এস সি ও বিএ পাশ করেন । পরে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে এম এ ও এল এল বি পাশ করেন । তিনি ১৯৬১ সালে হাইকোর্টে এ্যাডভোকেট হিসেবে ও ১৯৬৭ সালে পাকিস্থান সুপ্রিম কোর্টের এ্যাডভোকেট হিসেবে তালিকাভুক্ত হন । পরে তিনি বাংলাদেশের সুপ্রিম কোর্টের আপিল বিভাগের অ্যাডভোকেট হিসেবে তালিকাভুক্ত হন । তিনি বাংলাদেশের সাবেক আটর্নি জেনারেল । তার লেখা মুক্তিযুদ্ধভিত্তিক বই আমার দেখা মুক্তিযুদ্ধ বেশ জনপ্রিয়তা লাভ করেছিল । তার লেখা গল্পে গল্পে নীতিকথা বইটি প্রথম প্রকাশিত হয় ২০১৬ সালের নভেম্বর মাসে । বইটি প্রকাশিত হয় জনতা প্রকাশ প্রকাশণী থেকে এবং এর প্রকাশক রফিকুজ্জামান হুমায়ুন । প্রচ্ছদ করেছেন সজিব খান । লেখক একজন বয়ঃজ্যোষ্ঠ মানুষ । তার বয়স প্রায় ৮৬ বছর । তিনি তার জীবনে অনেক কিছু দেখেছেন এবং দেখে আসছেন । বৃটিশ আমল এর পরে পাকিস্থান আমল , তার পরে তিনি ৫৬ বছর স্বাধীন বাংলা কে দেখে আসছেন । তিনি তার দীর্ঘ জীবনে করেছেন অনেক কাজ , স্বাক্ষী রয়েছেন অনেক স্মৃতির । তিনি তার এই বয়সে এসে অনেক কষ্ট করে লিখেছেন এই বইটি যা পাঠকের জন্য অনেক দরকারী তথ্যে ভরপুর । তিনি গল্পে গল্পে পাঠকদের জন্য লিখেছেন নীতিকথা । অনেক অনেক বিষয় নিয়ে লেখা এ বইটি , যা সবই আমাদের সকলের উপকারে আসবে । অসাধারন এ বইটি সকলেরই অনেক ভালো লাগবে তা আশা করা যায় ।