User login
Sing In with your email
Send
Our Price:
Regular Price:
Shipping:Tk. 50
প্রিয় ,
সেদিন আপনার কার্টে কিছু বই রেখে কোথায় যেন চলে গিয়েছিলেন।
মিলিয়ে দেখুন তো বইগুলো ঠিক আছে কিনা?
Share your query and ideas with us!
Was this review helpful to you?
or
যেমনটা ভেবেছিলাম তার চেয়ে ভালো কোয়ালিটির বই এটা সত্যি উপন্যাসটা আমার দারুন লেগেছে।
Was this review helpful to you?
or
গোরা রবীন্দ্রনাথ এর অনবদ্য লেখা।ভালোলাগার একটি বই। রেটিং:-০৭/১০ ব্যাক্তিগত মতামত:-আদি বাংলার জীবন ধারা প্রায় অনেকটাই তুলে ধলে জন্য রবীন্দনাথ,বিভূতিভূষণ, শরৎৎচন্দ্র সকলের লেখাই আমার প্রিয়।তেমনি গোরায় রবীন্দ্রনাথ তৎকালীন দুই বন্ধুর কথা তুলে ধরেছেন। একজন ছিলো প্রখর হিন্দুবাদী আরেকজন শুধু বন্ধুর কথাতেই সায় দিত।তবে শেষে পরিস্থিতির কারণে অন্য ধর্মের দীক্ষা নেয়ার অভিপ্রায় হয়,যা মনোমালিন্যের সৃষ্টি করে।কিছুটা ভালোবাসার কাহিনীর ছোঁয়ায়ও আছে এতে।আশা করি ভালো লাগবে।
Was this review helpful to you?
or
"দি রয়েল পাবলিসার্স" হতে প্রকাশিত রবিঠাকুরের "গোরা' উপন্যাসটিকে বিশেষ এক মোড়কে বই হিসেবে প্রকাশ করা হয়েছে।ভূমিকায় রয়েছে সেলী সেনগুপ্ত।রবিঠাকুরের উপন্যাস সংখ্যা অনেক।রবীন্দ্রনাথ ঠাকুরের উপন্যাস বাংলা ভাষায় তাঁর অন্যতম জনপ্রিয় সাহিত্যকর্ম। ১৮৮৩ থেকে ১৯৩৪ সালের মধ্যে রবীন্দ্রনাথ ১৩টি উপন্যাস রচনা করেছিলেন। এগুলি হল: ‘বৌ-ঠাকুরাণীর হাট’ (১৮৮৩), ‘রাজর্ষি’ (১৮৮৭), ‘চোখের বালি’ (১৯০৩), ‘নৌকাডুবি’ (১৯০৬), ‘প্রজাপতির নির্বন্ধ’ (১৯০৮), ‘গোরা’ (১৯১০), ‘ঘরে বাইরে’ (১৯১৬), ‘চতুরঙ্গ’ (১৯১৬), ‘যোগাযোগ’ (১৯২৯), ‘শেষের কবিতা’ (১৯২৯), ‘দুই বোন’ (১৯৩৩), ‘মালঞ্চ’ (১৯৩৪) ও ‘চার অধ্যায়’ (১৯৩৪)।এদের মধ্যে গোরা উপন্যাসটি তিনি ১৯০৯ সালে প্রকাশ করেন।গোরা উপন্যাসের বিষয়বস্তু ধর্ম ও জাতীয়তাবাদের সংমিশ্রণের বিপদ ও তার প্রতি রবীন্দ্রনাথের বিতৃষ্ণা নিয়ে লিখা; তবে এই উপন্যাসে ভারতীয়ত্বের স্বরূপ সন্ধানেও ব্রতী হন কবি। উপন্যাসে কবি ভারতীয়দের জীবনাচরণ ও জীবনযাপন এর নানা বৈচিত্র্য তুলে ধরেছেন।।আমরা সকলে ভালো ভাবেই জানি,রবি ঠাকুরের লেখায় রয়েছে এক অপূর্ব মহিমা যা পাঠক মনকে সব সময় বিমোহিত করে তোলে।রবি ঠাকুর তার লেখায় সব সময় বস্তবতা ফুটিয়ে তুলতেন। বাস্তব পরিস্থিতি নিয়ে লিখা তার প্রত্যেকটি উপন্যাস।আর "গোরা" উপন্যাসটি এর উৎকৃষ্ট উদাহরণ। সকল বয়সী পাঠকদের মন জয় করার জন্য রবি ঠাকুর এর এই "গোরা" উপন্যাসগ্রন্থটি বিশেষ ভূমিকা রাখে।আর বইপ্রেমীদের মন তো কাড়েই এই বইটি।রবি ঠাকুরের অমর কীর্তির একাটি এই "গোরা" উপন্যাসটি।