User login
Sing In with your email
Send
Our Price:
Regular Price:
Shipping:Tk. 50
প্রিয় ,
সেদিন আপনার কার্টে কিছু বই রেখে কোথায় যেন চলে গিয়েছিলেন।
মিলিয়ে দেখুন তো বইগুলো ঠিক আছে কিনা?
Share your query and ideas with us!
Was this review helpful to you?
or
"বিদ্যাপ্রকাশ প্রকাশনী" হতে প্রকাশিত "নীলপদ্ম" বইটি কৃষিভিত্তিক নীলপদ্ম চাষের একটি বই।আর এই বইটি লিখেছেন ফখরে আলম।এটি সর্বপ্রথম প্রকাশিত হয় ২০১৭ সালের ফেব্রুয়ারি মাসে।ফখরে আলম হলেন একজন কবি এবং সাংবাদিক। সাপ্তাহিক রোববার পত্রিকার প্রতিবেদক হিসেবে তাঁর সাংবাদিকতার শুরু হয়। এরপর তিনি বাংলাদেশের বিভিন্ন পত্র পত্রিকাতে সাংবাদিকতা করেন। বর্তমানে তিনি দৈনিক কালের কন্ঠ পত্রিকার বিশেষ প্রতিনিধি হিসেবে আছেন। সাংবাদিকতায় তিনি অর্জন করেছেন অনেক পুরস্কার। তাঁর চারটি কাব্যগ্রন্থ সহ ভিন্ন ধরনের বিভিন্ন গ্রন্থ রয়েছে। তিনি নানা কৃষিভিত্তিক বই লিখেছেন এবং এতে তিনি সফলতাও অর্জন করেছেন।তিনি একজন উদয়ীমান লেখক। নীলপদ্ম’ নাম দেখে মনে হতে পারে এটি কোন উপন্যাস কিনবা কোন কাব্যগ্রন্থ, কিন্তু না এটি একটি ফুল নিয়ে আলোচিত গ্রন্থ।ফুলের প্রতি লেখকের এক আলাদা টান ও মনোভাব রয়েছে।আর সেই টান ও মনোভাব থেকেই লেখক ফখরে আলম এই বইটি লিখছেন।তিনি নতুন নতুন ফুলের সন্ধানে ঘুরে বেড়ান দেশ বিদেশে এবং তিনি সেই ফুল উপস্থাপন করেন তিনি তাঁর লেখার মাধ্যমে। নীলপদ্ম, ভ্রমর কুঞ্জ গ্লিরিসিডিয়া, শীতের ফুল চন্দ্রমল্লিকা, নতুন অতিথি প্লুমেরিয়া, আশ্চর্য সুন্দর নাগলিঙ্গম, শরতের ঝরা শিউলি, ডালিয়া, নয়নতারা, বাঁশরি, ইউফরবিয়া, মধু মালতি আরও কত কি আছে এই বইটিতে।তিনি নিজের মতো করে আকর্ষনীয় রূপে এই ফুলগুলো সম্বন্ধে নিজের বর্ণনা সাজিয়ে এই বইটিতে লিখেছেন।কোন ফুল কোথায় জন্মে, কোনটি কেমন এর বৈশিষ্ট্য, দেখতে কেমন, কোনটির গাছ কেমন এই সব জানা যাবে ফখরে আলম রচিত ‘নীলপদ্ম’ বইটিতে। আমাদের দেশের খাল- বিল, হাওড় বাওড়ে দেখা যায় গোলাপি রঙের পদ্ম। নীলপদ্মের দেখা খুব সহজে পাওয়া যায় না। নীলপদ্ম খুঁজে পাওয়া এক দুষ্কর ব্যাপার।আর তাই কবি নানা কবিতার চরণ দিয়ে তা বুঝিয়ে দিয়েছেন।বিভিন্ন ফুলের নিজস্ব গুণের বর্ণনা ও এদের নিজ বর্ণনা নিয়ে লিখা এই বইটি ফখরে আলমের এক অসাধারণ সংস্কারণ।
Was this review helpful to you?
or
ফখরে আলম তিনি একজন কবি এবং সাংবাদিক। সাপ্তাহিক রোববার পত্রিকার প্রতিবেদক হিসেবে তাঁর সাংবাদিকতার শুরু হয়। এরপর তিনি বাংলাদেশের বিভিন্ন পত্র পত্রিকাতে সাংবাদিকতা করেন। বর্তমানে তিনি দৈনিক কালের কন্ঠ পত্রিকার বিশেষ প্রতিনিধি হিসেবে আছেন। সাংবাদিকতায় তিনি অর্জন করেছেন অনেক পুরস্কার। তাঁর চারটি কাব্যগ্রন্থ সহ ভিন্ন ধরনের বিভিন্ন গ্রন্থ রয়েছে। ‘নীলপদ্ম’ নাম দেখে মনে হতে পারে এটি কোন উপন্যাস কিনবা কোন কাব্যগ্রন্থ, কিন্তু না এটি একটি ফুল নিয়ে আলোচিত গ্রন্থ। এখানে বিভিন্ন প্রকার ফুল নিয়ে আলোচনা করা হয়েছে। এই বইয়ের লেখক একজন পুষ্প প্রেমিক মানুষ। তিনি যেমন ফুল ভালোবাসেন তেমন ফুলের বাগান করতেও ভালোবাসেন। এখনও তিনি নিজের হাতে ফুলগাছের পরিচর্যা করেন। নতুন নতুন ফুলের সন্ধানে ঘুরে বেড়ান দেশ বিদেশে এবং তিনি সেই ফুল উপস্থাপন করেন তিনি তাঁর লেখার মাধ্যমে। নীলপদ্ম, ভ্রমর কুঞ্জ গ্লিরিসিডিয়া, শীতের ফুল চন্দ্রমল্লিকা, নতুন অতিথি প্লুমেরিয়া, আশ্চর্য সুন্দর নাগলিঙ্গম, শরতের ঝরা শিউলি, ডালিয়া, নয়নতারা, বাঁশরি, ইউফরবিয়া, মধু মালতি আরও কত কি আছে এই বইটিতে। কোন ফুল কোথায় জন্মে, কোনটি কেমন এর বৈশিষ্ট্য, দেখতে কেমন, কোনটির গাছ কেমন এই সব জানা যাবে ফখরে আলম রচিত ‘নীলপদ্ম’ বইটিতে। আমাদের দেশের খাল- বিল, হাওড় বাওড়ে দেখা যায় গোলাপি রঙের পদ্ম। নীলপদ্মের দেখা খুব সহজে পাওয়া যায় না। তাই তো কবিতায় কবি লিখেছেন ‘বিশ্ব সংসার তন্ন তন্ন করে খুঁজে এনেছি ১০৮টি নীলপদ্ম’। পদ্ম ফুল একটি জলজ ফুল। লাল আর গোলাপি রঙের পদ্ম সাধারণত বেশি দেখা যায়। বিভিন্ন রকমের ফুলের এরকমই বর্ণনা দিয়ে রচিত হয়েছে এই গ্রন্থটি।