User login

Sing In with your email

Email Address
Password
Forgot Password?

Not Account Yet? Create Your Free Account

Send

Recipients:
Message:

Share to your friends

Copy link:

    Our Price:

    Regular Price:

    Shipping:Tk. 50

    • Size:
    • Color:
    QTY:

    প্রিয় ,

    সেদিন আপনার কার্টে কিছু বই রেখে কোথায় যেন চলে গিয়েছিলেন।
    মিলিয়ে দেখুন তো বইগুলো ঠিক আছে কিনা?

    Please Login to Continue!

    Our User Product Reviews

    Share your query and ideas with us!

    Customer Reviews

    • Was this review helpful to you?

      or

      good!

      By অনুরাগ

      16 Jul 2022 03:21 PM

      Was this review helpful to you?

      or

      good

      By ANDROX NEWBIE

      23 Apr 2022 05:27 PM

      Was this review helpful to you?

      or

      faltu

      By Golam Rasel Sayem

      18 Aug 2021 04:53 PM

      Was this review helpful to you?

      or

      i recommended for kisor

      By NUSAIBA ZARIN RAISA

      30 Jul 2021 01:41 PM

      Was this review helpful to you?

      or

      Onk Shundor Boi

      By Asmaul Hasan

      27 Mar 2021 03:27 PM

      Was this review helpful to you?

      or

      রকমারি রিভিউঃ বইঃ আবারো টুনটুনি ও আবারো ছোটাচ্চু । লেখকঃ মুহম্মদ জাফর ইকবাল । প্রকাশনীঃ পার্ল পাবলিকেশন্স । মূল্যঃ ২৭০ টাকা । পৃষ্ঠাঃ ১৪৪ । টুনটুনি ও ছোটাচ্চু সিরিজের তৃতীয় বই । বইটি শুরু হয় একজন দুর্ধর্ষ খবরের কাগজ চোরকে ধরার মাধ্যমে । তারপর টুনি ছোটাচ্চুর কথায় একটা কোচিং সেন্টারে ভর্তি হয় এক মেয়েকে ফলো করতে যাকে তার মা সন্দেহ করে যে সে ড্রাগস নেয় । কিন্তু বিষয়টা পুরোপুরি ভিন্ন । তারপর টুনিদের বাসায় আসে দাদির (কিংবা নানি) বান্ধবির নাতি মিশু । ভীষণ ব্রিলিয়ান্ট । যেসব বিশ্ববিদ্যালয়ে চান্স দিয়েছে সবগুলোতেই চান্স পেয়েছে । কিন্তু মানুষ ভালো না । লুডো টুনি তাকে একটা উচিত শিক্ষা দেয় । তারপর এক বাবা-মা তাদের সন্তানকে সময় না দিয়ে সারাক্ষণ শুধু ফেসবুক করে । কেউ একজন তাদের সারাক্ষণ ফেসবুকে বিরক্ত করে । তখন তারা ছোটাচ্চুর কাছে আসে । তারপর ছোটাচ্চু সবাইকে নিয়ে বইমেলায় যায় আর সবাইকে ৫০০ টাকা করে দেয় পছন্দের বই কিনতে । কিন্তু শান্ত চালাকি করতে গিয়ে ধরা খায় । আর টুনি, টুম্পা ও মুনিয়া মিলে তাদের টাকা দিয়ে এক ছেলেকে বুদ্ধি করে তার পছন্দের বইটি দেয় যেটা তার বাবা-মা তাকে দিতে পারছিলো না । এই মজার ও চমকপ্রদ গল্পগুলো জানতে হলে অবশ্যই বইটি পড়তে হবে ।

      By FY Ahmed Neela

      06 Jul 2020 02:16 AM

      Was this review helpful to you?

      or

      "টুনটুনি ও ছোটাচ্চু" (সিরিজ) মুহম্মদ জাফর ইকবাল জনরাঃ কিশোর উপন্যাস টুনটুনি ও ছোটাচ্চু সিরিজ জাফর ইকবাল স্যারের লেখা বইগুলোর মধ্যে আমার অন্যতম প্রিয় একটা সিরিজ! প্রথমে কিশোর আলোতে বইটা পর্ব আকারে লেখা শুরু হয়, পরে বই আকারে বের হয়। বইটা একবারেি শেষ হয়ে যাওয়ার কথা বিপুল পাঠক জনপ্রিয়তা আর আমাদের মতো ভক্তের চাপাচাপির কারণে এক প্রকার বাধ্য হয়েই তিনি একের পর এক বই বের করতে থাকেন! তা আমাদের জন্য বিরাট সুসংবাদ বইকি! বইয়ের শুরুতে দেখা যায় জোবেদা খানমের সাড়ে তিনতলা বাড়িতে তিনি তার, ছেলে, বউ, মেয়ে, জামাই, নাতি নাতনি নিয়ে বাস করেন! ছোটাচ্চু অর্থাৎ শাহরিয়ার বিশাল এ পরিবারের ছোট ছেলে! তার সব বড় ভাই বোন আর তাদের বাচ্চা কাচ্চাসহ অনেক বড় সংসার! কার কতজন বাচ্চাকাচ্চা আছে তার কোনো হিসেব নেই! সবাই দিন রাত এঘর ওঘর করে, রাতে মায়েরা বাচ্চাদের বিছানায় না দেখলে দুশ্চিন্তা করেন না, আবার দু চার জন এক্সট্রা বাচ্চা দেখলে মাথা ঘামান না। বাসার সব বাচ্চাকাচ্চা তাকে আদর করে ছোটাচ্ছু ডাকে! যাদের মামা ডাকার কথা তারাও ছোটাচ্চু ডাকে। এখানে কে কাকে কি ডাকছে এ নিয়ে কারো কোনো মাথা ব্যাথা নেই। বাসার বাচ্চাকাচ্চার সংখ্যা এতোই বেশি যে কে কখন কোথায় থাকে, কে কাকে কি ডাকছে এসব খেয়াল করে দেখার কোনো উপায় নেই। যা হোক ছোটাচ্চু যখন পড়াশোনা শেষ করে ঘোষনা দিলেন তিনি চাকরি বাকরি না করে একটা প্রাইভেট ডিটেক্টিভ এজেন্সি খুলবেন তখন তার বড় ভাইয়ের খেয়াল হলো ছোটাচ্চু আর সেই ছাগলকে গোলাপী রং করিয়ে দুষ্টামি করা ইন্টার পড়ুয়া শাহরিয়ারটি নেই। রিতীমত মাস্টার্স পাশ করে ফেলেছে! শাহরিয়ার অর্থাৎ ছোটাচ্চু এক প্রকার ঘোষনা দিয়েই খুলে ফেললেন তার আলটিমেট ডিটেকটিভ এজেন্সি! তার কাজ কারবার দেখে বাচ্চাকাচ্চারা বিরাট উৎসাহে ছোটাচ্চুর সাথে কাজ করতে চাইলো, কিন্তু ছোটাচ্চু কিছুতেই তাদের নেবে না। একসময় তারা বুঝতে পারলো এটা মোটেও ছাগলকে রং করানোর মতো কোনো মজার খেলা নয়। রীতিমতো প্রফেশনাল কাজ। তাই তারা আর তেমন নাক গলালো না। কিন্তু টুনটুনি, এ বাড়ির সবচেয়ে বুদ্ধিমতী মেয়ে। বয়স পাক্কা ১১ বছর তিন মাস! চোখে গোল ফ্রেমের চশমা, মুখে বয়স্কদের মতো গম্ভীর ভাব। সে একপ্রকার জোর করেই ছোটাচ্চুর দ্য আলটিমেট ডিটেকটিভ এজেন্সিতে ঢুকে গেলো! ছোটাচ্চু প্রথমে পাত্তা না দিলেও একসময় খেয়াল করে টুনি চমৎকারভাবে সব কেস সমাধান করে ফেলছে। তখন ছোটাচ্চু টুনিকে তাঁর এসিস্ট্যান্ট মেনে নিতে বাধ্য হয়! এদিকে আমার পিচ্চি ভাইয়ের মতে সব রহস্য টুনটুনিই সমাধান করে, এখানে ছোটাচ্চু কোনো কাজেরই না! উল্টো প্রায় সমাধান হয়ে যাওয়া কেস ছোটাচ্চুর বোকামির কারনে গন্ডগোল হয়ে যায়। একের পর এক মজার মজার কান্ড, ছোটাচ্চুর কাছে আসা কেস ও টুনির আশ্চর্য বুদ্ধি, ঝুমু খালার রান্না, শান্তর দু নম্বরি, আর ছোটাচ্চুর বোকামি সব মিলিয়ে বইয়ের প্রতিটি লাইনেই পাঠক হেসে উঠবেন বলাই বাহুল্য! টুনটুনি নামের ছোট্ট একটি মেয়ে কিভাবে নানান জটিল রহস্যের সমাধান করে তাক লাগিয়ে দেয় সবাইকে তা চমৎকারভাবে ফুটিয়ে তুলেছেন লেখক! এছাড়াও বড়দের মাধ্যমে ছোটদের মূল্যায়ন করার আশ্চর্য সুন্দর বার্তাও দিয়েছেন এ বইয়ে! সাথে গল্প পড়ার আনন্দও! ব্যাক্তিগত মতামতঃ জাফর ইকবাল স্যারের বই বা তার লেখনী বিচার করার সাহস আমার নেই! ক্লাস টু তে থাকতে হাত কাটা রবিন দিয়ে আমার বই পড়ার যাত্রা শুরু, একে একে শান্তা পরিবার, মেকু কাহিনী, আমার বন্ধু রাশেদ, ভুতের বাচ্চা সোলেমান ইত্যাদি আমার ছেলেবেলাকে রঙিন করে রেখেছে! এ বড়বেলাতে এসেও আমার প্রিয় তালিকার উপরেই আছেন তিনি! এ বইতে হাস্যরসের পাশাপাশি অতি সূক্ষ্ম বার্তাও দিয়েছেন লেখক! যারা টুনটুনির মতো বুদ্ধি রাখেন তারা সহজেই সে বার্তা ধরতে পারবেন আশা করি! পার্সোনাল রেটিংসঃ ৮/১০

      By Urmee

      04 Mar 2020 01:34 PM

      Was this review helpful to you?

      or

      A good detective book

      By papri

      29 Feb 2020 03:28 PM

      Was this review helpful to you?

      or

      amar vagnir jonno kinesilam. o onek posondo koreche :)

      By Md Saikat Jahan

      17 Dec 2019 09:56 AM

      Was this review helpful to you?

      or

      Interesting Book. Thanks to Rokomary

      By nasima

      13 Dec 2019 12:38 PM

      Was this review helpful to you?

      or

      অসাধারণ একটি বই। শুধু ছোটদের জন্য নয়। বড়দের জন্যও একটি উপভোগ্য বই।

      By Milon Hossain

      21 Nov 2019 12:49 PM

      Was this review helpful to you?

      or

      পাঁচ ঘসে ছয়, দুই নম্বরি ছক্কা তুমি ভাবো বুদ্ধি বেশি আসলে তো ফক্কা!!!! যদি কেউ প্রতিবার ছক্কা ফেলতে চাই তাইলে এটা তার জন্য অব্যর্থ টোটকা। বাণীতে আমাদের পুচকি টুনটুনি। মন্ত্র হিসেবে এটাকে মুখে মুখে আউড়াতে হবে আর ধপাধপ ছক্কা ফেলতে হবে, যদি কেউ লুডোতে জিততে চাই। সবাই ভাবছেন কেমন করে? তার জন্য অবশ্যই পড়তে হবে এই বইটির 'লুডো টুর্নামেন্ট' গল্পটি। বিজ্ঞানকে কিভাবে লুডো খেলাতে কাজে লাগানো যায় তার জলজ্যান্ত উদাহরণ ও পেয়ে যাবেন। এছাড়াও আরো চারটি জমজমাট গল্প পাবেন এই বইটাতে। সামান্য গোয়েন্দা গোয়েন্দা গন্ধের সংমিশ্রণে গল্পগুলো সাজানো যেটা পূর্ববর্তী ২টা বইয়ের মতো সমান উপভোগ্য। তবে আমার মনে হয়, এই বইটা পূর্বের ২টার তুলনায় বেশি কিশোর ক্লাসিক অর্থাৎ কিশোররাই সম্পূর্ণ রস আস্বাদন করতে পারবে, বড়দের জন্য একটু বোরিং ফিল হতে পারে। অন্য সবার মতো আমিও তিন তাঁরা দিতে চেয়েছিলেম। কিন্তু সত্যি যদি বইটা কিশোর বয়সে পড়তাম নির্ঘাত পাঁচ তাঁরা দিতাম। তাই আপাতত মিটমাট করে মিডিয়াম জায়গাতেই স্থগিত রাখলাম তাঁরা দেওয়ার মনোবাসনা।

      By Mahruf

      07 Oct 2019 01:04 PM

      Was this review helpful to you?

      or

      অনেক ভাল লেগেছে। এরকম আরো বই চাই টুনটুনির। আপনেরা এইভাবে এগিয়ে জান।জাফর ইকবাল স্যার আপনেকে অনেক ধন্যবাদ। এই বইটি খুবই ভাল। আরো এরকম বই চাই। আরও সিরিস বানান। আর রকমারি কে বড়সড় একটা ধন্যবাদ।এই গল্পতে অনেক শেখার জিনিস আছে। পারিবারিক গল্প এবং অনেক থ্রিল আছে। ধন্যবা।

      By Israt Jahan

      01 Nov 2017 11:22 AM

      Was this review helpful to you?

      or

      good

      By Anup kumar Roy

      12 Apr 2024 07:46 PM

      Was this review helpful to you?

      or

      এই বই নিয়ে আলাদা করে কিছু বলতে হয় না। এত সুন্দর একটা বই।যে বই, সমস্যার কথা সাধারণভাবে বলা হয়েছে এবং সাধারণভাবে সমাধান করা হয়েছে। আমার খুব ভালো লেগেছে এই বইটা। এই সিরিজের প্রত্যেকটা গল্প একবার হলেও পড়া উচিত।

      By ahsan habib

      12 Jan 2020 07:47 PM

      Was this review helpful to you?

      or

      এই সিরিজটা আমার খুব ভালো লাগে, "আবারো টুনটুনি ও আবারো ছোটাচচু" এটাই মনে হয এই সিরিজের শেষ বই। সতযি বলতে আমার কাছে পরথম টা বই বেশি ভালো লেগেছে। যদি কেউ প্রতিবার ছক্কা ফেলতে চাই তাইলে এটা তার জন্য অব্যর্থ টোটকা। বাণীতে আমাদের পুচকি টুনটুনি। মন্ত্র হিসেবে এটাকে মুখে মুখে আউড়াতে হবে আর ধপাধপ ছক্কা ফেলতে হবে, যদি কেউ লুডোতে জিততে চাই। সবাই ভাবছেন কেমন করে? তার জন্য অবশ্যই পড়তে হবে এই বইটির 'লুডো টুর্নামেন্ট' গল্পটি। বিজ্ঞানকে কিভাবে লুডো খেলাতে কাজে লাগানো যায় তার জলজ্যান্ত উদাহরণ ও পেয়ে যাবেন। এছাড়াও আরো চারটি জমজমাট গল্প পাবেন

      By tanvir sefat

      02 Mar 2017 11:17 PM

      Was this review helpful to you?

      or

      Sir .ai series ar sobgula golpo khub e sundor hoise .. ki bolbo sir . Asole e anek sundor

      By Mahbuba Supti

      02 Oct 2017 11:18 PM

      Was this review helpful to you?

      or

      কিশোর তীয় এবং সর্বশেষ বই। এর আগে আরো দুটি বই আছে। উপন্যাস আর গোয়েন্দা কাহিনীর সংমিশ্রণে এই টুনটুনি সিরিজ। টুনটুনি সিরিজের এটি তৃ ১. টুনটুনি ও ছোটাচ্চু ২. আরো টুনটুনি ও আরো ছোটাচ্চু ৩. আবারো টুনটুনি ও আবারো ছোটাচ্চু। প্রথম বই দুইটা যাদের পড়া তাদের কাছে টুনটুনির নতুন করে পরিচয় দেয়ার কিছু নেই। তবুও যাদের এই সিরিজ এখনো পড়া হয়নি তাদের জন্য বলছি, টুনটুনি একটা বাচ্চা মেয়ে। খুব বুদ্ধিমতী। আর টুনটুনির ছোট চাচা মানে ছোটাচ্চু শাহরিয়ারের একটা ব্যক্তিগত গোয়েন্দা টিম আছে। সেখানে চাচ্চুর সহকারী হিসেবে সে কাজ করে। টুনটুনি ভীষণ বুদ্ধিমতী হওয়ার কারণে চাচ্চুর কেসের অর্ধেক সেই সলভ করে দেয়। তিনটি বইয়েই আছে সেই গল্পগুলো। খুব ছোট ছোট কাহিনী কিন্তু দারুণ মজার। এই বইতেও আছে তেমনই পাচঁটি গল্প। ★ একজন দুধর্ষ পেপার চোর ★ গো-গো গোল্ডেন ফাইভ ★ লুডো টুর্নামেন্ট ★ হ্যাকার ★ বইমেলা এই পাচঁটি গল্প দিয়েই সাজানো বইটি। খুব সাধারণ কিছু গল্প। কিন্তু এই গল্পগুলো দিয়েই লেখক গুরুত্বপূর্ণ কিছু বার্তা দিতে চান কিশোরদের মাঝে। সেই গল্পগুলো সম্পর্কে জানতে হলে নিয়ে বসতে হবে সুন্দর এই বইটি!

      By elius

      23 Mar 2017 12:07 PM

      Was this review helpful to you?

      or

      # রকমারি_বইপোকা_র িভিউ_প্রতিযোগিতা ।। বইয়ের নামঃ আবারো টুনটুনি ও আবারো ছোটাচ্চু লেখকঃমুহাম্মদ জাফর ইকবাল। বইয়ের ধরণঃ শিশু কিশোর গল্প প্রকাশকালঃ একুশে বইমেলা ২০১৭ প্রকাশনীঃ পার্ল পাবলিকেশন্স পৃষ্ঠাঃ ১৪৪ মুদ্রিত মূল্যঃ ২৭০ টাকা . কাহিনী সংক্ষেপঃ পাঁচটি অসাধারণ ছোট গল্পের এই বই টি মূলত শিশু কিশোরদের জন্যে হলেও,প্রতিটি গল্পের প্লট সব বয়সীদের কাছেই প্রচুর আগ্রহের।এর আগেও এই সিরিজের দুইটি বই প্রকাশিত হয়েছে। সেগুলিও ছিলো অনবদ্য। । "একজন দুর্ধর্ষ পেপার চোর।" পেপারওয়ালা প্রতিদিন ঠিকই পত্রিকা দিচ্ছে কিন্তু বাসার কেও তা পাচ্ছে না,চুরি হচ্ছে।চোরকেও কেও ধরতে পারছে না। ছোটাচ্চু আসলে সবাই তাঁকে এই দুর্ধর্ষ চোরকে কিভাবে ধরা যায় তার কৌশল বের করে। লাগানো হয় দরজার কাছে সিসি ক্যামেরা।পরেরদিন সিসি ক্যামেরার ফুটেজ থেকে দেখা যায় একটু কুকুর প্রতিদিন মুখে বাজিয়ে খুব যত্ন করে পত্রিকা নিয়ে যায়।ব্যাপারটা সবার কাছে হাস্যকর মনে হয়।ঝাটা দিয়ে পিটিয়ে কুকুর টাকে বাড়ি ছাড়া করতে চায় সবাই।কিন্তু টুনি ভাবে অন্য কথা। কুকুর পত্রিকা দিয়ে কি করবে? নিশ্চিয় এর পিছনে অন্য কেও আছে।খুজে বের করতে হবেই। খুজে কি বের করতে পারে টুনি চোর টাকে? .........."গোল্ডেন ফাইভ" মেয়েটার পিছনে এত সময় দেয়,এত টাকা খরচ করে,এত এত প্রাইভেট কোচিং তবুও গোল্ডেন ফাইভ পাই নি, সারাক্ষন ঝুম মেরে বসে থাকে বলে মায়ের চিন্তার অন্ত নেই।এসেছে ছোটাচ্চুর ডিটেকটিভ এজেন্সি তে ড্রাগ নেয় কি না মেয়েটা তা খুজে বের করতে।সেখানে জড়িয়ে পরে টুনি।ফলো করতে থাকে বইয়ের চাপে পিষ্ট আর গোল্ডেন ফাইভ পাওয়ার প্রতিযোগিতায় নিষ্পেষিত মেয়েটাকে। আসলেই কি মেয়েটা ড্রাগ নেয় নাকি অন্য কিছু? শেষ পর্যন্ত মেয়েটারই বা কি হয়? ............. "লুডু টুর্নামেন্ট" এক পাশে সবাইকে ঠকিয়ে একের পর এক জিতে যাচ্ছে মিশু অন্যদিকে সবাই মুনিয়াকে জিতাতে ব্যস্ত।টুনি ঠিকই ধরে ফেলে মিশুর চালাকি।উচিত শিক্ষা দিতে শাহানা আপুর সহযোগীতায় এক ম্যাজিক লুডুর গুটি বানায় টুনি।হেরে যায় মিশু।টুনি বুঝিয়ে দেয় দুই নাম্বারি করে বেশিক্ষন টিকা যায় না আর ধরা পড়লে সম্মানের বারোটা বেজে যায়। ...... "হ্যাকার" সামাজিক ব্যাধি - সোশ্যাল মিডিয়া অ্যাডিকশন নিয়ে লেখা গল্প। এক বাপ-মা নিজেদের সোশ্যাল মিডিয়া দেখতে যেয়ে কীভাবে সন্তানকে অবহেলা করছেন - সেটাই দেখানো হয়েছে এই গল্পে। .......... "বইমেলা" বেঁচে থাকাটা সত্যিই আনন্দের। অন্যকে খুশি করার মধ্যে আনন্দ দ্বিগুন। ছোটাচ্চু বাড়ির বাচ্চাকাচ্চা দের বইমেলাতে গিয়ে বইকেনার জন্যে টাকা দিয়ে আনন্দ পায় আর টুনি,মুনিয়ারা আনন্দ পায় অদ্ভুত ভাবে অন্য কাউকে বই উপহার দিয়ে। কিভাবে সেটা? এই বইটার সবথেকে বেস্ট গল্প বইমেলা পড়লেই বুঝতে পারবেন কাহিনী টি কি। । পাঠ প্রতিক্রিয়াঃ কে না চায় শৈশবে ফিরে যেতে।এই বইটি পড়ে ঠিক তেমনি বাড়ির সব বাচ্চাকাচ্চাদের সাথে যেন মিশে গিয়েছিলাম।মজার ব্যাপার বইয়ের প্রচ্ছদ টা আমার কাছে অসাধারণ লেগেছে। তাছাড়া প্রতিটি গল্পই শিক্ষামূলক। আছে কিছু বিজ্ঞানের কথা।তাই এক কথায় বলবো, ঝকমকে এই বইটি যে কেও পড়তে পারেন অনায়াসে। রেটিং ৪/৫

    •  

    Recently Viewed


    Great offers, Direct to your inbox and stay one step ahead.
    • You can pay using


    JOIN US

    icon Download App

    Rokomari.com is now one of the leading e-commerce organizations in Bangladesh. It is indeed the biggest online bookshop or bookstore in Bangladesh that helps you save time and money. You can buy books online with a few clicks or a convenient phone call. With breathtaking discounts and offers you can buy anything from Bangla Upannash or English story books to academic, research or competitive exam books. Superfast cash on delivery service brings the products at your doorstep. Our customer support, return and replacement policies will surely add extra confidence in your online shopping experience. Happy Shopping with Rokomari.com!