User login
Sing In with your email
Send
Our Price:
Regular Price:
Shipping:Tk. 50
প্রিয় ,
সেদিন আপনার কার্টে কিছু বই রেখে কোথায় যেন চলে গিয়েছিলেন।
মিলিয়ে দেখুন তো বইগুলো ঠিক আছে কিনা?
Share your query and ideas with us!
Was this review helpful to you?
or
আফ্রিকা মহাদেশ নিয়ে মানুষের অন্তহীন কৌতূহল । ধূসর মরুভূমি, গহীন অরণ্যভরা এ মহাদেশে রয়েছে। প্রচুর প্রাকৃতিক সম্পদ ও বৈচিত্র্যময় জীবনপ্রাচুর্য । পশ্চিম-আফ্রিকার এমনই এক বিশাল দেশ নাইজেরিয়ার নান্দনিকরূপ হৃদয় ছুঁয়ে যায় । অঞ্চলভেদে সেখানকার বিভিন্ন গােত্রের মানুষের ভাষা, জীবনাচার, ঐতিহ্য, সংস্কৃতিতে রয়েছে স্বকীয়তা। প্রত্যন্ত অঞ্চলে আদিমানুষের বেঁচে থাকার নিরন্তর সংগ্রাম, পাশাপাশি নগরসভ্যতার ডামাডােলে মতােয়ারা শহুরে মানুষের জীবনযাপনের বিচিত্র রূপ বড় বিস্ময়কর। নাইজেরিয়ার উত্তরাঞ্চলের বাউচি স্টেটের মানুষের জীবনের উল্লেখযােগ্য বিষয়গুলােকে প্রাধান্য দিয়ে লেখা এ গ্রন্থে তা নিখুঁতভাবে চিত্রিত। বিশেষ করে সেখানকার সাধারণ মানুষের হৃদয়ের কোমল স্পর্শে সিক্ত হওয়ার লক্ষণ অত্যন্ত স্পষ্ট হয়ে ফুটে উঠেছে । নাইজেরিয়ার অর্থনৈতিক সুবর্ণ সময়ের বর্ণিল স্মৃতির সুখানুভূতির পাশাপাশি সময়ের দীর্ঘ পথ-পরিক্রমায় আজকের বিধ্বস্তরূপ বড় মর্মস্পর্শী । এমনই এক সখ-দুঃখ। আনন্দ-বেদনার মিশ্র-অনুভূতিসমৃদ্ধ গ্রন্থ ‘নাইজেরিয়া : দূরেদেশে আপন ভুবন।
Was this review helpful to you?
or
"মুক্তচিন্তা" হতে প্রকাশিত মুসাহিদ উদ্দিন আহমদের লিখা "নাইজেরিয়া-দূরদেশে আপন ভুবন" বইটি পেশাগত ও নানা অভিজ্ঞতাসম্পূর্ণ ভ্রমণকাহিনী। লেখক নিজ কর্ম জীবনে পৃথিবীর নানা দেশে ঘুরে বেড়িয়েছেন। বিভিন্ন দেশ ঘুরে জমেছে তাঁর অনেক স্মৃতি ও অভিজ্ঞতা।তাঁর সেই স্মৃতি ও অভিজ্ঞতা থেকে রচনা করেছেন এই বইটি যা অসাধারণ একটি সংস্করণ। নাইজেরিয়া, অন্যদেশ।কৌতূহল ও জানার প্রবল আগ্রহ রয়েছে এদেশের সবার ওই দেশ সম্পর্কে।লেখক সেই আগ্রহ হতেই অনুপ্রেরণা নিয়ে এই বইটি লিখেছেন।।সেই দেশের সকল বিষয় নিয়ে তিনি এই বইটি লিখেছেন।নাইজেরিয়ার সৌন্দর্য,সেখানকার মানুষ, প্রকৃতি, নদী নালা, এর ইতিহাস, আয়তন, জনসংখ্যা,সব কিছু লেখক তুলে ধরেছেন এই বইটিতে।।উঠে এসেছে সেখানকার মানুষের জীবনাচরণ ও পেশা।লেখক সেই দেশে নিজের দেশের কিছু জিনিসের খোজ পেয়েছেন।আর তা হলো প্রকৃতির মনোরম দৃশ্য।লেখক প্রবাসে থাকতেন তার কর্মক্ষেত্রে।লেখক বাগদাদে ভালো একটি চাকরি করেন, সেই চাকরি সুন্দর শহর ছেড়ে তিনি চলে যান সুদূর নাইজেরিয়াতে। নাইজেরিয়ার বড় কয়েকটি শহরের মধ্যে কানো একটি শহর। লেখকর কর্মস্থল এই কানোতে। অনেক ঝক্কিঝামেলার পর তিনি এসে পৌছান নাইজেরিয়ার কানো শহরে। বইটির প্রথমে চমৎকার ভাবে লেখক নাইজেরিয়া দেশটিকে তুলে ধরেছেন। এবং সেটি পড়তে পড়তে চোখের সামনে ভেসে উঠে নাইজেরিয়া দেশটি।নাইজেরিয়ার প্রতিটি বস্তু যা লেখকের চোখে পড়েছে তা সব তিনি এই বইয়ের স্মৃতিপটে তুলে ধরেছেন সুন্দরভাবে। আফ্রিকার এই দেশ সম্পর্কে লেখক অসাধারণ সব অভিজ্ঞতা নিয়ে বইটি লিখেছেন যা পাঠক মনকে জয় করার জন্য যথেষ্ট।
Was this review helpful to you?
or
লেখক মুসাহিদ উদ্দিন আহমদ ভ্রমণ ও কর্ম সূত্রে বিভিন্ন দেশ ঘুরেছেন। বিভিন্ন দেশ ঘুরে জমেছে তাঁর অনেক স্মৃতি ও অভিজ্ঞতা। তিনি তাঁর সেই স্মৃতি ও অভিজ্ঞতা থেকে রচনা করেছেন এই বইটি। আফ্রিকার এক বিশাল বড় দেশ নাইজেরিয়া, আমাদের দেশের অনেকের মনে কৌতূহল ও জানার প্রবল ইচ্ছা সেই দেশ সম্পর্কে। কেমন সেই দেশ, কেমন তার প্রকৃতি, কেমন সে দেশের মানুষের জীবনযাত্রা তা জানার কৌতূহল এ দেশের মানুষের। আমাদের দেশের মানুষের সেই কৌতূহল মিটাতে লেখক এই বইটি রচনা করেছেন। বইটি পড়তে পড়তে চোখের সামনে ভেসে উঠে সুদূর আফ্রিকার নাইজেরিয়া দেশটি। সুদূর বিদেশে মানুষ কিভাবে নিজের একটি আপন ভুবন তৈরি করে নেয়, তা ফুটে উঠেছে এই বইটিতে। নাইজেরিয়ায় শিক্ষকতা লেখকের একটি স্বপ্নের চাকরি। বিদেশে শিক্ষকতা করা তাঁর এক তীব্র বাসনা, মনে প্রাণে চায় এই চাকরি তিনি। অবশেষে তিনি পেয়ে যান সেই চাকরি। তখন তিনি বাগদাদে ভালো একটি চাকরি করেন, সেই চাকরি সুন্দর শহর ছেড়ে তিনি চলে যান সুদূর নাইজেরিয়াতে। নাইজেরিয়ার বড় কয়েকটি শহরের মধ্যে কানো একটি শহর। লেখকর কর্মস্থল এই কানোতে। অনেক ঝক্কিঝামেলার পর তিনি এসে পৌছান নাইজেরিয়ার কানো শহরে। বইটির প্রথমে চমৎকার ভাবে লেখক নাইজেরিয়া দেশটিকে তুলে ধরেছেন। এবং সেটি পড়তে পড়তে চোখের সামনে ভেসে উঠে নাইজেরিয়া দেশটি। লেখক বেশ সুন্দর ভাবে সব কিছুর বর্ণনা দিয়েছেন। নাইজেরিয়ার সৌন্দর্য, সেখানের মানুষ, প্রকৃতি, নদী নালা, এর ইতিহাস, আয়তন, জনসংখ্যা, অর্থনীতি সব কিছু লেখক তুলে ধরেছেন এই বইটিতে।