User login
Sing In with your email
Send
Our Price:
Regular Price:
Shipping:Tk. 50
প্রিয় ,
সেদিন আপনার কার্টে কিছু বই রেখে কোথায় যেন চলে গিয়েছিলেন।
মিলিয়ে দেখুন তো বইগুলো ঠিক আছে কিনা?
Share your query and ideas with us!
Was this review helpful to you?
or
This is the best book for young generations. The writers behaviour is so polite and helpful.
Was this review helpful to you?
or
অতঃপর আজ শেষ করলাম আরাফাত আল মাসুদ স্যারের জাদুকর বইটি।বইটি শেষ করার পর থেকেই একটি ঘোরের মধ্যে ডুবে আছি।বইটি শেষ করেও কিছু অপূর্ণতায় ভেসে আছি।কারন বইটির প্রথমের ছোট গল্প 'মিতু আপু আমি ও একটি গল্পের দেয়াল' পূর্বের একটি গল্পের ধারাবাহিকতা হিসেবে লেখা হয়েছে।কিন্তু গল্পটি বইতে না থাকায় বইটি শেষ করেও একটি অপূর্ণতা রয়েই গেছে।বইটি পড়ার সময় 'জাদুকর' গল্পের সিরিয়াল কিলারের খুন করার পদ্ধতি খুব ভালো লেগেছে।মিজান সাহেবকে খুন করার আগের শৈশবের স্মৃতিগুলো আমাকে মনে করিয়ে দিয়েছে আমার শৈশবের স্মৃতিকে।বইটির শেষের গল্প 'ইউক্যালিপটাস' এ বাবার দিকের মেয়ের ছুরি তাক করার ব্যাপারটি দ্বারা সমাজের কিছু বিকৃত মস্তিষ্কের মানুষের চিত্র ফুটে উঠেছে।বাকি গল্পের কাহিনী জানতে হলে অবশ্যই বইটি পড়তে হবে।??
Was this review helpful to you?
or
খুবই সুন্দর কিছু গল্প নিয়ে লেখা আশা করি সবার ভালো লাগবে
Was this review helpful to you?
or
সমকালীন গল্পের "জাদুকর" বইটি "বেহুলা বাংলা" হতে প্রকাশিত যা লিখেছেন আরাফাত আল মাসুদ।বইটি ২০১৭ -এর ফেব্রুয়ারি মাসে বই মেলায় প্রকাশিত হয়।বইটি ১ম থেকেই পাঠকদের মন জয় করার মতো একটি বই।এক ভিন্নধর্মী ও চমৎকার সমকালীন গল্পের বই এটি।৭ টি গল্পের সমন্বয়ে বইটি লিখা।এই গল্প ৬টি হলো-১।মিতু,অপু, আমি ও একটি গল্পের দেয়াল, ২।দ্বিখণ্ডিত আয়নায়,৩।বেরসিক অঘটন, ৪।যাপিত জীবনের ছায়া,৫।জাদুকর, ৬।প্রজাপতির ডানা ও ৭।ইউক্যালিপটাস। বইটির ৫ নম্বর গল্প জাদুকর এর নামানুসারে এই বইটির নামকরণ করা হয়।প্রত্যেকটি গল্প যেন একেকটি জীবনকথা।প্রকৃত নানা ভাব ও বচন নিয়ে বইটির গল্পগুলো লিখ হয়েছে।অসাধারণ এক লেখনীর প্রকাশও পেয়েছে বইয়ের গল্পগুলোর মধ্যে। লেখকের দীর্ঘ দিনের পরিশ্রম এই "জাদুকর" সমকালীন গল্পের বইটি যার নিজস্ব এক মহিমা রয়েছে। এই বইয়ের গল্পে রয়েছে বাস্তবতা।এ যেন চলিত জীবনপাঠ,নিজেকে এর পরিবেশে ঢুকিয়ে দৃশ্য বানিয়ে তোলা যায়।এই বইয়ের গল্পে লেখকের মনের বিচিত্র ভাব খুব সুন্দরভাবে ফুটে উঠেছে।আর তা পাঠ করলে সবাই এক অন্য জগতে চলে যাবে।এই বইয়ের বিশেষত্ব এমন ই।বইয়ের গল্পগুলোতে শৃঙ্খলা বজায় রেখে পরিমিতিবোধ ও অপরিমিতবোধ উভয়ই ভাব প্রকাশ করেছেন লেখক যা অসাধারণ রূপ ধারণ করেছে।আর লেখক বইটিতে নানা বিষয় সম্পর্কে সহজ ধারনা দিয়েছেন যাতে পাঠকদের বুঝতে সুবিধা হয় আর তা সবার জন্য উপযুক্ত হয়।।সব মিলিয়ে বইটি সমকালীন গল্পের এক চমৎকার সংস্করণ।