User login
Sing In with your email
Send
Our Price:
Regular Price:
Shipping:Tk. 50
প্রিয় ,
সেদিন আপনার কার্টে কিছু বই রেখে কোথায় যেন চলে গিয়েছিলেন।
মিলিয়ে দেখুন তো বইগুলো ঠিক আছে কিনা?
Share your query and ideas with us!
Was this review helpful to you?
or
‘ছোটদের নানা রকম গল্প’ বইটি ইমদাদুল হক মিলন এর লেখা অনেক গুলো ছোট গল্প একত্রিত করে প্রকাশক করা একটি বই । ইমদাদুল হক মিলন , বাংলাদেশের একজন কথাসাহিত্যিক ও নাট্যকার। তিনি গল্প, উপন্যাস এবং নাটক এই তিন শাখাতেই জনপ্রিয় রচনা উপহার দিয়েছেন। কিশোর বাংলা নামীয় পত্রিকায় শিশুতোষ গল্প লিখে তার সাহিত্যজগতে আত্মপ্রকাশ। ১৯৭৭ খৃস্টাব্দে সাপ্তাহিক বিচিত্রা পত্রিকায় 'সজনী' নামে একটি ছোট গল্প লিখে পাঠকের দৃষ্টি আর্কষণ করতে শুরু করেন। কথাসাহিত্যিক ইমদাদুল হক মিলন ১৯৫৫ সালের ৮ সেপ্টেম্বর বিক্রমপুরের মেদিনীমণ্ডল গ্রামে নানার বাড়িতে জন্মগ্রহণ করেন। তার পৈতৃক নিবাস মুন্সীগঞ্জ বিক্রমপুরের লৌহজং থানার পয়সা গ্রামেন । তিনি ১৯৭২ সালে পুরনো ঢাকার কাজীর পাগলা হাই স্কুল থেকে মাধ্যমিক এবং ১৯৭৪ সালে তৎকালীন জগন্নাথ কলেজ বর্তমানে জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে উচ্চমাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণ হন। তিনি ১৯৭৯ সালে জগন্নাথ কলেজ থেকেই স্নাতক (সম্মান) সম্পূর্ণ করেন। তার লেখা ছোটদের নানা রকম গল্প বইটি প্রথম প্রকাশিত হয় ২০১৭ সালের ফেব্রুয়ারি মাসে । বইটি প্রকাশিত হয় শিশুপ্রকাশ প্রকাশনী থেকে এবং এর প্রকাশক ফারজানা কাইউম । প্রচ্ছদ করেছেন ধ্রুব এষ । ইমদাদুল হক মিলন বাংলা সাহিত্যের এক উজ্জ্বল নক্ষত্র । তিনি এখনো বাংলা সাহিত্য কে সমৃদ্ধ করে যাচ্ছেন তার লেখনীর দ্বারা। তিনি একাধারে উপন্যাস , গল্প , কিশোর উপন্যাস ও ছোটগল্প সহ সকল ক্ষেত্রেই তার প্রতিভা দেখিয়েছেন । তার লেখা অনেক কিশোর গল্প থেকে বাছাই করে বারো টি গল্পে সাজানো হয়েছে এই বইটি । অসাধারন এ গল্পগুলো সকলের নিকটই অনেক ভালো লাগবে । অপুর্ব মিত্রের অভ্র এ্যাডভেঞ্চার, ফার্স্টবয় সেকেন্ডবয় , সাদা ঘোড়ার সওয়ারী , সানজির গল্প , ক্লাসের সবচাইতে দুষ্টু ছেলেটি , উনিশশো একাত্তর সহ আরো কয়েকটি অসাধারন গল্প একত্রে পাওয়া যাবে এই বইটি তে ।