User login
Sing In with your email
Send
Our Price:
Regular Price:
Shipping:Tk. 50
প্রিয় ,
সেদিন আপনার কার্টে কিছু বই রেখে কোথায় যেন চলে গিয়েছিলেন।
মিলিয়ে দেখুন তো বইগুলো ঠিক আছে কিনা?
Share your query and ideas with us!
Was this review helpful to you?
or
‘গনতন্ত্রের অমসৃণ পথ’ বইটির লেখক সিরাজুল ইসলাম চৌধুরী । লেখক এর জন্ম ১৯৩৬ সালে । তিনি পেশায় সাহিত্যের অধ্যাপক এবং অঙ্গীকারে লেখক। এই দুই সত্তার ভেতর হয়তো একটা দ্বন্দ্বও রয়েছে, তবে সেটা অবৈরী, মোটেই বৈরী স্বভাবের নয়। পেশাগত জীবনে তিনি ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি সাহিত্যের অধ্যাপক, অবসরগ্রহণের পর ওই বিশ্ববিদ্যালয়েরই প্রফেসর এমেরিটাস হিসাবে মনোনীত হয়েছেন। তিনি শিক্ষা লাভ করেছেন রাজশাহী, কলকাতা, ঢাকা এবং ইংল্যান্ডের লীডস ও লেস্টার বিশ্ববিদ্যালয়ে। লেখার কাজের পাশাপাশি তিনি ‘নতুন দিগন্ত’ নামে সাহিত্য-সংস্কৃতি বিষয়ক একটি ত্রৈমাসিক পত্রিকা সম্পাদনা করছেন। তার গ্ৰন্থসংখ্যা আশির কাছাকাছি। তার অকালপ্রয়াত স্ত্রী ড. নাজমা জেসমিন চৌধুরীও লিখতেন এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা করতেন।তার লেখা গনতন্ত্রের অমসৃণ পথ বইটি প্রথম প্রকাশিত হয় ২০১৭ সালের ফেব্রুয়ারি মাসে । বইটি প্রকাশিত হয় সূচীপত্র প্রকাশনী থেকে এবং এর প্রকাশক সাঈদ বারী । প্রচ্ছদ করেছেন নিয়াজ চৌধুরী তুলি । গনতন্ত্র কি ? গনতন্ত্র হচ্ছে জনগনের কল্যানে দেশের জন্য কাজ করা । গনতন্ত্রের কথা সকলেই বলে , খুব সম্ভবত সকলেই চায় গনতন্ত্র । কিন্তু সকলেই কি সত্যিই চায় ? না সকলে চায় না । দেশের শাষক গোষ্ঠী চায় না । তবে সাধারন মানুষ ঠিকই চায় । ফলে এই দুই পক্ষের মধ্যে বাধে দ্বন্ধ । সমস্যাটাই এইখানে । শাষক গোষ্টী যে গনতন্ত্রের কথা বলে তা মুলত হচ্ছে ভোটের মাধ্যমে রাষ্ট্রক্ষমতা দখল এর । অপরদিকে জনগন যে গনতন্ত্র চায় তা হচ্ছে মুক্তির পথ ।শাষক শ্রেনী বিশ্বাস করে পুজিবাদে, তারা চায় পুজিবাদী ব্যবস্থা কে টিকিয়ে রাখতে । অপরদিকে তারা মুখে মুখ গনতন্ত্রের কথাই বলে । এইরকম বিভিন্ন অসামঞ্জস্য ব্যাপার নিয়ে বিস্তারিত ভাবে লেখক লিখেছেন তার এ বইটি তে । গনতন্ত্র, রাজণীতি সম্পর্কে যারা জানতে আগ্রহী , তাদের জন্য অসাধারন তথ্যবহুল একটি বই এটি ।