User login
Sing In with your email
Send
Our Price:
Regular Price:
Shipping:Tk. 50
প্রিয় ,
সেদিন আপনার কার্টে কিছু বই রেখে কোথায় যেন চলে গিয়েছিলেন।
মিলিয়ে দেখুন তো বইগুলো ঠিক আছে কিনা?
Share your query and ideas with us!
Was this review helpful to you?
or
‘শুধুই স্মৃতি নয়’ বইটির লেখক আসমা কিবরিয়া , তিনি ১৯৩৭ সালের ১৮ জানুয়ারি জন্মগ্রহন করেন । তিনি গোপালগঞ্জ জেলাইয় জন্মগ্রহন করেন ।তিনি ১৯৫০ সালে পদস্থ সরকারি কর্মকর্তা শাহ এ এম এস কিবরিয়ার সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হন । পররাষ্ট্র মন্ত্রনালয়ের দায়িত্বে থাকার সুবাদে কিবরিয়া দম্পতি ঘুরে বেড়িয়েছেন বিশ্বের নানা প্রান্তে । অল্প বয়স থেকেই বইয়ের লেখিকা আসমা কিবরিয়া অঙ্কন ও চিত্রশিল্পে তার মেধার পরিচয় রেখেছেন । তিনি তার জীবনে শতাধিক চিত্রকর্ম একেছেন , যা দেশে ও দেশের বাইরে প্রদর্শিত হয়েছে । তার স্বামী শাহ এ এম এস কিবরিয়া থাইল্যান্ডে জাতিসংঘের অধীনে এসক্যাপের মহাপরিচালক হিসেবে দায়ত্ব পালনের পরে ১৯৯২ সালের স্থায়ীভাবে ঢাকায় চলে আসেন । পরবর্তীতে তিনি আওয়ামীলীগ সরকারে অর্থমন্ত্রীর দায়িত্ব পালন করেছেন । তার স্বামী ২০০৫ সালে গ্রেনেড হামলায় নির্মমভাবে নিহত হওয়ার পরে তিনি তার স্বামী হত্যাকারীদের বিপক্ষে অবিরাম সংগ্রাম করতে থাকেন । তিনি ২০১৫ সালের ৭ নভেম্বর মৃত্যুবরন করেন । তার লেখা শুধুই স্মৃতি নয় বইটি প্রথম প্রকাশিত হয় ২০১৭ সালের বইমেলা তে । বইটি প্রকাশিত হয় পারিজাত প্রকাশনী থেকে এবং এর প্রকাশক শওকত হোসেন লিটু । প্রচ্ছদ করেছেন মাসুক হেলাল । লেখিকার এ বইটি একটি ভ্রমন কাহিনী মুলক ব । তিনি তার জীবনে তার স্বামীর সাথে বিশ্বের বিভিন্ন প্রান্তে ঘুড়ে বেড়িয়েছেন । সেই ঘুরাঘুরি ও তার নানান অভিজ্ঞতা তিনি লিখেছেন তার এ বইটি তে । বইয়ের প্রতিটি স্থান সম্পর্কে আলাদা আলাদাভাবে ভাগ করে করে তিনি লিখেছেন , যেমন প্রথমে কলকাতার দিনিগুলি , পরে কায়রোর দিনগুলি , নিউইয়র্কের এর দিনগুলি । অসাধারন সকল অভিজ্ঞতা তিনি বর্ননা করেছেন বইটি তে যা সকলেরই ভালো লাগবে তা নিঃসন্দেহে বলা যায় ।