User login
Sing In with your email
Send
Our Price:
Regular Price:
Shipping:Tk. 50
প্রিয় ,
সেদিন আপনার কার্টে কিছু বই রেখে কোথায় যেন চলে গিয়েছিলেন।
মিলিয়ে দেখুন তো বইগুলো ঠিক আছে কিনা?
Share your query and ideas with us!
Was this review helpful to you?
or
‘মুক্তিযুদ্ধের রচনাসমগ্র’ বইটি বাংলাদেশ সরকারের মাননীন অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত এর লেখা মহান মুক্তিযুদ্ধের নানান তথ্যমুলক একটি বই । লেখক, গবেষক, উন্নয়ন বিশেষজ্ঞ, প্রশাসক, পরিবেশবিদ ও অর্থনীতিবিদ আবুল মাল আবদুল মুহিত সিলেটের এক সম্ভান্ত পরিবারে ২৫ জানুয়ারি, ১৯৩৪ সালে জন্মগ্রহণ করেন। কৈশোরে ছাত্র সংগঠন এবং ভাষা আন্দোলনে সক্রিয় ভূমিকা রাখেন এবং ১৯৫৫ সালে সলিমুল্লাহ হল ছাত্র সংসদের সহ-সভাপতি ও সর্বদলীয় কর্মপরিষদের আহবায়ক থাকাকালে কিছুদিন জেলেও ছিলেন।কর্মজীবনে পূর্ব পাকিস্তান এবং কেন্দ্রীয় পাকিস্তান সরকারের প্রায় ১৩ বছর চাকরি করে ওয়াশিংটনে পাকিস্তান দূতাবাসে অর্থনৈতিক কাউন্সিলর হিসেবে নিযুক্তি পান ১৯৬৯ সালে। ১৯৭১ সালে মুক্তিযুদ্ধের পক্ষে ৩০ জুনে তিনি আনুগত্য পরিবর্তন করেন এবং মার্কিন কূটনৈতিক, শিক্ষামহল ও সংবাদমাধ্যমে প্রচারণায় ও জনমত গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। ২৫ বছরের সরকারি চাকরির পর বাংলাদেশের অর্থনৈতিক সম্পর্ক বিভাগের সচিব হিসেবে স্বেচ্ছা অবসরে যান ১৯৮১ সালে । তিনি ২০০১ সালে আওয়ামীলীগ এ যোগ দেন এবং পরে তিনি তিনি জাতীয় সংসদের সদস্য নির্বাচিত হয়ে বাংলাদেশের অর্থমন্ত্রীর দায়িত্ব পালন করেন এবং বর্তমানেও তিনি বাংলাদেশের অর্থমন্ত্রীর পদে রয়েছেন । বইটি প্রথম প্রকাশিত হয় ২০১৭ সালের ফেব্রুয়ারি মাসে । বইটি প্রকাশিত হয় মাওলা ব্রাদার্স প্রকাশনী থেকে এবং এর প্রকাশক আহমেদ মাহমুদুল হক । প্রচ্ছদ করেছেন ধ্রুব এষ । একাত্তরের মহান মুক্তিযুদ্ধে বাংলার মাটি কাপিয়েছেন মহান মুক্তিযোদ্ধা রা । আর এ ছাড়াও মুক্তিযুদ্ধে দেশের বাইরে দেশের পক্ষে ঝুকি নিয়ে দেশের জন্য রেখেছেন অসামান্য ভুমিকা । দেশের মুক্তিযুদ্ধ নিয়ে অনেক বই লেখা হলেও দেশের বাইরের সেই সকল বিষয় নিয়ে লেখালেখি হয় না । লেখক নিজেও দেশের বাইরে থেকে দেশের জন্য অনেক করেছেন । ভুমিকা রেখেছেন অনেক । অসাধারন এ বইটি আমাদের সকলকেই মুক্তিযুদ্ধ সম্পর্কে অনেক কিছু জানাবে , ভাবাবে অনেক কিছু ।