User login
Sing In with your email
Send
Our Price:
Regular Price:
Shipping:Tk. 50
প্রিয় ,
সেদিন আপনার কার্টে কিছু বই রেখে কোথায় যেন চলে গিয়েছিলেন।
মিলিয়ে দেখুন তো বইগুলো ঠিক আছে কিনা?
Share your query and ideas with us!
Was this review helpful to you?
or
‘দুখু (২য় খন্ড)’ বইটি লেখক মোহিত কামাল এর লেখা । লেখক এর জন্ম ১৯৬০ সালের ২ জানুয়ারি । তার জন্মস্থান চট্রগ্রাম জেলার সন্দীপ এ । তিনি আগ্রাবাদ, খালিশপুর এ তার শৈশব কাটান । তিনি একাধারে গল্প , উপন্যাস , প্রবন্ধ ,কলাম , কিশোর উপন্যাস ইত্যাদি সব কিছুই লিখেন । তিনি মনোচিকিৎসক, মনোশিক্ষাবিদ , সাইকিয়াট্রিস্ট ও সাইকোথেরাপিষ্ট হিসেবে কাজ করেছেন । । মোহিত কামাল বর্তমান সময়ের একজন জনপ্রিয় লেখক । তিনি উপন্যাসও লিখেন গল্প ও লিখেন । তিনি সিটি আনন্দ আলো সাহিত্য পুরস্কার ২০১৪; এম নুরুল কাদের ফাউন্ডেশন শিশুসাহিত্য পুরস্কার ২০১২; মংমনসিংহ সংস্কৃতি পুরস্কার ১৪১৬; এ ওয়ান টেলিমিডিয়া স্বাধীনতা অ্যাওয়ার্ড ২০০৮; বেগম রোকেয়া সম্মাননা পদক ২০০৮, সাপ্তাাহিক দি নর্থ বেঙ্গল এক্সপ্রেস প্রদত্ত; ’স্বাধীনতা সংসদ নববর্ষ পুরস্কার ১৪১৫ ইত্যাদি পুরষ্কারে ভুষিত হয়েছেন । তার লেখা এই বইটি প্রথম প্রকাশিত হয় ২০১৭ সালের ফেব্রুয়ারি মাসে । বইটি প্রকাশিত হয় অনিন্দ্য প্রকাশ প্রকাশনী থেকে এবং এর প্রকাশক আফজাল হোসেন । প্রচ্ছদ করেছেন আলঙগীন তুষার । বইয়ের নাম থেকে বোঝা যাচ্ছে যে বইটি লেখা হয়েছে আমাদের দেশের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম ওরফে দুখু এর জীবনী নিয়ে । বইটি কাজী নজরুল ইসলাম এর জীবনী নিয়ে লেখা কিশোর উপযোগী একটি বই । কৈশোর পেরোনোর সময়ই কাজী নজরুল ইসলামের তারুণ্যের যাত্রাধ্বনি প্রতিধ্বনিত হয়েছে দুখু উপন্যাসের দ্বিতীয় খণ্ডে। তাঁর স্বাধীনতাপিয়াসী মানবতাবাদী মনের প্রকাশ ঘটেছে এসময়। নজরুলের বয়ঃসন্ধিকাল নিয়ে মোহিত কামাল রচিত এ বইটি বাস্তব জীবনভিত্তিক অগ্রগণ্য এক সৃষ্টিশীল আখ্যান। এই বয়সেই স্ফুরণ ঘটেছে বাংলা ভাষাসাহিত্যে নজরুল-চেতনার। নজরুল কে জানতে চাইলে পড়তে হবে দুখু বইয়ের প্রথম ও দ্বিতীয় খন্ড । অসাধারন এ বইটি সকলেরই ভালো লাগবে ।
Was this review helpful to you?
or
সাহিত্যের শব্দ গাঁথুনিতে তিনি ব্যবহার করেছেন মনস্তাত্ত্বিক উপদান। মনোবিজ্ঞানের কলকব্জায় চড়ে উপন্যাসের জীবনধারা বিস্তৃত হয়েছে, মনে সাহিত্য রচিত হয়েছে। ভালোবাসায় পূর্ণ জীবন ফাটল তৈরি হয়। বদলে যায় মনের গতি-প্রকৃতি। বিপর্যয় নেমে আসে, সুখি পরিবারের ভিত ভেঙ্গে যেতে থাক। ভুল বোঝাবুঝি, সন্দেহ, অবিশ্বাস এবং ক্রোধের আগুনে পুড়তে থাক মন। পুড়তে থাক দেহ। ঝলছে যায় সামাজিক সমৃদ্ধি। " কৈশোর পেরোনোর সময়ই কাজী নজরুল ইসলামের তারুণ্যের যাত্রাধ্বনি প্রতিধ্বনিত হয়েছে দুখু উপন্যাসের দ্বিতীয় খণ্ডে। তাঁর স্বাধীনতাপিয়াসী মানবতাবাদী মনের প্রকাশ ঘটেছে এসময়। নজরুলের বয়ঃসন্ধিকাল নিয়ে মোহিত কামাল রচিত এ বইটি বাস্তব জীবনভিত্তিক অগ্রগণ্য এক সৃষ্টিশীল আখ্যান। এই বয়সেই স্ফুরণ ঘটেছে বাংলা ভাষাসাহিত্যে নজরুল-চেতনার। যৌবন-প্রারম্ভের নজরুলকে নিয়ে এমন সৃজনধর্মী কিশোর উপন্যাস বাংলাসাহিত্যে বিরল। এ বয়সেই নজরুল ইংরেজদের বিরুদ্ধে লড়াইয়ের সংকল্প করেছেন। যে-মমতা ও দেশপ্রেম নিয়ে তিনি বন্ধু শৈলজানন্দকে যুদ্ধে যাওয়ার আহ্বান জানান তা চির-অম্লান এক ‘বিদ্রোহী’ নজরুলের জীবন্ত প্রতিচ্ছবি যা পাঠককে আকৃষ্ট করে। ভিক্টর ইন্সটিটিউট ও পরবর্তী পর্যায়ে শিয়ারশোল রাজ স্কুল থেকে শুরু করে সৈনিক জীবনের যাত্রাশুরু পর্যন্ত নজরুল-জীবনের সময়কাল উঠে এসেছে ছোটদের এ উপন্যাসে যা বড়দের জন্যও পাঠ্য। এ গ্রন্থে একই সঙ্গে ফুটে উঠেছে সাহিত্য-সৃজন ও পড়াশোনার প্রতি নজরুলের দুর্নিবার আকর্ষণের কথা। মেধাবী নজরুল শত দুঃখ-কষ্টের মাঝেও চেষ্টা করে গেছেন পড়াশোনা চালিয়ে যাওয়ার। তাঁর এ তাগিদ এখনকার কিশোর-তরুণদের জন্য হতে পারে মহান আদর্শের আলোকশিখা। বাংলা ভাষার কিশোরসাহিত্যে এ এক নবতম সংযোজনা যা অবশ্যপাঠ্য হিসেবে বিবেচিত হতে পারে।"